বাহ। ব্যবস্থাটা তো বেশ ভালো। আমরা কত পোশাক আর পরি না। অথচ সেগুলো ঘরে পড়েই থাকে। সেই পোশাকগুলো গরীব মানুষেরা পরলে তাদের অনেক সুবিধা হবে। তাই এই ব্যবস্থাটা আমার খুব ভালো লাগলো। গরীব মানুষেরা তাদের পছন্দমত পোশাক তুলে নিয়ে যাচ্ছে। খুব সুন্দর একটি ব্যবস্থাপনা।