কত যত্ন করে একটা মুভি রিভিউ করলি রে। দারুন লাগলো পড়ে। যদিও তুই তো জানিস আমি মুভি একেবারেই দেখি না। তাই এই জিনিসটার প্রতি আমার কোন আগ্রহ নেই। কিন্তু পড়তে বেশ গল্পের মত লাগছিল। একটা সুন্দর টুইস্ট আছে গল্পটায়। এই মুভিটার কথাই তুই আমায় বলেছিলি মনে হয়।