"একাকীত্ব আমি" (Poem of my writing"Loneliness is me")||by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ10 days ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।

আজ - ২৩শে অগ্রহায়ণ | ১৪৩১ বঙ্গাব্দ | রবিবার | হেমন্ত-কাল |


আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।


আজ সারাদিন অনেক ব্যস্ত ছিলাম। ব্যস্ত থাকার কারণে কমিউনিটিতে ঠিকমতো সময় দিতে পারেনি সন্ধ্যার পর থেকে কিছু পোস্ট ভিজিট করেছি আর এখন আমার পুরাতন ডায়েরি থেকে একটি কবিতা আপনাদের সাথে শেয়ার করার জন্য হাজির হয়েছি। যারা নিয়মিত আমার পোস্টগুলো ভিজিট করেন তারা অবশ্য জানেন সপ্তাহের একদিন বা দুইদিন আমার খুব ব্যস্ততার মাঝে কাটে সেদিন ঠিকমতো কমিউনিটিতে সময় দিতে পারে না ঠিক আজকেও একই অবস্থা হয়েছিল রবিবারে তুলনামূলক ব্যাংকের কাজ আবার ব্যবসায়িক কিছু কাজের কারণে পুরোটা দিন ব্যস্ত ছিলাম। সে সম্পর্কে আর নতুন করে কিছু না বলি। একাকীত্ব এই শব্দটার সাথে সবাই কম বেশি পরিচিত কারণ প্রতিটা মানুষের জীবনেই এমন একটা সময় আসে যেটা তার কিছু স্মরণীয় স্মৃতি জীবনের সাথে গেঁথে রাখতে বাধ্য হয়। একটা চরম বাস্তবতা সেটা হচ্ছে আপনার কঠিন সময়ে কেউ আপনার পাশে থাকবে না একাকীত্ব বরণ করে নিতে হবে তবে হ্যাঁ খুব কম ক্ষেত্রেই আপনি আপনার আপন মানুষগুলোকে কাছে পাবেন। জীবনের যখন কঠিন সময় আসে তখন সেটা একা একা প্রতিহত করতে হয়। যারা খুব বেশি ভাগ্যবান হয় তারা অনেক ক্ষেত্রে পরিবারের সদস্যদেরকে পাশে পায় অথবা তার শখের মানুষটাকে পাশে পায়।


কবিতা সম্পর্কে আমার অনুভূতি

আজকের কবিতার সাথে আমার বাস্তব জীবনের কোন মিল নেই তবে কবিতা লেখা হয় মূলত কল্পনার জগত থেকে আপনি মনে মনে যেমনটা কল্পনা করবেন কবিতার ভাষায় ঠিক তেমনটাই শব্দগুলো তুলে ধরতে পারবেন। আপনি যখন বিপদগ্রস্ত হবেন বা একা নিজেকে অসহায় মনে করবেন তখন বোঝা যায় আসলে একাকীত্ব কতটা ভয়ানক হতে পারে। কোন মানুষই স্বেচ্ছায় মন থেকে একাকীত্ব বরণ করে নিতে চায় না সে সবসময় চায় স্বাভাবিকভাবে তার জীবনটা যেন পরিচালিত হয় তবে এটা কারো হাতের কারসাজি নয় এটা প্রকৃতি আর সৃষ্টিকর্তার হাতে। আপনি যদি কাউকে নিয়ে সুখে থাকতে চান হয়তো বা প্রকৃতি তাকে আপনার কাছ থেকে নিয়ে নিবে বা সৃষ্টিকর্তার ইশারায় সেটা সম্ভব হবে না তখন আপনাকে একাকিত্ব বিষয়টি মেনে নিতে হবে। হ্যাঁ একাকীত্ব এই বিষয়টি মেনে নেওয়ার পরে একজন মানুষের মনে কতটা ঝড় বইতে পারে সেটা কিন্তু কারো অজানা নয় অর্থাৎ চোখ বন্ধ করলেই সেটা সম্পর্কে আন্দাজ করা যায়। মূলত আমি এই কবিতাটি কল্পনার জগত থেকে লিখেছিলাম। এমন একজন মানুষ যাকে চাইলেও আর ফিরে পাওয়া যাবে না।

আমি যে কবিতাটি লিখেছি সেটা নিচে তুলে ধরেছি এখন আপনারা মন্তব্য করে জানাবেন কবিতাটি কেমন হয়েছে?? আর ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবে সবাই।


চলুন শুরু করা যাক


1000100723.png

Canva দিয়ে তৈরি

কবিতা

কবিতার নামঃ-"একাকীত্ব আমি "

আমি একাকীত্ব বরণ করে নিয়েছি
নিজেকে একা থাকতে বাধ্য করেছি
নিজেকে নিজের কাছে অসহায় ভেবেছি
পৃথিবীর এই শ্রেষ্ঠ বাজে অনুভূতি আপন করে নিয়েছি ।
সকালের সূর্য দেখেছি একাকীত্ব নিয়ে ,
রাতের চাঁদ দেখেছি একাকিত্ব নিয়ে ,
আষাঢ়ের বৃষ্টি দেখেছি একাকিত্ব নিয়ে ,
শীতের কুয়াশা ভেজা সকাল দেখেছি একাকীত্ব নিয়ে ,
গ্রীস্মের তাপে নিজেকে পুড়িয়েছি একাকিত্ব নিয়ে।
এই অনুভূতি কাউকে বোঝাতে পারিনি
কেউ একজন বুঝেছে কিন্তু প্রকাশ করেন
আমাকে একাকীত্ব থাকার যন্ত্রণা থেকে মুক্ত করেনি।
তাইতো স্বাচ্ছন্দ্যে একাকীত্ব বরণ করে নিয়ে
প্রকৃতিকে বড্ড আপন করে নিতে চেয়েছি।
হারিয়ে যাই সবুজের মায়ায় বার বার
তবুও তোমাকে ছাড়া একাকীত্ব খুঁজে পাই,
আমি শূন্য আকাসে উড়তে চেয়েছিলাম
তোমাকে সাথে নিয়ে,
বিষাক্ত মায়া ছাড়লো না তোমায়
একাকীত্ব বরণ করলাম তোমায় হারিয়ে।
আমি আজও খুঁজি তোমায় রঙিন স্বপ্নে
একাকীত্বকে হারিয়ে নতুন রূপে
তোমার সাথে জীবন রাঙাতে।

