বিয়ের সময় পণ কখনোই ভালো জিনিস নয়। কখনোই এই বিষয়টিকে সমর্থন করতে পারি না। একজন ছেলেকে মানুষ করতে যত কষ্ট হয় ঠিক ততটাই কষ্ট হয় একজন মেয়েকে ধীরে ধীরে বড় করে তুলতে। তাই তাকে বিক্রি করে দেওয়ার মতো করে বিয়ে দিয়ে জীবনে আসলে কিছুই পাওয়া যায় না। তাই যেসব বিয়েতে পণপ্রথা চলে আসে সেই বিয়ের তৎক্ষণাৎ নাকচ করে দেয়া উচিত। তবে আমাদের এদিকে ধীরে ধীরে এই প্রথার বিলুপ্তি ঘটতে বসেছে, এটাই একটা ভালো দিক। বর্তমানে মেয়েরা অনেক স্বাধীন হয়ে গেছে। ফলে তারা পণ দিয়ে বিয়ে করাকে কখনোই সমর্থন করে না।