পতাকাকে অবমাননাকর পরিস্থিতিতে পড়তে হয়েছে বলে আপনি যেভাবে সুন্দর একটি পোস্ট দিলেন তা থেকে অনেক ধনাত্মক চেতনার স্রোত বয়ে গেল। সব দেশের উচিত অন্য দেশের পতাকাকে সম্মান জানানো। আমি কোনদিনই পারিনা অন্য কোন পতাকাকে পদদলিত করতে। এ আমাদের অধিকারের মধ্যেই পড়ে না।। বরং অন্য দেশের পতাকাকে সম্মান জানানোই আমাদের কাজ। তবে আপনি অনেক কিছু জানেন ভাই। এই দেশে যে এনসিসি চলে সেটা আপনি জানেন দেখেও ভাল লাগল।
সাময়িক ক্রোধ অন্ধ করে দিয়েছে দাদা সবাইকে। মানুষ ভাল মন্দ বুঝতেই পারছে না। আশা করি খুব দ্রুত সবার মাঝে শুভ বুদ্ধির উদয় হবে৷ ধন্যবাদ দাদা সুন্দর মন্তব্য করার জন্য।