ডাক্তারের কাছে যাওয়ার মুহূর্ত
আমি ঢাকা, বাংলাদেশ থেকে @kawsar ।
আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন। আর আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছি আলহামদুলিল্লাহ। আকাশের আবহাওয়া আজকে খুবই ভালো এজন্য আসলে অনেক ভালো লাগছে। এর কিছুদিন আগে খুবই গরম পড়তে ছিল । কিন্তু কালকে থেকে বৃষ্টি হচ্ছে সেই কারণে আবহাওয়াটা আসলে খুবই ভালো। তো সব মিলিয়ে ভালোই আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের মাঝে আরও একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের কাছে আমার আজকের পোষ্ট ভালো লাগবে।
কদিন আগে আসলে আমি খুবই অসুস্থ ছিলাম। আমার জ্বর ঠান্ডা হয়েছিল সেখান থেকে আমি আলহামদুলিল্লা এখন সুস্থ হয়েছি। কিন্তু এই কয়েক দিন ধরে আমার ছেলে অনেক অসুস্থ। তার আসলে জ্বর এবং কাশি হয়েছে তো প্রথম যেদিন জ্বর এসেছিল তখন আমি এইচ এনে খাওয়াই কিন্তু আসলে তাতে কমেনি, সাধারণনত প্রায় সময় জ্বর আসে তখন এটা খেলে কমে যায়। এবার শেষ হয়েছে তখন সেদিন রাতেও তার জ্বর এসেছে। কালকে রাতে যেমন তার জ্বর এসেছে তেমনি ভাবে তার খুবই ঠাণ্ডা লেগেছে যে কারণে বুকে কফ জমে আছে এটা বোঝা যাচ্ছে এবং কাশি ও ছিল।
তো এই জন্য আজকে আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। আমার স্ত্রী বলেছিল যে এখানে ক্লিনিক আছে সেই ক্লিনিকে কোন ডাক্তার দেখাতে। কিন্তু আমি যাইনি কেন না আসলে আজকাল কোন ডাক্তারের কাছে গেলেই বিভিন্ন পরীক্ষা দেয়। আর এ থেকে কিন্তু অনেক টাকা নেয়। আমার এক বন্ধুর ভাগ্নের অসুস্থ হয়েছে তারা আসলে ধানমন্ডিতে থাকে তো একটি ক্লিনিকে নিয়ে গিয়েছিলো সেখানে যেয়ে দিল পরীক্ষা। আর এর খরচ ছিল ৪৭০০০ টাকা। তার শুধু ঠান্ডা জ্বর ছিল। পরীক্ষার বিল শুনেই সে অবাক আর সেখান থেকে পরে অন্য হাসপাতালে ডাক্তার দেখিয়েছ আল্লাহর রহমতে সুস্থ হয়েছে।
আসলেই কিছু ডাক্তার আছে রোগী দেখলেই পরীক্ষা না লাগলেও দেয়। তারা আসলে বোঝেনা যে অনেক মানুষ আছে যারা নিম্নআয়ের তারা আসলে এত পরীক্ষা কিভাবে করে। এত টাকা দিয়ে এটা আসলে তাদের মনে হয় যে অজানা। এজন্য আমি এখানের ক্লিনিকে যাইনি। একজন পরিচিত ডাক্তারের কাছে গিয়েছি। তিনি ভালোভাবেই দেখলে, আমার কাছে তার আন্তরিকতা ভালো লেগেছে। আসলে ঠান্ডা লাগার কারণ ছিল আমাদের বাসায় মেহমান আসছিল আর মেহমান আইসক্রিম এনেছিল। আর আমার ছেলে দুপুরবেলা মাদরাসা থেকে এসেই এটা খেয়েছিল।
