সে দেশের এই সিস্টেমটা সত্যিই খুব ভালো এবং অন্যরকম। সেখানে কেউ অন্যায় করলে তাকে তার মাশুল দিতে হয়। জুতো বন্ধুরা হারিয়ে দিয়েছিল বলে আবার নতুন জুতো কিনে দেবার পয়সা দিতে হয়। এই বিষয়টা অত্যন্ত শৃঙ্খলাপরায়ণতার উদাহরণ। আসলে বন্ধুদের মধ্যে খেলায় এমন হারিয়ে যাওয়ার ঘটনা হতেই পারে। কিন্তু সেজন্য তার থেকে টাকা নিতে কেমন যেন সংকোচ হয়। ফলে আপনার সংকোচ হওয়াটা অন্যায় কিছু নয়।