শৈত্যপ্রবাহের একটি দিন||১৯-০২-২০২২||১০% লাজুক খ্যাকের জন্য by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

20220219_104133-COLLAGE.jpg

আসসালামুআলাইকুম

বন্ধুরা সবাই কেমন আছেন? আমি কাজী রায়হান। আমার ইউজার নেম @kazi-raihan বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আমি আপনাদের মাঝে শীতের দিনে কুয়াশায় অন্ধকার হয়ে থাকা একটি দিনের কথা শেয়ার করব। বেশি দিনের কথা নয়, ১০ই ফেব্রুয়ারি দিনটি একদম কুয়াশায় অন্ধকার ছিল আবার মাঝেমধ্যে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল। শীতের দিনে কুয়াশায় অন্ধকার আর যদি বৃষ্টি হয় তাহলে দিনটা মোটেও ভালো যাওয়ার কথা নয়। সারাটা দিন ঘরবন্দী থেকে বিকেলের দিকে ঘর থেকে বের হতে পারলাম। সারা দিনে একবারও সূর্যের মুখ দেখতে পারিনি। বন্ধুদের সাথে একটু আড্ডা দিয়ে মন ভালো করার উদ্দেশ্যে বাজারের দিকে রওনা হলাম। বন্ধুরা সবাই মিলে একসাথে হওয়ার পর একটা প্ল্যান করলাম যে বিকেলটা বাইক নিয়ে ঘোরাঘুরি করব তাহলে একটু হলেও মনটা ভালো হবে। তাহলে চলুন বিস্তারিত কাহিনী শুরু করা যাক।

আমরা ৮ জন বন্ধু একসাথে হয়ে প্ল্যান করলাম বাইক নিয়ে ঘোরাঘুরি করব। তবে সারাদিনের সূর্য না ওঠায় যেন গা জমে যাচ্ছে। কেউ বলল এই শীতের ভিতর বাইক নিয়ে ঘোরাঘুরি করব না আবার কেউ বলল বাইক নিয়ে ঘুরবো। যেন সবার মতামত এক হচ্ছিল না। হঠাৎ আমার একজন বন্ধু বলে ফেলল আজকে যদি ঘুরতে যাস তাহলে কফি খেয়ে বিল যা হবে সব আমি পেমেন্ট করব এবং আনুষাঙ্গিক যে খরচ হবে সব খরচ আমি দিব। তো সবাই একসাথে বের হলাম। আবহাওয়া খুব ভালো না থাকায় আমরা খুব ধীরে ধীরে তিনটা বাইক নিয়ে রওনা হলাম নদীর পাড়ে ছোট্ট একটি পার্কের উদ্দেশ্যে। বৃষ্টির কারণে রাস্তা ভেজা ছিল আর কুয়াশার কারণে পরিবেশটা বেশ ঠাণ্ডা ছিল আর দূর থেকে ক্লিয়ার কিছু বোঝা যাচ্ছিল না। তাই সাবধানের সাথে রওনা হলাম। যাত্রাপথে আমি বাইকের পেছনে বসে ছবি তুলেছিলাম।

