You are viewing a single comment's thread from:
RE: এখন কিন্তু ২০২২ চলে || @shy-fox 10% beneficiary
জি ভাই আসলে আপনি ঠিকই বলেছেন জায়গা বেঁধে কর্মক্ষেত্র চিন্তাভাবনার এবং সবকিছু আলাদা হয়ে থাকে। আমি যেটা চিন্তা চিন্তা করছি হয়তো আমার গ্রামের লোক সেটা কল্পনা করে না। আপনি ঠিকই বলেছেন যে আসলে আমাদের যাই লক্ষ থাকুক না কেন প্রধান লক্ষ্য থাকে টাকা আয় করা। আপনার বাল্যবন্ধু সঙ্গে যখন আপনার কথা হয়েছিল তার কথাটা আমার কাছে হাস্যকর লাগছে যেমন আপনার কথাটা তার কাছে হাস্যকর লাগছিল। হয়তো তারা প্রযুক্তির উপর এখনো সম্পূর্ণ নির্ভরশীল নয়। তাই এই কথাটা আপনাকে বলতে পেরে ছিল। আমাদের আসলে প্রযুক্তির সাথে আপডেট হতে হবে।
নিজেকে পরিবর্তন করার নামই হচ্ছে জীবন। অবশ্যই আমাদের প্রযুক্তির সঙ্গে এগিয়ে যেতে হবে ।
জি ভাই আপনি এটা একদম ঠিক বলেছেন