আমেনার জীবন (পর্ব-০৬)|| by @kazi-raihan
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।
আজ - ১৪ই আষাঢ় | ১৪৩১ বঙ্গাব্দ | শুক্রবার | বর্ষা-কাল |
আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।
ছেলেটা আমেনাকে মনের কথা প্রকাশ করার পর আমেনা একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে যায় তারপর থেকেই ছেলেটার মনে কৌতূহল জাগতে শুরু করে আসলে সে এই হাসি দ্বারা ঠিক কী বোঝাতে চেয়েছে ?? আমেনা কী আমার কথার সাথে সহমত প্রকাশ করেছে নাকি আমার কথায় সে লজ্জা পেয়ে চলে গেল?? আমেনা কে আমি এই কথা বলার পরে সে কি আমার সাথে আবার দেখা করতে আসবে আমার সাথে কথা বলবে এরকম অনেক প্রশ্ন ছেলেটার মনে জাগতে শুরু করল। কিছু সময় সেখানে বসে থাকার পরে ছেলেটা ধীরে ধীরে বাড়ির দিকে রওনা হল কেননা দুপুর গড়িয়ে বিকেল হয়ে গিয়েছে। সেই সকাল বেলা বাড়ি থেকে বের হয়েছে এখনো বাড়ি ফেরা হয়নি তাই আমেনার কথা চিন্তা করতে করতেই ছেলেটা বাড়ির দিকে রওনা হল। বাড়িতে গিয়ে ছেলেটা যখন খেতে বসল তখন খাওয়ার সময়ও আমেনার কথা মনে পড়ছিল আসলে আমেনা কথাটা কিভাবে নিয়েছে সেটাই চিন্তা করছিল। খাওয়া-দাওয়া শেষ করে আবার ঘুরতে ঘুরতে আমেনার বাড়ির পাশে এসে বসলো আসলে ছেলেটা জানতে চাইছিল আমেনা আসলে কি চায়?? গভীর একটা চিন্তার মধ্যে সময় পার করছিল ছেলেটি।
আমেনাকে নিয়ে চিন্তা করতে করতে তার হঠাৎ মনে হল আমেনা যেহেতু মুচকি হাসি দিয়ে চলে গিয়েছে তাহলে এই বিষয়ে মনে হয় আমেনার হ্যাঁ মতামত আছে। আসলে স্বাভাবিকভাবেই মেয়েরা মনের কথাটা সরাসরি প্রকাশ করতে চায় না ধীরে ধীরে তাদের আচার ব্যবহারের মাধ্যমে সেটা প্রকাশ করে এই কথাটা ছেলেটার মাথায় ঘুরপাক খাচ্ছিল। গাছের নিচে বসে এই বিষয়গুলো নিয়ে চিন্তা করছিল আর খুশিতে নিজে নিজেই হাসছিল এমন সময় তাদের বাড়ির একজন কাজের লোক এসে বলে ফেলল কি হয়েছে একা একা গাছের নিচে বসে হাসছো কেন?? ছেলেটা তাড়াহুড়ো করে উঠে দাঁড়িয়েও বলল না এমনিতেই বসে আছি আপনি কোথায় যাচ্ছেন তখন লোকটি উত্তর দিয়ে বলল তোমাদের জমিতে যাচ্ছি চলো একটু কাজ অবশিষ্ট আছে দুজন মিলে শেষ করে আসি। তারা দুজন মিলে আবার জমির দিকে যাচ্ছিল আর ছেলেটা আমেনাদের বাড়ির পাশে এসে শুধু উঁকি দিচ্ছিল আসলে আমেনা কোথায় আছে।
অন্যদিকে আমেনা ছেলেটার কথা শুনে বাড়িতে আসার পরে বারবার শুধু ছেলেটার কথাই মনে করছিল। যখন ছেলেটি মন খুলে আমেনাকে কথাটা বলছিল সেই মুহূর্তটা আমেনা বারবার উপলব্ধি করার চেষ্টা করছিল। আমেনার মা সকাল সকাল কাজ শেষ করে বাড়ি ফিরে আসলো দেখলো অন্যান্য দিনের চেয়ে আমেনা আজকে অনেক হাসিমুখী। যখনই আমেনার মা বাড়িতে আসলো আমেনা তখনই দৌড়ে গিয়ে আমেনার মাকে জড়িয়ে ধরে বলল মা আজকে খুব ক্ষুধা পেয়েছে খেতে দাও। মেয়ের এমন