আপনার দাদার মৃত্যুর দুই বছর হয়ে গেল। কিন্তু এমন একজন সঙ্গীকে আপনি হয়তো জীবনে কোনদিনই ভুলতে পারবেন না। তবু নিজের মনকে শক্ত করে এই ঘটনাকে মেনে তো নিতেই হবে ভাই। প্রকৃতিতে মানব জীবনে একমাত্র সত্য ঘটনা হলো মৃত্যু। তাই প্রত্যেক মানুষ জন্ম নিলে তাকে মরতে যে হবেই। দাদার স্মৃতিকে বুকে নিয়ে জীবনের সামনের দিকে এগিয়ে যান। তাঁর আশীর্বাদ আপনার সঙ্গে সব সময় থাকবে।