টার্গেট ডিসেম্বর সিজন-২(২০ স্টিম পাওয়ার বৃদ্ধি) |১০ % লাজুক খ্যাকের জন্য।| by @kazi-raihan
আজ - ১লা আষাঢ় ১৪২৮ , বঙ্গাব্দ | বুধবার |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। আমি কাজী রায়হান। আমার ইউজার নেম @kazi-raihan মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
আজকে আবার চলে এলাম নতুন একটি পাওয়ার আপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। আমার লক্ষ টার্গেট ডিসেম্বর সিজন ২ তে ৩০০০ স্টিম পাওয়ার আপ করা। প্রতি সপ্তাহে ১টি পাওয়া আপ এর ফলে আমার একাউন্টে এসপির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। যা আমার জন্য খুবই ভালো সংবাদ। নিজের একাউন্টের ভ্যালু বৃদ্ধি পেলে কার না ভালো লাগে। আমি এই প্লাটফর্মে দীর্ঘ দিন কাজ করতে চাই এই জন্যই প্রতি সপ্তাহে একবার করে হলেও পাওয়ার আপ করার চেষ্টা করি। টার্গেট ডিসেম্বর সিজন ২ কে সামনে রেখে প্রতি সপ্তাহে ৩০-৩৫ স্টিম পাওয়ার আপ করার চেষ্টা করি।তারই ধারাবাহিকতায় আজ আমি ২০ স্টিম পাওয়ার আপ করেছি। যদিও গত সপ্তাহেও ২০ স্টিম পাওয়ার বৃদ্ধি করেছিলাম। বর্তমানে আবার SBD পে আউট খুব কম হচ্ছে তবে সব সময় চেষ্টা করি বড় এমাউন্ট পাওয়ার বৃদ্ধি করতে কিন্তু স্টিমিট মার্কেট এলোমেলো হাওয়ায় সেটা সম্ভব হচ্ছে না। তবে নিয়মিত কম অ্যামাউন্ট বা বেশি এমাউন্ট হোক পাওয়ার বৃদ্ধির মাধ্যমে নিজের সক্ষমতা বৃদ্ধি করার ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
- আমার বর্তমান স্টিম পাওয়ার রয়েছে ১১৪৩ স্টিম আর লিকুইড স্টিম রয়েছে ৪৫ সেখান থেকে ২০ স্টিম পাওয়ার আপ করবো।
- পাওয়ার আপ অপশনে গিয়ে পাওয়ার আপ এর উপরে ক্লিক করলাম। আমার লিকুইড স্টিম ৪৫ থেকে ২০ স্টিম পাওয়ার কনর্ভাটে বসিয়ে নিয়ে ওকে করে দিয়েছি। পাওয়ার আপ এ ক্লিক করলাম এবং ওকে করে পাসওয়ার্ড অপশনে পাসওয়ার্ড বসিয়ে দিলাম।
- আমার আগে স্টিম পাওয়ার ছিল ১১৪৩ স্টিম বর্তমান স্টিম পাওয়ার হয়েছে ১১৬৩ স্টিম। আমি পাওয়ার আপ করতে ভালোবাসি। যেটা ভবিষ্যতে চলমান থাকবে।
আমার পরিচয়
আমি জীবন কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ছবি আঁকতে, ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও মাঝে মাঝে গুন গুন করে গান গাইতে খুবই ভালোবাসি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।
আপনার ক্ষমতাকে যত শক্তিশালী করবেন তত আপনি ক্ষমতাবান হবেন। তাই আপনার ক্ষমতাকে শক্তিশালী করতে আপনি নিয়মিত পাওয়ার আপ করে যাচ্ছেন। আপনার পাওয়ার আপ থেকে খুবই ভালো লাগলো।
পাওয়ার আপ করে নিজের সক্ষমতা বৃদ্ধি করেছেন দেখে খুবই ভালো লাগলো। এই প্ল্যাটফর্মে দীর্ঘদিন কাজ করার জন্য পাওয়ার আপের বিকল্প কিছু নেই । আপনি যেন পাওয়ার আপের ধারাবাহিকতা বজায় রাখতে পারেন এই আশাবাদ ব্যক্ত করি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া
🥰🥰🥰
অনেক ভালো একটা স্টিম পাওয়ার আপ দিয়েছেন। সত্যি বলতে আমাদের টিকে থাকতে হলে পাওয়ার আপ এর কোন বিকল্প নেই। আমিও সবসময় চেষ্টা করে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য।
প্রতি বুধবার এ সবাই খুব ভালোভাবে পাওয়ার বৃদ্ধি করে থাকে। আমি নিজেও প্রতি বুধবার পাওয়ার বৃদ্ধি করার চেষ্টা করে থাকি। খুবই ভালো একটা কাজ করেছেন আপনি। এভাবে এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইল।
ঠিক বলেছেন ভাই বুধবারে পাওয়ার বৃদ্ধি সংখ্যা অনেক বেশি থাকে।
ডিসেম্বর কে টার্গেট করে প্রতিনিয়ত পাওয়ার আপের মাধ্যমে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন দেখে খুবই ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে ভাল থাকুন সর্বদা।
এভাবেই পাশে থাকবেন ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ।
আপনি সপ্তাহে ২০ স্টিম পাওয়ার বৃদ্ধি করেছেন এটা খুব ভালো একটি উদ্যোগ আপনি নির্দিষ্ট একটি টার্গেট নিয়েছেন। এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইল।
গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।
পাওয়ার আপ মানে নিজের সক্ষমতাকে বৃদ্ধি করা। নিজের শক্তিকে বৃদ্ধি করা। কারণ দীর্ঘমেয়াদি কাজের জন্য পাওয়ার আপ এর কোন বিকল্প নেই।এভাবে সামনের দিকে এগিয়ে যান। শুভ কামনা রইলো আপনার জন্য।
দীর্ঘ দিন কাজ করতে চাই বলেই বড় এমাউন্টের স্টিম পাওয়ার তৈরি করার লক্ষ্যে নিয়ে এগিয়ে যাচ্ছি।
আপনি প্রতিনিয়ত ওই পাওয়ার বৃদ্ধি করে চলছেন খুবই ভালো লাগলো শুনে আসলে পাওয়ার বৃদ্ধি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও স্টিমিট প্লাটফর্মে কাজ করতে চাই
https://twitter.com/KaziRai39057271/status/1536954090445770752?s=20&t=OIaqVOdh7AuqRB_-PL2xVg