বাপরে। এত বড় খিচুড়ির হাঁড়ি দেখে তো আমারই লোভ লেগে গেল প্রসাদ পাওয়ার। যদিও আমিও আজ খিচুড়ি খেয়েছি। এবারের বসন্তপঞ্চমী দুদিনের ভাগ করে পড়েছে বলে দুদিন ধরেই পূজো হয়েছে। এই তিথিটির সাথে বাঙালির যেন এক আলাদাই টান। আর বসন্ত পঞ্চমী এলেই সরস্বতী পূজার অঞ্জলি। কচিকাচাদের জন্য এ এক নতুন উদ্যমের আনন্দ।
কচিকাঁচা দের জন্য তো বটেই, তবে আমাদের জন্যও কম কিছু না! এই একটা দিন আসলেই অন্যান্য সকল পুজোর চেয়ে আলাদা উদ্যমের লাগে আমার কাছে, এখনোও!