ধন্যবাদ সবাইকে



আমার পরিচয়


20230226135443_IMG_2201-01.jpeg

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



Y2TyqY1SUSMFB8YtmVQ.png

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiExjDZXA9b63NAwrwLXd8Ct7t1ZtdVLLXWaLZw5onyjbiCRPr6s2tz1kz75iSS...xFU9EXxXdabqMHBsc9mJ817a2SuVogJxMBkzsHNyMz11NQwmvwuEWHWA5F82zgRf2rtHDE85bAj4sRhY9U82BY2NqNXEu8caQc9HGJHwF7D2FoRAiQKCNDCinS (1).png

💗💗💗

standard_Discord_Zip.gif

🔥আমার বাংলা ব্লগ 🔥

standard_Discord_Zip.gif

Sort:  
 10 days ago 

আপনার লেখা এই সৌন্দর্যময় কবিতাটি পড়ে ভালো লাগলো। খুবই সুন্দরভাবে মিলিয়ে লিখেছেন, আর কবিতার ভাষাগুলো অসাধারণ ছিল।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 days ago 

1000100899.jpg

1000100900.jpg

1000100903.jpg

1000100902.jpg

1000100901.jpg

 10 days ago 

প্রতিটি মানুষের জীবনেই একটা সময় একাকিত্ব ঘিরে ধরে আর আস্তে আস্তে মানুষ একাকিত্ব কে সঙ্গী করেই বাঁচে।তোমার কবিতার প্রতিটি লাইন আমার হৃদয় ছুঁয়ে গেলো সত্যিই অসাধারণ লাগছে প্রতিটি লাইন।অনেক অনেক শুভকামনা থাকলো ভাই।❤️

 10 days ago 

বাহ চমৎকার একটি কবিতা লিখলেন আপনি। যদি আমরা জীবনের সমীকরণগুলো মিলাতে যাই তাহলে দিন শেষ আমরা সবাই একা। আমরা বড় হয়ে অনেক সঙ্গী পাই বন্ধু-বান্ধব পাই। কিন্তু বাস্তব জীবনে আমরা যদি একটু বিবেচনা করে খুঁজে পায় তাহলে আমরা একাকীত্বকে সব সময় সঙ্গী হিসেবে পেয়ে থাকি। সেই অনুভূতিগুলো আপনি কবিতায় লিখলেন অনেক ভালো লাগলো পড়ে।

 10 days ago 

বাস্তব জীবনে আমরা সবাই ভীষণ ব্যাস্ত, এর পরেও আমরা আমাদের চমৎকার কাজগুলো নিয়ে প্রিয় কমিউনিটিতে ফিরে আসি।

যাইহোক কাল্পনিক অনুভূতি থেকে লিখা আপনার কবিতাটি দারুন লেগেছে আমার কাছে। বিশেষ করে ছন্দ এবং অর্থের দারুন কম্বিনেশন ছিল। এভাবেই লিখতে থাকুন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে।

 10 days ago 

একাকীত্বতা ভীষণ সুন্দর ৷ আর আপনার লেখা একাকীত্ব আমি কবিতাটাও ভীষণ সুন্দর হয়েছে ৷ দারুণ লিখেছেন ৷ ভীষণ ভালো লাগলো কবিতাটি পড়ে ৷ আসলে আমার কাছে একাকীত্বতা বেশ ভালো লাগে , আমি উপভোগ করি একাকীত্বতাকে ৷ তাই হয়তো এই কবিতাটি একটু বেশিই ভালো লাগলো আমার ৷ অসংখ্য ধন্যবাদ

 9 days ago 

বাহ্ আপনি অনেক সুন্দর কবিতা লিখেন তো দেখছি। আপনার আজকের কবিতাটা অসম্ভব সুন্দর হয়েছে। আর আমার কাছে কবিতাটা পড়তেও খুব ভালো লেগেছে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে সুন্দর করে পুরো কবিতাটা শেয়ার করার কারণে অনেক ভালো লেগেছে আমার কাছে। এরকম সুন্দর কবিতা গুলো পড়তে আমি অনেক পছন্দ করি। ধন্যবাদ সুন্দর একটা কবিতা শেয়ার জন্য।

 9 days ago 

সকালের সূর্য দেখেছি একাকীত্ব নিয়ে ,
রাতের চাঁদ দেখেছি একাকিত্ব নিয়ে ,

এটা তো আমার নিত‍্যদিনের রুটিন ভাই হা হা। একাকিত্ব টা আমার থেকে আর বেশি কে অনূভব করতে পারে। কবিতা টা আমার বতর্মান পরিস্থিতির সাথে রিলেট করতে পারলাম। দারুণ লিখেছেন ভাই। বেশ ভালো লাগল।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.27
JST 0.041
BTC 104021.29
ETH 3869.26
SBD 3.33