You are viewing a single comment's thread from:
RE: ক্রিয়েটিভ রাইটিং || পরীক্ষা কখনো জীবন নির্ধারণ করতে পারে না
আমার মনে হয় রেজাল্ট নিয়ে কখনোই খুব একটা বকাবকি করা উচিত নয়। দীর্ঘদিন শিক্ষকতা করবার সূত্র জানি বর্তমানে শিশুদের চাপ দিলে তারা সবকিছু হারিয়ে ফেলে। আজকের যুগ অনেকটা আলাদা। তাই আগের যুগের মত চিন্তা ধারা এখন আর চলে না। এখানেই একটা প্রজন্মগত বিরোধ তৈরি হয়। আর সেটা শিশুদের মনের ওপর বিরাট চাপ ফেলে।
একেবারে ঠিক বলেছেন। ধন্যবাদ মূল্যবান মন্তব্য শেয়ার করার জন্য।