তো এজন্য মনে হয় ঠান্ডা লেগেছিল। আসলে ছোটবেলা থেকেই আমার মা একটা কথা বলত যদি আমরা অতিরিক্ত রোদ থেকে বাড়িতে আসতাম তাহলে সেই সময় গোসল করলে ঠান্ডা হওয়ার পরে গোসল করাতেন। সরাসরি রোদ থেকে এসে ঠান্ডা কিছু খাওয়া উচিত না ঠান্ডা লেগে যেতে পারে। ডাক্তার সবকিছু দেখে ওষুধ দিয়েছে তো আশা করি এই ওষুধ খেলে ভাল হবে।
আসলে এখন বাজারে সবকিছুর দামই বেশি এটা সবাই আমরা জানি। কিন্তু আমি কখনো ভাবিনি যে ওষুধের দাম হুট করে এতটা বেড়ে যাবে। আমি যখন প্রথম আমার ছেলের জন্য এইচ সিরাপ এনেছিলাম তো সেটা আমার কাছে ৩৫ টাকা রেখেছিল। তখন আসলে আমি অবাক হয়েছিলাম। কিছুদিন আগে ওর জ্বর হয়েছিল আর তখন এটা ২০ টাকায় নিয়েছিলাম। ওর বয়স ৫ বছর ৪ মাস আর ছোটবেলা থেকেই ২০ টাকাই ছিল। কিন্তু সেদিন যখন ৩৫ টাকা দিয়েছিলাম তখন বাসায় এসে দেখলাম যে আসলে রেট ২০ টাকাই আছে।
দোকানদার মনে হয় দাম বাড়িয়ে দিয়েছে। আমার মাঝে মাঝে খুব টেনশন হয় এরকম একটা নাটক দেখেছিলাম যে কোম্পানি থেকে দাম বাড়ায় না কিন্তু সব কিছুর দাম বাড়ছে বলে দোকানদাররা অনেক কিছুর দাম বাড়িয়ে দেয়। তাহলে কেমন হয় ২০ টাকার জিনিস যদি ৩৫ টাকা হয় তাহলে কতটা দাম বাড়িয়েছে একটু ভাবুন। কিন্তু আজকে যখন ঔষুধ আনলাম তখন কিন্তু জ্বরের ঔষধের দাম ২০ টাকা রেখেছিল। আমার সন্দেহ হলো যে ওই দোকানদার হয়তো আমার কাছে টাকা বেশি রেখেছে। তখন হয়তো আমি খেয়াল করিনি।
সবকিছু দাম যেভাবে বাড়ছে তাতে টিকে থাকা খুবই কষ্ট হবে। কষ্টকর হবে তবুও তো পৃথিবীতে টিকে থাকতে হবে টিকে থাকা ছাড়া আসলে উপায় নেই। আমাদেরকে টিকে থাকতে হলে জীবনের সাথে লড়াই করেই টিকে থাকতে হবে। আসলে এই ছিল আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে আমার আজকের পোস্ট ভাল লেগেছে। তো সকলের সুস্থতা কামনা করছি। সবাই সুস্থ থাকুন কেননা এমন এক আবহাওয়া যে অনেকেই অসুস্থ হচ্ছে। সবাই সাবধানে থাকবেন। আগামীকাল অন্য কোন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ।
ফটোগ্রাফার | @kawsar |
---|---|
ডিভাইস | স্যামসাং A10 |
লোকেশন | ঢাকা |
@kawsar
পরিবারের যেকোনো সদস্য অসুস্থ হলে নিজেদের মন-মানসিকতা ঠিক থাকে না । তাছাড়া নিজের ছেলের কোন কিছু হলেই তো অন্যরকম চিন্তা নিয়ে থাকতে হয়। আপনার ছেলের জন্য দোয়া করি ভাই যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।
তাছাড়া আপনার ফ্যামিলি র সকল সদস্যদের জন্য শুভকামনা রইল
আপনার ছেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক । আল্লাহর কাছে এই প্রার্থনা করছি । আপনিও ভালো থাকুন । এই সময়টা একটু জরজ্বালা বেশি হচ্ছে।
Sebagai orang tua kita pasti berusaha untuk anak2 kita. Cepat sembuh