You are viewing a single comment's thread from:
RE: এবিবি ফান প্রশ্ন- ৫১৭ || অতিরিক্ত রাগ কন্ট্রোল করার সহজ উপায় কি ?
যখনই রাগ হবে, একটা আয়নার সামনে দাঁড়িয়ে সামনের মানুষটাকে দুটো কষে থাপ্পর মারতে যাবেন। আর যদি তাতেও রাগ না কমে, তবে খুনের হুমকি দেবেন। তারপর আয়না থেকে সরে আসবেন, দেখবেন রাগ জল হয়ে গেছে। 🤣🤣
তাই নাকি ভাই! ভাবতেছি আপনার টেকনিক টা অবলম্বন করতে হবে রাগ উঠলে।
হাহাহা,দারুণ হাস্যকর উত্তর দিলেন।এভাবে তো নিজের উপর আরও রাগ বেড়ে যাবে।
এই ধরনের কাজ করতে গেলে উল্টা নিজের পিঠেই দু-একটা পড়ে যেতে পারে।
ওহ তাহলে তো দারুন আইডিয়া। তাহলে থাপ্পর দিয়ে অভিজ্ঞতা নিয়েছেন।
রাগের সময় যখন আয়নার সামনে দাঁড়াবে যখন দেখবে চোখ বড় বড় হয়ে আছে তখন রাগ করে উল্টো আয়না ভেঙ্গে দিবে।