শিল্পকলা স্বাধীনতা প্রাঙ্গণের মেলায় মেয়ের সাথে বেশ ভালো সময় কাটিয়েছো বোঝাই যাচ্ছে। এমন ভাবে মেলায় ঘুরতে বেশ ভালই লাগে শীতকালে। আর বেশ কিছু জিনিসপত্র কেনাকাটিও করেছো দেখছি।। প্রত্যেকটি ছবি খুব সুন্দর হয়েছে এবং মেলাটির বিষয়ে একটি সার্বিক ধারণা দিচ্ছে। ছবিগুলি জুম করে সব স্টল গুলি দেখবার চেষ্টা করলাম। একেবারে আমাদের এখানকার মতোই। আসলে মেলা মানেই একরাশ আনন্দের ফুলঝুরি।