You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৬৫
ভালোবাসায় মরমিয়া
জ্বলবে নতুন আলো
মনের মতো তোমায় আমি
বাসব শুধু ভালো
চঞ্চলতার হৃদয় জুড়ে
তোমার কথা লিখে
ছড়িয়ে দেব সুখের কথন
এভাবে চারদিকে
অনুভূতির গভীর জলে
বাড়বে তখন নেশা
স্থায়ী হবে তোমার আমার
এমন ভালোবাসা।