20220210_171500-01.jpeg

20220210_171651-01.jpeg

যাত্রা শুরু

what3words address.
https://w3w.co/justifies.roomful.expanding

20220210_173512-01.jpeg

20220210_173355-01.jpeg

20220210_173351-01.jpeg

20220210_173348-01.jpeg

20220210_173345-01.jpeg

ঘুরতে আসা স্থান।

what3words address.
https://w3w.co/justifies.roomful.expanding

বাইক নিয়ে প্রায় ২০ থেকে ২৫ মিনিট যাত্রা করার পরেই আমাদের কাঙ্খিত স্থানে পৌঁছে গেলাম। একটু শীতের প্রভাব বেশি থাকায় সবাই খুব ধীর গতিতে বাইক চালিয়ে এসেছি তার পরেও যেন শীতে জমে যাচ্ছি। তখন মনে হচ্ছিল আসলে বসে আড্ডা দিলে ভালো হতো এই শীতের ভেতরে এত পথ এসে একদম ঠান্ডায় জমে গিয়েছি। তবে সবচেয়ে কষ্ট লেগেছে আমাদের প্রিয় কফি শপ টি বন্ধ ছিল। হয়তো দিনটার আবহাওয়া খুব বাজে ছিল বলেই কফিশপ ওয়ালা মামা দোকান খোলেনি। সবাই কষ্ট নিবারনের জন্য প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করছিল সেইসাথে আমি নিজেও প্রকৃতির কিছু সৌন্দর্য তুলে ধরেছি। পদ্মার শাখা নদীর পাড়ে কিছুটা সৌন্দর্য ফটোগ্রাফির মাধ্যমে শেয়ার করেছি। সবাই মোটামুটি ভালোই মজা করলাম তবে যদি সাথে এক কাপ কফি হতো তাহলে যেন আনন্দটা পরিপূর্ণ হতো। সবাই একটি গ্রুপ সেলফি নিয়ে স্মৃতিটাকে ধরে রাখার চেষ্টা করেছি। অতঃপর আমরা স্থান ত্যাগ করে সামনের দিকে এগোতে থাকি।

20220210_173609-01.jpeg

20220210_173551-01.jpeg

20220210_175039-01.jpeg

20220210_174540-01.jpeg

20220210_174547-01.jpeg

20220210_174112-02.jpeg

20220210_174747-01.jpeg

20220210_174641-01.jpeg

অবশেষে কফি খাওয়া।

what3words address.
https://w3w.co/justifies.roomful.expanding

নদীর পাড় ঘেঁষে কিছুদূর এগুতেই দেখলাম একটা কফিশপ খোলা আছে। আমরা সবাই সেখানে দাঁড়ালাম এবং আমি গিয়ে কফিশপ ওয়ালার কাছে জিজ্ঞাসা করলাম মামা কফি হবে?? কফি ওয়ালা মামা উত্তর দিল হ্যা হবে। উফ্ তখন যেন মনে স্বস্তি ফিরে আসলো, আমরা সবাই সেখানে গাড়ি পার্কিং এ রেখে কফি খাওয়ার উদ্দেশ্যে অপেক্ষা করছিলাম। তবে আমাদের মনটা ভালো হয়ে গেলেও আকাশের চেহারা যেন মন্দ হতে লাগছিল। আকাশের ছবি তুলতে তুলতে আমাদের কফি রেডি হয়ে গেল। কফির স্বাদটা একটু বেশি উপভোগ করার জন্য নদীর তীরে রাখা নৌকার উপর গিয়ে বসলাম। ঠান্ডা বাতাস বইছিল যেন শীত আমাকে আঁকড়ে ধরেছে আর গরম কফির চুমুকে যেন সব তৃপ্তি মিটে যাচ্ছে। এই সুখটা যেন মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। নৌকায় বসে সবটুকু কফি শেষ করলাম এবং আমার বন্ধুর অনুরোধে কিছু ছবি উঠলাম।

20220210_180252-01.jpeg

20220210_180345-01.jpeg

সব শেষে বাড়ি ফেরা।

what3words address.
https://w3w.co/justifies.roomful.expanding

আকাশে মেঘের অবস্থার অবনতি হচ্ছিল, যেন কখন বৃষ্টি নেমে পড়ে। তাই আমরা সবাই কফির বিলগুলো পরিশোধ করে দ্রুত বাসায় ফেরার সিদ্ধান্ত নিলাম। সবাই একসাথে বাইক নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম যদিও বের হতেই সন্ধ্যা হয়ে গিয়েছিল। শীতের রাতে বাসার বাইরে থাকলে রাগ শুনতে হবে তার জন্য একটু দ্রুতই বাসায় ফিরে এলাম। বাসায় ফেরার সময় বাইকের পেছনে বসে ছবি তুলেছিলাম।

সংক্ষেপে বলতে গেলে আবহাওয়া খারাপ থাকার কারণে সারাদিন ঘরে বসে মন খারাপ হয়েছিল আর বিকেলের এই ঘোরাঘুরি টুকু যেন সারাদিনের মনের ক্লান্তি দূর করে দিলো। যদিও আবহাওয়াটা ভালো থাকলে আরো বেশি মজা করতে পারতাম।



বন্ধুরা, এটিই ছিল আমার আজকের আয়োজন, আশাকরি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনার মন্তব্য কমেন্ট বক্সে আমাকে জানাবেন।আমার ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।

সবাই ভালোবাসা নিবেন💚🌹
ইতি,
@kazi-raihan



break.png

banner-abb23.png

Sort:  

