এত দূরে ইউনিভার্সিটিতে গিয়ে যাতায়াত করে পড়াশোনা করা সত্যিই এক কঠিন বিষয়। যেতে আসতেই তো সব সময় চলে যায়। তবে ভালো ইউনিভার্সিটিতে পড়বার জন্য অনেকেই কিন্তু অনেক দূর যাতায়াত করেন। তাতে পরিশ্রম একটু হয় অবশ্যই। আসলে কাছাকাছি ইউনিভার্সিটি বা কলেজ হলে সময় অনেক বেঁচে যায় এবং সেক্ষেত্রে ঘরে পড়াশুনা করা যায়। তবে ভালো ইউনিভার্সিটি থেকে পড়ছেন এটাও একটা বড় বিষয়।