You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৪৩

in আমার বাংলা ব্লগlast month

সম্পর্কের রইল বাঁধন, কিন্তু কতই একা
জীবন থেকে জীবন বোধের একাকীত্ব দেখা।
মানুষ আছে কতই পাশে তবুও জগৎ জুড়ে
তুমিও তখন হাঁটছ কতই দূরে অনেক দূরে
প্রাণের গায়ে খুলছে বাঁধন, বাজছে মলিন সুর
তোমার এবং আমার মধ্যে একলা সমুদ্দুর।

Sort:  
 last month 

অনেক সুন্দর হয়েছে ভাই, ভীষণ ভালো লেগেছে লাইনগুলো।

 last month 

হাফিজ ভাই৷ আপনার ভালো লাগা আমার কাছে প্রাপ্তি। অনেক খুশি হলাম৷

 last month 

সম্পর্কের দোরে বাঁধন রয়ে গেছে,
তবুও কত দূরে জীবনের পথে
একাকীত্বের ছায়া পড়ে।
মানুষের ভিড়ে নেই তোমার সঙ্গ,
আমি একা, এই বিশ্বময় তবুও
তুমি আছো একেবারে আঁধারে।

প্রাণের মাঝে যেন খুলছে নতুন এক গীতি,
তোমার আর আমার মাঝে দূরত্বের
মিছিল বেঁধে, সাহসের বাতাসে
ভাসে প্রতিধ্বনি, জাগছে ব্যথা,
তবুও হৃদয়ে হারিয়ে গেছে এ
কলা সমুদ্দুরের চাঁদ।

 last month 

একাকীত্ব সত্যি অনেক ভয়ঙ্কর। একাকিত্বের মাঝে আমরা জীবনের অফুরন্ত আঁধারগুলো খুঁজে পাই। কখনো বা একাকিত্বের ভিড়ে আঁধার জীবন আমাদেরকে ঘিরে ধরে। অসাধারণ লিখেছেন আপু।

 last month 

আসলে একাকীত্ব আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয়। অনেকদূর এগিয়ে দেয়। বাস্তবতার মুখোমুখি পৃথিবীকে চিনতে শেখায়। আর তাই আমি গভীর ভাবে একাকীত্বকে উপভোগ করি।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.21
JST 0.035
BTC 97405.88
ETH 3349.98
USDT 1.00
SBD 3.18