আঁকা ছবির মাধ্যমে নতুন বছর ২০২৫ সালকে বরণ করে নেওয়া।
নতুন বছর ২০২৫ সালকে বরণ করে নেওয়া
🙏 নতুন বছরের শুভেচ্ছা 🙏
দেখতে দেখতে একটা বছর ফেলে আবার আমরা পা দিলাম নতুন বছরে। ২০২৪ থেকে আমরা চলে এলাম ২০২৫ সালে। একটা বছরের সব স্মৃতি এবং মুহূর্তগুলোকে পেছনে ফেলে আমরা ধীরে ধীরে এসে পৌঁছলাম এই নতুন বছরটিতে। ২০২৫ সাল আরো একটি নতুন বছর নিয়ে আমাদের সামনে উপস্থিত। এখন অবধি আমরা জানিনা যে এই নতুন বছরে ঠিক কি কি ঘটনা অপেক্ষা করে আছে আমাদের জন্য। হয়তো আরো বিভিন্ন মুহূর্ত এবং বৈচিত্র্যময় ঘটনাবলী নিয়ে এই সাল পা ফেলেছে ব্রহ্মাণ্ডের বুকে। কিন্তু নতুন বছরকে বরণ করে নেওয়াই নিয়ম। এই নিয়মের বাইরে কোন কিছু ভাবতে ভালো লাগে না। ছেলেবেলা থেকেই নতুন বছরকে বরণ করতে ভালোবাসি। স্কুলে পড়ার সময় গ্রিটিংস কার্ড বানিয়ে সব বন্ধুদের মধ্যে বিলি করতাম। তখন সেটাই ছিল প্রচলন। আজকের ডিজিটাল যুগে গ্রিটিংস কার্ডের বা হাতে বানানো কোন জিনিসপত্রের প্রচলন অনেকটা কমে গেছে। এখন সবই ডিজিটাল মাধ্যমে শুভেচ্ছা বিনিময়। আর তার জেরে প্রায় হারিয়ে যেতে বসেছে হাতে বানানো কার্ড বা শুভেচ্ছা বার্তা। আর এই ডিজিটাল যুগেই আমি ঠিক করলাম হাতে বানিয়ে পুরনো বছর থেকে নতুন বছরে পদার্পণ করবো আমরা সকলে। সেই মত একটি নতুন থিম মাথা থেকে বের করে ছবি আঁকতে বসে গেলাম। আপনারা জানেন এই সব ধরনের ছবি আঁকায় আমাকে সাহায্য করে আমার কন্যা। কারণ এইসব কাজে তার প্রচুর আগ্রহ। তাই একা একা কাজ করতে বসবার কথা ভাবতেও পারি না। আসুন এবার আপনাদের দেখাই নতুন বছর উপলক্ষে আমি ঠিক কি বানিয়েছি।
এই ছবিটি আঁকবার জন্য যে উপকরণ গুলি ব্যবহৃত হয়েছে সেগুলি পরপর আপনাদের সামনে দিলাম।
উপকরণ |
---|
ড্রয়িং খাতা |
ব্রাশপেন |
অ্যাক্রিলিক মার্কার |
পেন্সিল |
ইরেজার |
২০২৪ সাল লেখা পাতা কেটে ২০২৫ সাল বেরোচ্ছে। এই থিমের উপর ছবিটি আঁকবার চেষ্টা করেছি। আসুন এবার প্রতিটি তাপে ছবিটি আঁকবার পদ্ধতিগুলি আপনাদের দেখাই।
☘️ প্রথম ধাপ ☘️
প্রথমত ছবিটি আঁকা শুরু করলাম। ড্রইং খাতার একটি সাদা পাতা খুলে সেখানে পেন্সিল দিয়ে আগের স্কেচটা তৈরি করে নিতে হবে।
☘️ দ্বিতীয় ধাপ ☘️
পেন্সিল দিয়ে সম্পূর্ণ স্কেচটি তৈরি হওয়ার পর এই ধরনের দেখতে হবে। মাঝখানে একটি কাঁচি অঙ্কন করতে হবে যা দিয়ে মাঝ বরাবর কাগজ কাটবার ডিজাইন আঁকতে হবে।
☘️ তৃতীয় ধাপ ☘️
পেন্সিল দিয়ে আঁকা বর্ডার গুলি কালো ব্রাস পেন দিয়ে স্পষ্ট করে একে নেওয়া হল।
☘️ চতুর্থ ধাপ ☘️
ধীরে ধীরে সম্পূর্ণ ছবিটিতে রং দেওয়া সম্পূর্ণ হতে থাকলো। ব্রাসপেন দিয়ে রং করার সময় অতিরিক্ত সাবধানি হওয়া খুব প্রয়োজন। যাতে রং কখনোই সীমানার বাইরে না চলে যায়।
