পত্রিকার ডিসেম্বর সংখ্যার জন্য সম্পাদকীয় লিখলাম।

in আমার বাংলা ব্লগ2 days ago

কবিতার আলো পত্রিকার সম্পাদকীয় লিখলাম

💮💮💮💮💮💮💮💮💮


IMG_20241220_205622_562.jpg

প্রকাশ হলো আমাদের সম্পাদিত পত্রিকা কবিতার আলোর ডিসেম্বর ওয়েব ইস্যু। সেই উপলক্ষে লিখে ফেললাম সম্পাদকীয় কলম। তাই মনে হল সেই সম্পাদকীয় পড়াই আমাত বাংলা ব্লগের বন্ধুদেরও। কারণ লিখিত সমস্ত জিনিস এখন শেয়ার করার ইচ্ছা জাগে আপনাদের সকলের সাথে। তাই আজ পোস্টে শেয়ার করলাম কবিতার আলো ডিসেম্বর ওয়েব ইস্যুর সম্পাদকীয় কলমটি।

💐সম্পাদকীয়💐

শীতের মরশুমে সকলকে কবিতার আলো এই ওয়েব পত্রিকায় স্বাগত জানাই। দেখতে দেখতে আবার আমরা আর একটি একুশ তারিখে পদার্পণ করলাম। প্রতিমাসে এই তারিখটি আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এই পত্রিকাটি প্রকাশ হওয়া থেকেই আমরা এই নির্দিষ্ট দিনে আপনাদেরকে একটি করে ঝকঝকে ওয়েব ইস্যু হাতে (পড়ুন মোবাইলে) তুলে দিই। আজ পর্যন্ত সেই প্রথাই চলে আসছে নিয়ম করে। আজ আবার আপনাদের সামনে নিয়ে এলাম কবিতার আলো ডিসেম্বর সংখ্যার ওয়েব ইস্যু। সব থেকে আগে যা বলবার, তা হল এইবার আমরা প্রচুর লেখকদের থেকে ভালোবাসা পেয়েছি। আপনাদের লেখায় আমাদের ইমেল আইডি ভর্তি হয়ে গেছে। তার থেকে বাছাই করতে আমরা প্রায় হিমশিম খেয়েছি। কিন্তু ভালো কবিতা এবং বাছাই করা নিবন্ধ, গল্প ও রচনা আপনাদের সামনে তুলে আনতে আমরা বদ্ধপরিকর। তাই সকল লেখা থেকে বাছাই করে নির্দিষ্ট কিছু লেখাকে এই সংখ্যায় আপনাদের সামনে নিয়ে এলাম। এছাড়াও আপনারা জানেন আমাদের কবিতা ব্যাংকের কথা। আমরা আপনাদের ভালো কবিতাগুলিকে ব্যাংকে সঞ্চয় রাখি। কবিতার আলো কবিতা ব্যাংক ইতিমধ্যেই আপনাদের ভালোবাসায় পরিপূর্ণ। সেখান থেকেও কবিতা নিয়ে আমরা পরবর্তী ইস্যুগুলিতে প্রকাশ করি। এই শীতকালীন সংখ্যায় আমরা যাঁদের থেকে লেখা পেয়েছি তাঁদেরকে জানাই অনেক ধন্যবাদ। আর যাঁদের লেখা এই সংখ্যায় রাখতে পারলাম না, তাঁরা আবার কবিতা পাঠাবেন নিশ্চয়। আমরা আপনাদের সকলের ভালোবাসা চাই। আর সেই ভালোবাসায় বলিয়ান হয়ে কবিতার আলো একটু একটু করে এগিয়ে চলবে সামনের দিকে। এ আমাদের বিশ্বাস।

