যাত্রাপালা শিল্পটা প্রায় গ্রাম বাংলা থেকে হারিয়ে গেল। আমার মনে আছে ছেলেবেলায় দু-একটা যাত্রাপালা দেখতে গিয়েছিলাম। কিন্তু বর্তমানে শহরাঞ্চলে তো শোনাই যায় না, এমনকি গ্রামের দিকেও কটা হয় খুব সন্দেহ আছে। ডিজিটাল জীবনে চলতে চলতে কোথাও আমরা গ্রাম বাংলার এইসব নিজস্বতাকে পিছনে ফেলে চলে এসেছি। যাত্রাশিল্প এখন ধুঁকছে। সেদিক থেকে আপনার এই পোষ্ট ভীষণ প্রাসঙ্গিক মনে হলো।