আজই আমি দুপুর বেলা কলকাতা ময়দান এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে ঘুরে এলাম। হয়তো আজকালকের মধ্যে এই পোস্টগুলো করবো। তাই আপনাকেও ময়দানে দেখে বেশ ভালো লাগলো। এই জায়গাটি কলকাতার মধ্যে আমার অন্যতম প্রিয়। যেখানে কোন যানজট নেই এবং কংক্রিটের জঙ্গল নেই। আজ আমার মেয়েকে বোঝাচ্ছিলাম কেন একে গড়ের মাঠ বলা হয় সেই গল্পটা। আপনি এই মাঠে খেলতে গেছেন দেখে বেশ ভালো লাগলো। শীতের দিনে খেলতে বেশ ভালই লাগে।