শৈশবকালে ফিরে যাওয়ার এই প্রবল ইচ্ছে একটা সময়ের পর মানুষকে ভীষণ তাড়া করে বেড়ায়। কিন্তু জীবন যেন এক স্রোত। একবার এগিয়ে গেলে আর ফিরে আসার রাস্তা কই। আপনার এই পোষ্ট খুব প্রাসঙ্গিক এবং তীব্র মনে হল। প্রতিটি লাইনের সঙ্গে আমি সহমত। ছেলেবেলা আবার ফিরিয়ে দিলে যেন সেখানেই থেকে যেতে চাইতাম আজীবন। আসলে মানুষ যা হারিয়ে ফেলে তার প্রতি এক তীব্র টান অনুভব করে বরাবর। এ হলো মানুষের চিরন্তন বৈশিষ্ট্য।