আপনি নিজের জন্য ট্রিমার কিনেছেন দেখে ভালো লাগলো। তাড়াহুড়োর মধ্যে থাকা ছেলেদের জন্য ট্রিমার খুব ভালো একটি আইটেম। খুব তাড়াতাড়ি সেভ করে রয়ে যায়। এইতো আমি ট্রিমার কিনে দেখেছিলাম একেবারে ক্লিন সেভ হয় না। তাই জন্য আমি আবার সিজারে ফিরে এসেছিলাম। তবে আপনার দেখতে খুব সুন্দর। হয়তো কার্যকরী খুব। জিনিসটি টেকসই হবে বলেই আশা করছি।