ছোট গল্পঃ রানীর সংসার (পর্ব-০২) || by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ22 hours ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।

আজ - ১২ই মাঘ | ১৪৩১ বঙ্গাব্দ | রবিবার | শীতকাল |


আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।



1000108845.png

Canva দিয়ে তৈরি



গত সপ্তাহে রানীর সংসার এই গল্পের প্রথম পর্ব শেয়ার করেছিলাম সেখানে রানীর জন্মের পরে তার বাবা-মায়ের সাথে বড় হয়ে ওঠা এবং তার ভাইদের ভালোবাসায় কেমন দিন কাটছিল সেই বিষয়গুলো শেয়ার করেছিলাম। তার বড় ভাবি তাকে অনেক বেশি ভালোবাসতো বাড়ির সবার ছোট বলে তাকে সব সময় অনেক আদর করতো অন্যদিকে তার ছোট ভাবি কোনমতেই রানীকে সহ্য করতে পারত না কারণ সবাই রানীকে অনেক বেশি ভালোবাসতো এটা তার কাছে অসহ্য লাগতো। রানীর ছোট ভাবি ছিল কিছুটা হিংসুটে টাইপের। আর মন মানসিকতা এতটাই নিচু ছিল যে কখনোই কারো ভালো চাইত না কারো ভালো সে সহ্য করতে পারত না তাই সব সময় রানীর সাথে হিংসা করতো। রানী ছিল অনেক শান্ত মেজাজের সে বুঝতে পারত তার ছোট ভাবি তার কখনোই ভালো চায় না কিন্তু তার ভাইয়ের বউ হিসেবে তাকে কোনদিন কোন খারাপ কথা বলত না ভালোবেসেই তার সাথে থাকতে চাইতো। কিন্তু তার ছোট ভাবির মনে সব সময় শয়তানি থাকতো কিভাবে রানীর ক্ষতি করা যায় সেই চিন্তা ভাবনা করত।

অন্যদিকে রানীর বড় ভাবির ফুটফুটে একটা বাচ্চা হয়। যেটা দেখে রানীর ছোট ভাবির আরো বেশি হিংসে হয়। ছোট ভাবির কোন বাচ্চা হতো না। এভাবেই দিন যাচ্ছিল তবে রানীর আদর যেন আরো বেড়ে যাচ্ছিল। বড় হতে হতে রানী যখন ১৮ বছরে পা রাখল তখন থেকেই রানীর বাবা-মা সহ রানীর দুই ভাই তার বিয়ের বিষয় নিয়ে চিন্তা করতে লাগলো। আদরের একটি বোন সেই সাথে বাড়ির একমাত্র ছোট মেয়ে সেক্ষেত্রে সবাই রানীকে আদর করে মাথায় তুলে রাখে তাই সবাই চাইছিল একটা ভালো পরিবার দেখে ভালো একটা ছেলে দেখে রানীকে বিয়ে দিবে। কিন্তু বাড়ির ছোট ছেলের বউ অর্থাৎ রানীর ছোট ভাবি চাইছিল যেন ভালো কোথাও রানীর বিয়ে না হয়।



1000109726.jpg

Source



রানীর বাবা ঘটকের কাছে বিস্তারিত খুলে বলল ঘটক তার পছন্দের ছেলে খুঁজতে লাগলো। মাঝে মাঝেই বাড়িতে ঘটক এসে দূর দূরান্তের ছেলেদের সম্পর্কে বিস্তারিত সবকিছু বলে যায় তবে রানীর বাবার পছন্দমত পাত্র যেন খুঁজে পাচ্ছিল না। রানীর ছোট ভাবি সব সময় সুযোগে থাকতো কখন ঘটক আসবে আর ঘটক কে রানীর সম্পর্কে অনেকগুলো বাজে কথা শুনিয়ে দিবে যেন ভালো পাত্রের সন্ধান রানীর জন্য এই বাড়িতে নিয়ে না আসে। একদিন ঘটক যখন বিস্তারিত সবকিছু বলার পরে রানীর বিয়ের কথাবার্তা শেষ করে চলে যাচ্ছিল তখন রানীর ছোট ভাবি ঘটক কে ডেকে বলে এই মেয়ের চরিত্র ভালো না আপনি দেখুন কোন কৃষক পরিবারের চাষার ছেলেকে রানীর জন্য খুঁজে দিতে পারেন কিনা?? ঘটক হঠাৎ এমন কথা শুনে কিছুটা আশ্চর্য হল বাড়ির মানুষ এমন কথা বলছে কেন তাহলে এই মেয়ের কি আসলেই সমস্যা আছে?? ঘটক মশাই এই কথাটা চিন্তা করতে করতে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো আর পিছন ফিরে রানীর ছোট ভাবির দিকে তাকাতে লাগলো।



