ভালোবাসা নিয়ে লেখা কবিতাগুলো পড়ার প্রতি অন্যরকম একটা ফিলিংস থাকে।
সাদা পাতাগুলি আজ বড়ই চঞ্চল,
কেননা তাদের শূন্য গর্ভ উঠবে ভরে
আবার ছন্দ আর কবিতায় ।
বলতে গেলে ভালোবাসার এক নতুন রূপ এর বহিঃপ্রকাশ। আপনার সুন্দর লেখনি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ দাদা।