আর শেষের দিকে ২৭শে রমজানের রোজাটা রাখতাম। মনে হতো এই তিনটে রাখলেই বুঝি সব হয়ে গেল।
তাহলে মনে হয় সবার ছোটবেলার সাথেই এই বিষয়টি বেশ পরিচিত। আমরাও সবাই মিলে ঠিক একই কাজ করতাম । ২৭ রমজানের দিন রোজা থাকতাম আর ইফতারের পর থেকেই মসজিদে অবস্থান করতাম অপেক্ষায় থাকতাম কখন জিলাপি সহ বাতোশা দিবে।