এবার রং করা শুরু করা হলো। সম্পূর্ণ ছবিটিকে রং দিয়ে সাজিয়ে দিতে হবে। তার জন্য আমি ব্রাশপেন ব্যবহার করেছি।
☘️ পঞ্চম ধাপ ☘️
কাগজে লেখা প্রত্যেকটি সংখ্যাকে বিভিন্ন রং দিয়ে রঙিন করে দেওয়া হল। রং গুলি নিজের মতো করে পছন্দ করতে পারেন।
☘️ ষষ্ঠ ধাপ ☘️
মাঝ বরাবর যে দাগটি আছে তার দুই পাশে দুই রকম রং দিয়ে ভর্তি করা হলো। যাতে স্পষ্ট বোঝা যায় যে দুটি দিক আলাদা আলাদা অংশ।
☘️ সপ্তম ধাপ ☘️
এভাবেই ব্রাশপেন দিয়ে সম্পূর্ণ ছবিটি রং করা শেষ করলাম। এবার ছবিটি উপস্থাপনার জন্য তৈরি হলো।
☘️ সম্পূর্ণ হবার পর ☘️
🙏 ধন্যবাদ 🙏
(১০% বেনিফিশিয়ারি প্রিয় লাজুক খ্যাঁককে)
--লেখক পরিচিতি--
কৌশিক চক্রবর্ত্তী। নিবাস পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। পেশায় কারিগরি বিভাগের প্রশিক্ষক। নেশায় অক্ষরকর্মী। কলকাতায় লিটল ম্যাগাজিন আন্দোলনের সাথে দীর্ঘদিন যুক্ত৷ কলকাতা থেকে প্রকাশিত কবিতার আলো পত্রিকার প্রধান সম্পাদক। দুই বাংলার বিভিন্ন প্রথম সারির পত্রিকা ও দৈনিকে নিয়মিত প্রকাশ হয় কবিতা ও প্রবন্ধ। প্রকাশিত বই সাতটি৷ তার মধ্যে গবেষণামূলক বই 'ফ্রেডরিক্স নগরের অলিতে গলিতে', 'সাহেবি কলকাতা ও তৎকালীন ছড়া' জনপ্রিয়তা অর্জন করেছে। সাহিত্যকর্মের জন্য আছে একাধিক পুরস্কার ও স্বীকৃতি। তার মধ্যে সুরজিত ও কবিতা ক্লাব সেরা কলমকার সম্মান,(২০১৮), কাব্যলোক ঋতুভিত্তিক কবিতায় প্রথম পুরস্কার (বাংলাদেশ), যুগসাগ্নিক সেরা কবি ১৪২৬, স্রোত তরুণ বঙ্গ প্রতিভা সম্মান (২০১৯), স্টোরিমিরর অথর অব দ্যা ইয়ার, ২০২১, কচিপাতা সাহিত্য সম্মান, ২০২১ তার মধ্যে উল্লেখযোগ্য।
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগের সকল সদস্যবন্ধুদের৷ ভালো থাকুন, ভালো রাখুন।
https://x.com/KausikChak1234/status/1874651400480927928?t=7t-MmKlLIeAdRps0gV6r5Q&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
Hi i am new help me
Daily task -
এত চমৎকারভাবে আপনার দক্ষতা আর মনের মাধুরী মিশিয়ে আপনার দারুন একটি আর্ট এর মাধ্যমে নতুন বছরকে বরণ করে নিয়েছেন। আর সেটা আমাদের মাঝেও শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর কালার কম্বিনেশন দিয়ে একে নতুন বছরকে বরণ করে নিয়েছে।
আমার আর্টটি আপনার ভালো লাগার জন্য অনেক ধন্যবাদ। আপনার কমেন্টে অনুপ্রাণিত হলাম।
