কত রকম আনকমন সব খাবারের ছবি তুলে পোস্ট করেছেন ব্লগের পাতায়। অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন আমাদের সঙ্গে। কিন্তু এত ধরনের খাবার দেখলে খিদে পেয়ে যায় যে। আর তাকে নিয়ন্ত্রণ করতে পারা এক বিশেষ ধরনের শিল্প বললেও কম বলা হয় না। দেখতে পাচ্ছি অথচ খেতে পারছি না। তবে আপাতত শুধু ছবি দেখেই তৃপ্ত হলাম।
মজার মজার খাবার দেখলে তো খিদে পাবেই । আমারও তো খাবার দেখলে শুধু খেতে ইচ্ছা করে।