You are viewing a single comment's thread from:
RE: Gate.io ক্যাম্পেইনে অংশগ্রহণ করে পুরস্কার জিতে নিন।
$PUSS কয়েন get.io এক্সচেঞ্জ এ লিস্টেড হওয়ার খবরে আমরা সকলে ভীষণ খুশি হয়েছি। এই ধরনের এক্সচেঞ্জ গুলিতে যত আমাদের কয়েক লিস্টেড হতে পারবে ততো ধীরে ধীরে এগিয়ে যাবে। কিন্তু আমরা ভারতীয়রা এখনো পর্যন্ত get.io এক্সচেঞ্জে অংশগ্রহণ করতে পারিনি। এজন্য একটা খারাপ লাগাতো আছেই। আপনারা সকলে মিলে চেষ্টা করুন বিভিন্ন এক্টিভিটির মাধ্যমে এই কয়েনকে আরো সামনের দিকে এগিয়ে দিতে।
হ্যাঁ দাদা যত বেশি এক্সচেঞ্জ এ লিস্টেড হবে আমাদের জন্য ততই ভালো হবে। আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। খারাপ লাগার কিছু নেই দাদা এটা তো ভাগ্য। আমরা সবাই মিলেই চেষ্টা করছি আর এই চেষ্টায় আমার সবাই একসাথে আছি। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।