বইমেলা থেকে আপনার ভাইয়ের সাহায্যে কিছু ভালো বই কিনেছেন দেখে ভালো লাগলো ভাই। বাংলাদেশে তো এক মাস ধরে বইমেলা চলে। আমাদের কলকাতা বইমেলা ১০-১২ দিন পরে শেষ হয়ে যায়। তাই এক মাস চললে সেখানে সময় সুযোগ মতো যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর বাংলাদেশের ঢাকা একুশে বইমেলা যথেষ্ট বড় একটি বইমেলা। ঠিক আগের বছর কয়েকটি দিন আমি একুশে বইমেলাতে কাটিয়ে এসেছিলাম।