You are viewing a single comment's thread from:
RE: সূর্যের রঙে প্রজাপতি এসে বসল ম্যান্ডেলা আর্টের ওপর
কী অসাধারণ হয়েছে ছবিটা। যা বলব তাই কম পড়বে। আমি ছবির যে খুব একটা কিছু বুঝি তা নয়। কিন্তু এই ছবি যেন চোখের আরাম। ফুলের উপর প্রজাপতি বসবার যে অনির্বচনীয় মুহূর্ত, সেটা যেন এই মেন্ডেলা আর্টের মাধ্যমে ফুটে উঠেছে স্পষ্টভাবে। এখানে ফুলের আর্টটি আমার একটি রূপক বলে মনে হয়েছে। শিল্পের সংমিশ্রনের এক উৎকৃষ্ট নমুনা। তোর শিল্পী সত্তা অনেক উচ্চমার্গের। আমি বরাবর এই কথা বলে এসেছি। আর বারবার সেই কথার সত্যতাই তুই প্রমাণ করে গেছিস নিজের শিল্প দিয়ে।
উৎসাহিত বোধ করছি। এভাবে পাশে থেকো। ভালো থেকো