যদিও জানিনা এ জিনিস আমার কাজে লাগবে কিনা, তবু পোস্টটি পড়ে ভালো লাগলো বোন। হেয়ার প্যাক রিভিউ হিসেবে বেশ ভালো লিখেছ। বিজ্ঞাপনের মত হয়ে গেছে। তোমার এই রিভিউ পড়ে অনেকেই হয়তো এই দ্রব্যটি কিনবে। ছবিগুলিও সুন্দর। সব মিলিয়ে ভালো একটি পোস্ট শেয়ার করলে।