কুয়াশাচ্ছন্ন গঙ্গার কয়েকটি ছবি। ফটোগ্রাফি পোস্ট।
কুয়াশাচ্ছন্ন গঙ্গার ছবি
আসুন আজ আপনাদের কিছু ছবি দেখাই। কুয়াশা দিনের ছবি। আজ সকাল বেলা স্কুল যাব বলে বের হয়েছিলাম ঘর থেকে। চারপাশে শুধু কুয়াশায় কুয়াশা। আমাকে রোজ গঙ্গা নদী পেরিয়ে নিজের গন্তব্যে যেতে হয়। তাই কুয়াশা বা ঝড় বৃষ্টি হলে একটু চিন্তিত হই বৈকি। মাঝে মাঝে গঙ্গায় নৌকা চলাচল বন্ধ হয়ে যায়। কিন্তু আজ আমার কপাল ভাল ছিল। আজ কুয়াশা হওয়া সত্ত্বেও গঙ্গায় নৌকা চলাচল অব্যাহত ছিল। তাই আমার যেতে সমস্যা হয়নি। আজ সারা দিনে এতই কুয়াশা ছিল যে যখন বিকালে ফিরছি তখনো গঙ্গায় দৃশ্যমানতা খুব কম। একটু দূরের বস্তু প্রায় দেখাই যাচ্ছে না। তাই সকাল এবং বিকেল মিলিয়ে বেশ কয়েকটি ছবি তুলে ফেললাম। উদ্দেশ্য ছিল আপনাদের দেখানো। অন্যথায় আর কেনই বা ছবি তুলবো? নিজের চোখে তাদের দৃশ্যগুলো দেখছিই। তাই এবার ছবিগুলি নিয়ে এলাম আপনাদের সামনে। দেখুন কেমন কুয়াশাচ্ছন্ন দিনে দূরের জিনিস দেখা যায় না। বিশেষ করে গঙ্গার উপর বিস্তীর্ণ জলভাগে অনেকটা কুয়াশা নামে। আর সেখানে নৌকা চালানোর যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতে হয়। কিন্তু তাও মাঝিরা দক্ষ হাতে নৌকা চালান। আজ আমি দেখলাম কিভাবে কুয়াশার চাদর ভেঙে একটি নৌকা গঙ্গার মাঝখান দিয়ে এগিয়ে যায় নির্দিষ্ট গন্তব্যে। অথচ উল্টা দিকের ঘাট ঠিকঠাক দেখাই যাচ্ছিল না। কিন্তু দক্ষ মাঝিরা সঠিকভাবে নৌকাকে ঘাটে নিয়ে গেলেন। এটাই হলো তাদের দক্ষতা।
আসুন এবার ছবিগুলি দেখি। প্রথমেই দেখাবো সকালে তোলা দুটি ছবি। ছবিগুলি সকাল সাড়ে সাতটার সময় তোলা। যেখানে গঙ্গায় সমস্ত দৃশ্য ঢাকা পড়েছে ঘন কুয়াশার চাদরে। কোন কিছুই প্রায় দেখা যাচ্ছে না আশপাশের। সেই দৃশ্যকেই ক্যামেরাবন্দি করে আপনাদের সামনে নিয়ে এলাম।
💐ভোরের ছবি💐
কী? চিনতে অসুবিধা হচ্ছে গঙ্গাকে? যেন মনে হচ্ছে একেবারে সাদা চাদরের ছবি তুলেছি আমি? একেবারেই না। জলের উপর এতটাই কুয়াশা নেমেছে যে সবকিছু সাদা হয়ে গেছে।
আসুন এবার বিকেল বেলার ছবি দেখি। এই ছবিগুলি বিকেল পাঁচটার সময় তোলা। তখন আবার হালকা কুয়াশার চাদর নেমেছে গঙ্গার জলের উপর।
💐বিকেলের ছবি💐
গঙ্গাকে এক এক সময় এক এক রূপে ধরা যায়। তার রূপের জুড়ি মেলা ভার। আর সেই বিভিন্ন রূপকেই আমি আমার ক্যামেরার মাধ্যমে তুলে রাখি। আর সাধ্যমত চেষ্টা করি আপনাদের দেখাতে। আজ কুয়াশাচ্ছন্ন গঙ্গা নদীকে আপনাদের কেমন লাগলো? অবশ্যই মন্তব্যের মাধ্যমে আমায় জানাবেন।
🙏 ধন্যবাদ 🙏
(১০% বেনিফিশিয়ারি প্রিয় লাজুক খ্যাঁককে)
--লেখক পরিচিতি--