আপনি অনেক সুন্দর একটি দিন কাটিয়েছেন ভাই বন্ধুদের সাথে।বন্ধুদের সাথে সময় কাটালে সময় অনেক ভালো যায়।

 3 years ago 

ঠিক বলেছেন ভাই বন্ধুদের সাথে সময় কাটালে সময়টা অনেক ভালো যায়। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।

আপনার শৈত্যপ্রবাহের একটি দিন টি অনেক ভাল ছিল শীতের দিনে বাইক নিয়ে ঘুরতে খুব মজা লাগে যদিও একটু শীত লাগে তবে কোনো ব্যাপার না খুবই সুন্দর সময় উপভোগ করেছেন আপনি আপনার সুন্দর সময় আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

আপনার মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনার কাটানো সময়টুকু পড়ে অনেক ভালো লাগলো । সবার সাথে অনেক মধুর একটি সবাই উপভোগ করেছেন আপনি । সুন্দর সময়ের সাথে সাথে ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে । আপনার কাটানো সুন্দর সময় আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
তাছাড়া আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

আপনার মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

দেখছি ভালই মজা করলেন। কিন্তু কফি খেতে হয়েছিল অনেক কাঠ-খড় পুড়িয়ে। বন্ধুদের সাথে এরকম করতে খুবই ভালো লাগে। সময় গুলো অনেক সুন্দর কাটানো যায়। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফিও কিন্তু অনেক ভাল ছিল। আমাদের মাঝে এত সুন্দর মুহুর্ত শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনার মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ আপু 🥰

 3 years ago 

আপনি খুবই সুন্দর একটি দিন কাটিয়েছেন ।আসলে বন্ধুদের সাথে ঘুরতে খুব ভালো লাগে ।যেন সব সময় বন্ধুদের সাথেই থাকি। আপনার ঘোরাঘুরির দিনটি খুবই ভালো ছিল ।দেখে বোঝা যাচ্ছে খুবই সুন্দর সময় অতিবাহিত করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 
বন্ধুদের সাথে ভালো একটি সময় কাটিয়েছেন আপনি। আমার কাছে শীতের সময়টা খুবই ভালো লাগে। ঠান্ডার মধ্যে বন্ধুদের নিয়ে কফি খাওয়ার মজাই আলাদা। এত সুন্দর কিছু মূহুর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভকামনা রইল।
 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

দেখেই বোঝা যাচ্ছে শীতের সময়ে অনেক সুন্দর একটি বিকেল উপভোগ করেছিলেন বন্ধুদের সঙ্গে। শীতের সময়ে বিশেষ করে বিকেল টাতে নদীর পাড়ে দাঁড়িয়ে কফি খাওয়ার যে কতটা মজা সেটা একমাত্র তারাই বুঝতে পারবে যারা এরকম কোন একটি মুহূর্ত কাটিয়েছে। আপনার এই ফটোগ্রাফি গুলো দেখে আমারও ঠিক এরকম একটি দিনের কথা মনে পড়ছে। ধন্যবাদ আপনাকে এরকম একটি মুহূর্ত আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

শীতকাল আমার কাছে মোটেই ভাল লাগেনা। কারণ শীতের সময় আসলেই আমার মেয়েটা অসুস্থ হয়ে পড়ে। এজন্যই শীতকাল নিয়ে আমি অনেক ভয়ে থাকি। আপনি অবশ্য শীতের সময়টা ভালোই উপভোগ করছেন আপনার পোস্ট পড়ে সেটা বোঝা যাচ্ছে। বন্ধুবান্ধব নিয়ে এরকম করে ঘুরতে নিশ্চয়ই অনেক মজা লাগে।

 3 years ago 

আপনার মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

বাহ অনেক সুন্দর মুহূর্ত পার করেছেন দেখছি। আপনার শৈত্যপ্রবাহের তিনটি গল্প পড়ে খুবই ভালো লাগলো। বন্ধুদের সাথে এরকম মুহূর্ত পার করতে কার না ভালো লাগে। আমারও এরকম ঘুরতে আপনার বন্ধুদের সাথে কাটানো মুহূর্ত এর গল্প করে আমার অনেক ভালো লেগেছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.038
BTC 96989.50
ETH 3378.64
USDT 1.00
SBD 3.23