ভাই শীত পড়েছে শুনেই বড় অবাক লাগছে। কলকাতা শহরে আমরা গরমের চোটে পাগল হয়ে যাচ্ছি এখনো। তবে আপনার ফটোগ্রাফি গুলো দুর্দান্ত হয়েছে। বিশেষ করে মাকড়সার জালটি দেখে বেশ ভালো লাগলো। এমনভাবে ফাঁদ পেতে রাখা আমি কখনো দেখিনি। শাক সবজির ফুলগুলি ও বেশ সুন্দর তুলেছেন। একটি দারুণ গুছিয়ে পোস্ট আমাদের সঙ্গে শেয়ার করবেন।।
ভাইয়া এটা গ্রাম,এজন্য কুয়াশা শীতের অনুভব টা একটু বেশি