হাসিমুখী চেহারা দেখে আমেনার মা মুচকি হেসে বলল দাঁড়াও মা আমি গোসল করেই তোমার খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। সন্ধ্যার আগ মুহূর্তে আমেনা ঘুরতে ঘুরতে যখনই তাদের বাড়ির পাশের বাগানের দিকে গেল তখনই দেখতে পেল ছেলেটা জমি থেকে কাজ শেষ করে বাড়ির দিকে যাচ্ছে। ছেলেটাকে দেখার পর আমেনার বুকের কাঁপুনি বেড়ে গেল। অন্যদিকে ছেলেটারও একই অবস্থা আমেনাকে দেখে ছেলেটার বুকের কাপুনি বেড়ে গেল। দুজন দুজনের দিকে তাকিয়ে মুচকি হাসতে লাগলো। দিনের আলো প্রায় শেষ হয়ে যাচ্ছে কিছুক্ষনের মধ্যেই সন্ধানেমে আসবে তাই তারা দুজন আর সেখানে দাঁড়িয়ে কোন কথা বলতে পারল না শুধু একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসি দিচ্ছিল। ছেলেটা যখনই চলে গেল তখন আমিনা দৌড়ে বাড়িতে এসে তার মায়ের কাজে সাহায্য করছিল। আমেনার হঠাৎ এমন পরিবর্তন এর কারণ আমেনার মা কিছুই বুঝতে পারছিল না সে ভাবছিল হয়তো মেয়েটা আগের চেয়ে অনেকটা সুস্থ হয়ে গিয়েছে তাই এরকম হাসিমুখী চেহারা লক্ষ্য করা যাচ্ছে।
আমেনা সন্ধাবেলায় আকাশ পানে চেয়ে চাঁদ দেখার অপেক্ষায় আছে। সন্ধ্যা পেরিয়ে যাওয়ার পরেই আকাশে অনেক বড় চাঁদ, চাঁদের আলোয় চারিদিকে দিনের মতো আলো ছড়িয়ে যাচ্ছে। আমেনার মনে উড়ু উড়ু ভাব বারবার ছেলেটার কথাই মনে পড়ছিল। বারান্দায় বসে বাঁশের খুঁটির সাথে মাথা রেখে চাঁদের দিকে তাকিয়ে আছে আর গুনগুন সুরে গান গাইছে। হঠাৎ আমেনার এমন গান গাওয়া দেখে তার বাবা বলে উঠলো, কিরে মা আজকে তোর এত খুশি খুশি লাগছে কেন কি হয়েছে বল তো আমাকে?? আমেনা তখন বলছিল কিছু হয়নি বাবা। উল্টো আমেনা তার বাবাকে বলছিল দেখো বাবা আজকে আকাশে কত সুন্দর চাঁদ মনে হচ্ছে দিনের আলো চারিদিকে ছড়িয়ে পড়ছে। আমেনার বাবা হেসে বলল মারে এমন চাঁদ কয়েকদিন ধরেই তো আছে আগে তো কখনো এভাবে আমাকে বলিস নি তবে আজকে কেন বলছিস?? আমেনা তখন বলল না বাবা আজকে চাঁদের আলো বেশি পরিষ্কার।
অনেক রাত পর্যন্ত আমেনা বসে বসে চাঁদের আলোয় গুনগুন করে গান গাইছিল আরে ছেলেটার কথা মনে করছিল। দ্রুত সকাল হয়ে যাক আর সকাল হলেই যেন ছেলেটির সাথে সে দেখা করতে পারে। অনেক রাত হওয়ার পরে আমেনার মা আমেনাকে ডেকে নিয়ে ঘুমোতে বলে। ছেলেটার কথা চিন্তা করতে করতে আমেনা ঘুমিয়ে যায় হঠাৎ সকালে পাখিদের কিচিরমিচির ডাকে আমেনার ঘুম ভেঙ্গে যায়। ঘুম থেকে উঠেই সে বাগানের দিকে উঁকি দিতে থাকে আসলে বাগানে ছেলেটা এসেছে নাকি এখনো আসেনি সেটা দেখার জন্য।
(..........চলবে)
এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।
সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan
আমার পরিচয়
আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Upvoted! Thank you for supporting witness @jswit.