"জীবনের প্রেমে ডুবেছে জীবন" (Poem of my writing"Life is drowning in love with life.")||by @kazi-raihan

in আমার বাংলা ব্লগyesterday

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।

আজ - ২৭শে মাঘ | ১৪৩১ বঙ্গাব্দ | সোমবার | শীতকাল |


আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।


মানুষ সব সময় চায় একটা সরল স্বাভাবিক সুন্দর জীবন যাপন করতে মূলত নিজেকে ভালো রাখার প্রচেষ্টায় মানুষ অর্থ উপার্জন সহ টাকার পিছনে দৌড়ায়। তবে মানুষের ভালো থাকার পিছনে শুধু টাকার অবদান নয় এমন একজন মানুষের অবদান সবচেয়ে বেশি থাকে যে সুখ-দুঃখ সব সময় আপনার পাশে থাকবে। বর্তমান সময়ে বেশিরভাগ পরিবারের সদস্যরা চিন্তা করে অর্থ ছাড়া মানুষের মূল্যায়ন আমাদের সমাজের শূন্য আসলেই কিন্তু তাই। মানুষের মূল্যায়ন খুব একটা নেই বরং মানুষের তুলনায় টাকার মূল্যায়ন বর্তমানে বেশি। দুইটা সম্পর্ক তৈরি হওয়ার পূর্বে তাদের দুজনের মনের মিল কতটুকু পড়বে সেই বিষয়টা চিন্তা না করে বিশেষ করে ছেলেদের পক্ষে কত টাকার মালিক বা আর্থিকভাবে কতটা সচল সেই বিষয়টা বেশি বিবেচনা করা হয়। বাস্তব জীবনে স্বাভাবিকভাবে চলাফেরা করার ক্ষেত্রে টাকার প্রয়োজন আছে যদি তারা দুজন দুজনকে খুব কাছ থেকে পছন্দ করে বা একে অপরকে গভীরভাবে চায় সেক্ষেত্রে সামান্য কিছু রোজগারের মাধ্যমেও তাদের জীবনটা স্বাভাবিকভাবে চলতে পারে। তবে দুঃখের বিষয় আমাদের সমাজের মানুষ ভালোবাসার চেয়ে অর্থের দিকটা বেশি বিবেচনা করে। অনেকেই হয়তো হাসবেন এটা সত্যি টাকার জন্য কিছু কিছু মেয়েরা চাচার বয়সী ছেলেদেরকে বিয়ে করে হা হা হা। তবে হ্যাঁ সবাই তো আর একরকম হয় না আবার সবার মন মানসিকতা এক রকম হয় না।


কবিতা সম্পর্কে আমার অনুভূতি

কারো জীবনে ভালোবাসা আসলে জীবনটা সুন্দরভাবে গুছিয়ে দেয় আবার কারো ক্ষেত্রে ভালোবাসা জীবনটাকে এলোমেলো করে দেয়। তবে আমি বাস্তব জীবনে যতটুকু দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে ছেলেদের জীবনটা এলোমেলো করে দেওয়ার ক্ষেত্রে মেয়েদের অবদান বেশি থাকে। আসলে আপনাদেরকে ছোট করার জন্য কথাটা বলিনি তবে অনেক উদাহরণ চোখের সামনে দেখেছি তবে হ্যাঁ ছেলেরাও মেয়েদের সাথে এমন কিছু আচরণ করে যেটা মেনে নেওয়া যায় না। তবুও কারো জীবন থেমে মেঘ থাকে না জীবন তার আপন গতিতে ছুটতে থাকে তবে সেই মানুষগুলোর কথাটা স্মরণীয় হয়ে থাকে যে মানুষগুলো জীবন চলার পথে হঠাৎ এসে মনে দৃঢ় ক্ষত সৃষ্টি করে যায়। যাইহোক আর বাড়তি কিছু বলতে চাইছি না কবিতার ভাষায় কয়েকটি লাইন লিখেছিলাম সেটা আজকে এই পোস্টের মাধ্যমে তুলে ধরেছি।

আমি যে কবিতাটি লিখেছি সেটা নিচে তুলে ধরেছি এখন আপনারা মন্তব্য করে জানাবেন কবিতাটি কেমন হয়েছে?? আর ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবে সবাই।


চলুন শুরু করা যাক


1000110432.png

Canva দিয়ে তৈরি

কবিতা

কবিতার নামঃ-"জীবনের প্রেমে ডুবেছে জীবন "

পথ দেখানোর যে স্নিগ্ধ আলোয়
বেঁচে থাকার আশা ছিলো-
তা আজ সঙ্গের অভাবে মৃতপ্রায়!
দুর্দশার এই কঠিন দিনে
বিষন্ন আধারও মুখ ফিরিয়ে নেয়,
চারিপাশের ধূ ধূ শূণ্যতায় মন
তবুও নিজেকে ধূসরতায় রাঙায়।
স্বপ্নচারী মনের নির্মমতা
নীলাভ আলোর দেখা পায়,
স্পর্শের যে চাদরে স্বস্তি থাকে
সে চাদর সুখের সাথে মিলেমিশে বিলিন হয়ে যায়।
হৃদয়ের মাঝে গড়ে ওঠা মরুভূমিতে
শুধুই নিরাশার ধোঁয়া,
ধরবো ধরবো বলেও
বাস্তবিকতার রোষানলে হয়না আর ছোয়া।
তারপরও কিছু একটা আছে
এই ভেবে অন্তর কিঞ্চিৎ চিন্তা মুক্ত হয়,
সব ভুলে আর একবার প্রজাপতি মন
জীবনটাকে সাজায়।

ধন্যবাদ সবাইকে



আমার পরিচয়


20230226135443_IMG_2201-01.jpeg

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



Y2TyqY1SUSMFB8YtmVQ.png

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiExjDZXA9b63NAwrwLXd8Ct7t1ZtdVLLXWaLZw5onyjbiCRPr6s2tz1kz75iSS...xFU9EXxXdabqMHBsc9mJ817a2SuVogJxMBkzsHNyMz11NQwmvwuEWHWA5F82zgRf2rtHDE85bAj4sRhY9U82BY2NqNXEu8caQc9HGJHwF7D2FoRAiQKCNDCinS (1).png

💗💗💗

standard_Discord_Zip.gif

🔥আমার বাংলা ব্লগ 🔥

standard_Discord_Zip.gif

Sort:  
 yesterday 

1000112707.jpg

1000112708.jpg

1000112711.jpg

1000112710.jpg

1000112709.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 13 hours ago 

আপনার কবিতার নামটা আমার কাছে বেশ অসাধারণ লেগেছে ভাই। জীবনের প্রেমে জীবন। এখানে ফিলোসোফির একটা ব‍্যাপার আছে। আর কবিতা টা দারুণ লিখেছেন আপনি। বেশ অসাধারণ লাগল আপনার কবিতা টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 3 hours ago 

আপনার লেখা "জীবনের প্রেমে ডুবেছে জীবন" কবিতার প্রতিটা লাইন আমার অনেক বেশি ভালো লেগেছে। সুন্দর একটি টপিক নিয়ে কবিতা লিখেছেন আপনি। প্রত্যেকটি লাইন খুব সুন্দর লেগেছে আমার কাছে। আসলে কবিতা লাইন পড়ে মনে হচ্ছে যেন প্রফেশনাল একজন কবির কবিতা পড়ছি। বেশ ভালো লেগেছে আমার কাছে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.25
JST 0.035
BTC 96998.94
ETH 2666.65
SBD 2.80