1000108854.jpg

Source



ঘটক চিন্তা করছিল আসলেই কি রানীর কোন সমস্যা আছে রানীর পরিবারের লোকজন কি রানীর এই গোপন তথ্যগুলো ঘটকের কাছে লুকিয়ে রেখেছে। সপ্তাহ কেটে যায় কিন্তু রানীর জন্য বিয়ের সম্বন্ধন নিয়ে তার বাড়িতে আর ঘটক আসে না। রানীর পরিবার যথেষ্ট সচল হয়েছে তাদের টাকা-পয়সা সবকিছুই আছে কিন্তু রানীর জন্য পারফেক্ট একজন ছেলে খুঁজে পাচ্ছিল না এ নিয়ে তার দুই ভাই এবং রানীর বাবা বেশ চিন্তিত ছিল। তবে রানীর বড় ভাবি অনেক ভালো মনের মানুষ সে তার বড় ভাইকে বোঝা তো আমাদের রানী দেখতে অনেক সুন্দরী তার জন্য আমরা অনেক ভালো ছেলে খুঁজে পাবো। অন্যদিকে তার ছোট ভাবি তার ছোট ভাইকে বলতো এত ছেলে দেখতে হয় নাকি?? ঘটক যে ছেলেগুলোকে নিয়ে এসেছিল তার মধ্য থেকে একটা ছেলেকে এনে তোমার বোনের সাথে বিয়ে দিয়ে দাও কিন্তু রানীর ভাই কিছুই বলতো না।

বেশ কিছুদিন পরে ঘটক আবার রানীর বাবার সাথে দেখা করতে আসে। রানির বাবা ঘটকের আশা দেখে বুঝতে পারে হয়তো বা তার মেয়ের জন্য একটা পারফেক্ট ছেলে খুঁজে এনেছে। ঘটক তার বাবাকে এসে অর্থাৎ রানীর বাবাকে বলে আপনার মেয়ের দোষ আছে আপনি সেটা আমার কাছে গোপন করেছেন আমি আপনার মেয়ের জন্য ভালো পাত্র কিভাবে খুজে আনব?? রানীর মা এবং বাবা দুজনেই ঘটকের কথা শুনে চমকে যায়। রানীর বড় ভাই ঘটক কে রাগ করে বসে তখন ঘটক বলে ওঠে আপনাদের বাড়ির মানুষ গোপন কথাটা আমাকে বলে দিয়েছে। তখন ঘটক মিয়া রানীর ছোট ভাবীর কথা বলে দেয়। সবাই আশ্চর্য হয়ে যায় রানীর নামে এমন মিথ্যা অপবাদ দিয়ে রানীর ছোট ভাবির কি লাভ??

(..........চলবে)



🔚সমাপ্তি🔚


এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।

সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan



আমার পরিচয়


IMG-20211015-WA0027.jpg

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



break .png

Banner.png

Sort:  
 22 hours ago 

1000109774.jpg

1000109775.jpg

1000109776.jpg

1000109777.jpg

1000109778.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 20 hours ago 

আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। তবে রাণীর ছোট ভাবির এমন কথা বলা মোটেও উচিত হয়নি।আসলে বাড়ির মানুষ এমন কথা বললে বিশ্বাস করাই কঠিন হয়ে যায়। যেহেতু ঘটক তার ছোট ভাবির কথা বলে দিয়েছে। দেখা যাক পরবর্তী পর্বে কি হয়।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.24
JST 0.036
BTC 99315.68
ETH 3080.77
SBD 4.87