রেস্টুরেন্টের ছবি দেখে মনে হল এটি দারুণ সুন্দর একটি রেস্টুরেন্ট। চারপাশের আবহ এবং অসাধারণ নির্মাণশৈলী যেন নজর টেনে রাখে। মনে হচ্ছে যেন কোন রাজ বাড়িতে খেতে ঢুকেছেন। এর সঙ্গে যোগ হয়েছে সুন্দর সুন্দর সমস্ত খাবার। এত ভালো ভালো খাবার দেখলে খিদে বেড়ে যায়।