এই রেস্টুরেন্টই মনে হয় নতুন হয়েছে। কারণ আগের বছর গিয়ে আমি এই রেস্টুরেন্টই দেখতে পাইনি। কিন্তু সাজিয়েছে অসাধারণ দেখছি। লালমোহন গাঙ্গুলীকে থিম করে দারুন পরিপাটি করে তৈরি হয়েছে রেস্টুরেন্টটা। খাবার অনুপাতে দাম মোটামুটি কম। আর লামাহাটা জায়গা ভীষণ সুন্দর। পার্কটি এখনো চোখে ভাসে। মেঘের খেলায় অসাধারণ তার শোভা।