কৌশিক চক্রবর্ত্তী। নিবাস পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। পেশায় কারিগরি বিভাগের প্রশিক্ষক। নেশায় অক্ষরকর্মী। কলকাতায় লিটল ম্যাগাজিন আন্দোলনের সাথে দীর্ঘদিন যুক্ত৷ কলকাতা থেকে প্রকাশিত কবিতার আলো পত্রিকার প্রধান সম্পাদক। দুই বাংলার বিভিন্ন প্রথম সারির পত্রিকা ও দৈনিকে নিয়মিত প্রকাশ হয় কবিতা ও প্রবন্ধ। প্রকাশিত বই সাতটি৷ তার মধ্যে গবেষণামূলক বই 'ফ্রেডরিক্স নগরের অলিতে গলিতে', 'সাহেবি কলকাতা ও তৎকালীন ছড়া' জনপ্রিয়তা অর্জন করেছে। সাহিত্যকর্মের জন্য আছে একাধিক পুরস্কার ও স্বীকৃতি। তার মধ্যে সুরজিত ও কবিতা ক্লাব সেরা কলমকার সম্মান,(২০১৮), কাব্যলোক ঋতুভিত্তিক কবিতায় প্রথম পুরস্কার (বাংলাদেশ), যুগসাগ্নিক সেরা কবি ১৪২৬, স্রোত তরুণ বঙ্গ প্রতিভা সম্মান (২০১৯), স্টোরিমিরর অথর অব দ্যা ইয়ার, ২০২১, কচিপাতা সাহিত্য সম্মান, ২০২১ তার মধ্যে উল্লেখযোগ্য।
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগের সকল সদস্যবন্ধুদের৷ ভালো থাকুন, ভালো রাখুন।
https://x.com/KausikChak1234/status/1866876014711763403?t=m_z13rTw9rPI75Qzx7MAbA&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
$PUSS Promotion -
এখন শীতের সময় চলে আসছে। এখন বেশিরভাগ সময় কুয়াশা আবৃত থাকবে চারিপাশে। ঠিক তেমনি কুয়াশা ঘেরা গঙ্গার জলের সৌন্দর্য উপলব্ধি করেছেন এবং ফটো ধারণ করেছেন। দিনের বিভিন্ন সময়ের ফটোগুলো বেশ ভালো লাগলো। আরো ভালো লাগলো গঙ্গার জল দেখে।
গঙ্গায় কুয়াশা নামলে দেখতে সত্যিই খুব সুন্দর লাগে। অনেক ধন্যবাদ আপনাকে এমন সুন্দর মন্তব্য করবার জন্য।
আসলে আজ আপনি আমাদের মাঝে দারুন দারুন কতগুলো ফটোগ্রাফি শেয়ার করেছেন। যদিও আমার বাড়ির পাশের গঙ্গা নদীর ধারে আমি শীতকালের বিকালের দিকে একটু ঘুরতে যাই। মাঝে মাঝে কোথাও গঙ্গার উপর দিয়ে ছোট ছোট কুয়াশার ভেলা ভেসে যেতে দেখি।
হ্যাঁ বিকেলের দিকে গঙ্গার ধারে ঘুরতে গেলে সত্যিই খুব সুন্দর লাগে। অনেক ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করবার জন্য।
সকালবেলা এমনিতে কুয়াশা অনেক থাকে। আর ওই সময় চারপাশে সবকিছু অন্ধকার দেখা যায় কুয়াশার কারণে। আর আপনি দেখতেছি কুয়াশাচ্ছন্ন গঙ্গার শীতের সকালের চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো। এবং ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
ছবিগুলি সুন্দর উঠেছে বলে আপনাদের কেউ দেখাতে ইচ্ছে করলো ভাই। আপনি দেখে আনন্দ পেয়েছেন জেনে আমার খুব ভালো লাগলো। এমন সুন্দর মন্তব্য করে পাশে থাকবার জন্য ধন্যবাদ।
আমাদের কমিউনিটির ভারতীয় মেম্বারদের মাধ্যমে গঙ্গা নদীর অনেক ফটোগ্রাফি দেখেছি। গঙ্গা নদীটি আসলে অনেক সুন্দর। একেক সময় একেক চিত্র ধারণ করে। সারা বিশ্বে ভারত যেমন পরিচিত তেমনি পরিচিত এই গঙ্গা। যার সৌন্দর্য এবং বর্ণনা লিখে বা বলে শেষ করা যাবে না। ধন্যবাদ।
গঙ্গা নদীর ছবি দেখে খুব সুন্দর একটি মন্তব্য করলেন। সত্যিই গঙ্গার অনেক বৈচিত্র। আর আমাদের ভারতবাসীর জীবনে গঙ্গার ভূমিকার শেষ নেই। মন্তব্য করলেন বলে অনেক ধন্যবাদ।