আপনার বইমেলার কাটানো সময়টি পর্ব করে সুন্দর ভাবে লিখছেন বলে ভালো লাগছে। বইমেলায় সময় কাটাতে ভীষণ ভালো লাগে। আসলে হাজার বইয়ের মধ্যিখানে থাকতে এক আলাদা অনুভূতির সৃষ্টি হয়। আমার তো কলকাতা বইমেলা শেষ হয়ে গেলে রীতিমতো মন খারাপ করে। বাংলাদেশের একুশে বইমেলাতেও আমি গিয়েছি। সেই মেলায় গিয়েও আমার খুব ভালো লেগেছিল। বিভিন্ন ধরনের সুসজ্জিত স্টল এবং বইয়ের আয়োজন আমায় আকর্ষণ করেছিল ভীষণ।