মুখের ভাষার উপর মানুষের অনেক কিছু নির্ভর করে। আসলে যেখানে আত্ম সম্মান নষ্ট হয় সেখানে আর কোন কিছুই অবশিষ্ট থাকে না। তাই মুখের ভাষা যদি খারাপ হয় এবং অকারনে কেউ যদি অপমান করে বসে তবে তার সঙ্গে সম্পর্কের আর কোন মানে থাকে না। আসলে ব্যবহার মানুষের পরিচয়। সঠিক ব্যবহার করলে তার সঙ্গে সম্পর্কে অনেক দূরে এগোনো যায়।