আমাদের এই আনন্দযজ্ঞে আপনাদের সকলের নিমন্ত্রণ। শীতকাল সকলের ভালো কাটুক। আনন্দ যেমন নিজে নেবেন, তেমন অন্যের মধ্যে ভাগ বাটোয়ারাও করে দেবেন। পরিবার এবং পরিজন নিয়ে সকলে সুন্দর দিনযাপন করুন। আমরা ভবিষ্যতে আপনাদের সকলকে নিয়েই পথ হাঁটতে চাই। অন্ধকার যতই আসুক, সকলে হাত ধরে থাকলে আমরা নিশ্চয়ই একদিন এগিয়ে যেতে পারব নির্দিষ্ট লক্ষ্যের দিকে। কবিতার আলো নতুন সংখ্যা নিজে পড়ুন এবং ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সকলকে পড়বার সুযোগ করে দিন। সব শেষে সকলকে বড়দিনের শুভেচ্ছা জানাই। শীতের ছুটি সকলের ভালো কাটুক। সামনেই কলকাতা বইমেলা। হয়তো আপনাদের সকলকে আবার বহুদিন পরে সামনে থেকে দেখবার সুযোগ পাব। সেই অপেক্ষায় আমরা এখন দিন গুনছি। ততদিন সকলে ভালো থাকবেন।

কৌশিক চক্রবর্ত্তী
সম্পাদক
কবিতার আলো


🙏 ধন্যবাদ 🙏


(১০% বেনিফিশিয়ারি প্রিয় লাজুক খ্যাঁককে)



1720541518267-removebg-preview.png

Onulipi_07_27_10_21_22.jpg


Yellow Modern Cryptocurrency Instagram Post_20240905_213048_0000.png

new.gif

1720541518267-removebg-preview.png


--লেখক পরিচিতি--

IMG_20240303_181107_644.jpg

কৌশিক চক্রবর্ত্তী। নিবাস পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। পেশায় কারিগরি বিভাগের প্রশিক্ষক। নেশায় অক্ষরকর্মী। কলকাতায় লিটল ম্যাগাজিন আন্দোলনের সাথে দীর্ঘদিন যুক্ত৷ কলকাতা থেকে প্রকাশিত কবিতার আলো পত্রিকার প্রধান সম্পাদক। দুই বাংলার বিভিন্ন প্রথম সারির পত্রিকা ও দৈনিকে নিয়মিত প্রকাশ হয় কবিতা ও প্রবন্ধ। প্রকাশিত বই সাতটি৷ তার মধ্যে গবেষণামূলক বই 'ফ্রেডরিক্স নগরের অলিতে গলিতে', 'সাহেবি কলকাতা ও তৎকালীন ছড়া' জনপ্রিয়তা অর্জন করেছে। সাহিত্যকর্মের জন্য আছে একাধিক পুরস্কার ও স্বীকৃতি। তার মধ্যে সুরজিত ও কবিতা ক্লাব সেরা কলমকার সম্মান,(২০১৮), কাব্যলোক ঋতুভিত্তিক কবিতায় প্রথম পুরস্কার (বাংলাদেশ), যুগসাগ্নিক সেরা কবি ১৪২৬, স্রোত তরুণ বঙ্গ প্রতিভা সম্মান (২০১৯), স্টোরিমিরর অথর অব দ্যা ইয়ার, ২০২১, কচিপাতা সাহিত্য সম্মান, ২০২১ তার মধ্যে উল্লেখযোগ্য।



কমিউনিটি : আমার বাংলা ব্লগ

ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগের সকল সদস্যবন্ধুদের৷ ভালো থাকুন, ভালো রাখুন।

Drawing_11.png

44902cc6212c4d5b.png

First_Memecoin_On_Steemit_Platform.png

hjh.png


Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 days ago 

Daily tasks -

Screenshot_20241220-231736.jpg

Screenshot_20241220-231539.jpg

Screenshot_20241220-231457.jpg

 2 days ago 

গতবারের বইমেলা সংখ্যা দেখে বইমেলার কথা মনে পড়ে গেল । তুমি এবারের প্রচ্ছদটা তো আপলোড করতে পারতে। পাওনি হাতে?

লেখাটা বেশ লিখেছ। ট্রু কনফেশন। কবিতার আলো আমাদের সবার হাত ধরে এগিয়ে যাবে আশা করি।

 2 days ago (edited)

হ্যাঁ এবারের প্রচ্ছদ পোস্ট করলেও হতো। কিন্তু আমি পত্রিকার ছবি তুলে পোস্ট করলাম। আর সকলের হাত ধরে এগিয়ে যাওয়াই তো আমাদের সংকল্প। তাই ঠিক সেভাবেই গুছিয়ে লিখলাম।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.25
JST 0.038
BTC 96978.69
ETH 3375.51
USDT 1.00
SBD 3.54