নতুন বছরকে উইশ করা এবং মন থেকে বরণ করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বেশ ভালো লাগলো আপনার এই ডাইপ্রজেক্ট দেখে। এখানে প্রমাণিত আপনি কত সুন্দর ভাবে মন থেকে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন। নতুন বছরের পথচলা আমাদের সবার সুন্দর হোক সেই কামনা রইল।
Hi
চেষ্টা করেছি ডাই প্রজেক্টটি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবার। আপনার ভালো লেগেছে শুনে অনুপ্রাণিত হলাম।
আরিব্বাস চমৎকার লিখে রেখেছে তো। নতুন বছর উপলক্ষে এমন সুন্দর আর্ট দেখে খুব ভালো লাগছে। তোমাকে এবং তোমার মেয়েকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা জানাই। খুব সুন্দর আঁকা। ২০২৫ ভালো কাটুক৷
২০০৫ ভালো কাটুক? সে তো কুড়ি বছর আগে চলে গেছে। ২০০৫ সালে দেওয়া শুভেচ্ছা এখন কিভাবে নেব সেটাই ভাবছি। 😁😁
সালগুলো আমার এরম কেন হয়ে যায়? সেদিন কাকে একটা বলছি আমার জন্মসাল ১০৮৯!
জী এখন তো একটি পিক দিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে দেয়। কিন্তু আপনি কষ্ট করে আর্ট করে নতুন বছরে পদার্পন করলেন। চিত্র টা অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ।
চেষ্টা করেছি ভাই একটা ছবি এঁকে নতুন বছরকে বরণ করতে। আপনাদের সকলের ভালো লেগেছে শুনে আমার খুব ভালো লাগছে।।
আপনাকে নতুন বছরের অনেক শুভেচ্ছা জানাই। খুব সুন্দর একটা আর্টের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নিলেন। একদম ইউনিক ছিল আপনার আজকের এই আর্ট। সত্যিই দারুন হয়েছে দাদা। আর্টের কালার কম্বিনেশন থেকে শুরু করে সবকিছু একদম পারফেক্টলি করেছেন। ধন্যবাদ দাদা এত সুন্দর আর্ট শেয়ার করে নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য।
আমার আঁকা ছবিটি আপনার ভালো লেগেছে শুনে অনুপ্রাণিত হলাম আপু। সুন্দর মন্তব্যটি করবার জন্য ধন্যবাদ।
এত সুন্দর একটা আর্টের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নিয়েছেন, এটা দেখে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর করে কালারফুল ভাবে আপনি এই আর্ট অঙ্কন করেছেন। নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে অনেক সুন্দর করে আপনি এটা সম্পূর্ণ করেছেন।
সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে পাশে থাকলেন বলে অনেক ধন্যবাদ জানাই।
আপনাকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল দাদা।আঁকার মাধ্যমে নতুন বছরকে বরণ করে নিয়েছেন দেখে ভালো লাগলো। আপনার আঁকা খুব সুন্দর হয়েছে দাদা। দারুন ভাবে লিখেছেন। ২০২৫ আপনার ভালো কাটুক, আপনার সকল মনের আশা পূর্ণ হোক এই কামনাই করি।
আমার আঁকা আপনার সুন্দর লেগেছে শুনে ভালো লাগলো বোন। এমন ভাবেই পাশে থাকবেন আগামীতেও।