খুব সুন্দর করে অনুভূতি প্রকাশ করলে। এতো বছর পরে বাবার বাড়ি যাবার যে আনন্দ তা তোমার প্রতিটা কথায় স্পষ্ট হয়ে উঠলো। একটা কথা খুব সুন্দর বললে। "ক্ষমাই পরম গুণ"। সত্যিই তাই৷ আর তুমি মনে কষ্ট থাকা সত্ত্বেও যেভাবে সেখানে গিয়ে সকলকে আবার কাছে টেনে নিলে তাতে তোমার উচ্চ মানসিকতার প্রমাণ পাওয়া যায়৷ তুমি নিশ্চয় এই কাজের ইনাম এই জীবনেই পাবে৷ সকলের সাথে সম্পর্ক খুব মসৃণ হয়ে উঠুক এই কামনাই করলাম।
আমি খুব ছোটবেলা থেকেই ক্ষমা করতে শিখেছি। ধৈর্য ধারণ করতে শিখেছি। অন্য কারুর সুখ কিংবা ভালোর জন্য ত্যাগ করতে শিখেছি। মেনে নিয়ে মানিয়ে নিতে শিখেছি। সেই ছোটবেলা থেকেই খুব বেশি সচেতন থাকার চেষ্টা করি আমার আচরণে অন্য কেউ যেন কষ্ট না পায় বিন্দুমাত্র। ভালবাসতে শিখেছি বিশ্বাস করতে শিখেছি। এটাই আমি💕