আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা - ৬৮। শীতকালীন ফুলের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 days ago

শীতের ফুলের বিভিন্ন ফটোগ্রাফি

💮💮💮💮💮💮💮💮💮


Onulipi_01_22_02_15_44.jpg


🙏 সকলকে স্বাগত জানাই 🙏


শীতের সময় গাছে অনেক ফুল ফোটে। ডালিয়া চন্দ্রমল্লিকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সেইসব ফুল। আর আমরা সেইসব ফুলের ছবি তুলে রাখতে পছন্দ করি। আসলে ফুল এমন একটি বিষয় যা সকলের কাছে অতি পছন্দের। কথায় বলে ফুল এবং শিশুকে যে ভালোবাসে না তার মনুষ্য জীবন বৃথা। তো এমনই একটি ভালোবাসার জিনিস হল ফুল, যা ভগবানের দ্বারা প্রাকৃতিক ভাবে সৃষ্ট। আর যখন এই শীতকালে দেখলাম আমার বাংলা ব্লগে ঘোষণা হলো ফুলের ফটোগ্রাফি নিয়ে পোস্ট করবার জন্য, তখন মনের ভেতরটা আনন্দে ভরে গেল। কারণ নিজের ফটোগ্রাফি শেয়ার করার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো অন্যদের দ্বারা পোস্ট করা ভালো ভালো ফুলের ফটোগ্রাফি দেখা। ফুলের ছবি দেখতে আমার বড় ভালো লাগে। আর তাই এই প্রতিযোগিতা একসঙ্গে অনেক ফুলের ছবিকে সামনে তুলে আনবার সুযোগ করে দিল। তারপর থেকে অনেকেই প্রতিযোগিতার জন্য পোস্ট করেছেন, এবং নতুন নতুন বিভিন্ন ফুলের ছবি পোস্ট করেছেন। এই পোস্টগুলি দেখে খুবই আনন্দ হয়েছে। এখন ঠিক করলাম নিজে পোস্ট করব। তবে আমার তোলা ফুলের ফটোগ্রাফি হাতে গোনা। কিছুদিন আগে উত্তরবঙ্গে গিয়েছিলাম। সেখানে কিছু ফুলে ফটোগ্রাফি করেছিলাম। আর বাকি ফটোগুলি বইমেলায় তোলা। কোন্নগরে বইমেলা ও পুষ্প প্রদর্শনী উপলক্ষে অনেক ফুল গাছ আনা হয়েছিল। সেখানে বাকি ছবিগুলি নিজের মোবাইল দ্বারা ক্যাপচার করি। এখন সেইসব ছবিগুলি শুধু আপনাদের সামনে তুলে আনবার অপেক্ষায় ছিল। আর তার মধ্যে এই প্রতিযোগিতা ঘোষণা। ফলে এই ছবিগুলো দিয়েই সাজিয়ে দিলাম সম্পূর্ণ পোস্টটি।


💐পাঁচমিশালি ফুল💐


লোকেশন - কোন্নগর, হুগলি, পশ্চিমবঙ্গ

ডিভাইস - ইনফিনিক্স হট ৩০ (৫০ মেগাপিক্সেল)

কোন্নগর বইমেলা ও পুষ্প প্রদর্শনী উপলক্ষে বিভিন্ন ফুলের সমাহার ঘটেছিল। সেখানে অসাধারণ কিছু ফুলের ছবি তুলে রাখি। সম্পূর্ণ মেলার প্রধান আকর্ষণ হয়ে উঠেছিল এই পুষ্পপ্রদর্শনী। শীতকালের বিভিন্ন ফুল দিয়ে সাজানো এই প্রদর্শনীর ছবি প্রথমেই আপনাদের সামনে তুলে আনলাম। এখানে ছবিতে বিভিন্ন ধরনের ফুল গাছ দেখা যাচ্ছে। যার মধ্যে চন্দ্রমল্লিকা, গাঁদা ইত্যাদি ফুলের সমাহার উল্লেখযোগ্য।

IMG_20250104_190714_504.jpg


💐গাঁদা ও চন্দ্রমল্লিকা💐


লোকেশন - কোন্নগর, হুগলি, পশ্চিমবঙ্গ

ডিভাইস - ইনফিনিক্স হট ৩০ (৫০ মেগাপিক্সেল)

সেই পুষ্প প্রদর্শনীতে খুব সুন্দর করে সাজানো গাঁদা এবং চন্দ্রমল্লিকা ফুলের ছবি এখন আপনারা দেখতে পাচ্ছেন। এখানে পরপর যে টবগুলি রাখা ছিল তাতে অসাধারণ সুন্দরভাবে চন্দ্রমল্লিকা এবং গাঁদা ফোটানো হয়েছিল। ছবির মাধ্যমে আপনারা বুঝতে পারছেন এই ফুলের সৌন্দর্য কতটা নজর টেনেছিল।

IMG_20250104_190708_853.jpg


💐চন্দ্রমল্লিকা💐


লোকেশন - কোন্নগর, হুগলি, পশ্চিমবঙ্গ

ডিভাইস - ইনফিনিক্স হট ৩০ (৫০ মেগাপিক্সেল)

শীতকালের ফুল হিসেবে চন্দ্রমল্লিকা খুব উল্লেখযোগ্য একটি ফুল। চন্দ্রমল্লিকা ফুল বিভিন্ন প্রজাতির হয়ে থাকে। আমরা এই বাংলায় বিভিন্ন ধরনের চন্দ্রমল্লিকা ফুল দেখতে পাই। ঘর সাজাতে বা ফুলদানীতে রাখতে এই ধরনের ফুলের ব্যবহার ব্যাপকভাবে দেখা যায়।

IMG_20250104_190704_574.jpg

IMG_20250104_190701_056.jpg


💐মোরগঝুঁটি💐


লোকেশন - কোন্নগর, হুগলি, পশ্চিমবঙ্গ

ডিভাইস - ইনফিনিক্স হট ৩০ (৫০ মেগাপিক্সেল)

এই ফুলটির সৌন্দর্য আমাকে বরাবর মুগ্ধ করে। অসাধারণ এই ফুলগুলিও বইমেলা এবং পুষ্পপ্রদর্শনী উপলক্ষে আনা হয়েছিল। আমি সেখান থেকে ক্যামেরাবন্দি করবার সুযোগ পেয়েছি।

IMG_20250104_190650_518.jpg

IMG_20250104_190644_641.jpg


💐জবা💐


লোকেশন - জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ

ডিভাইস - ইনফিনিক্স হট ৩০ (৫০ মেগাপিক্সেল)

জবাফুল বাঙালির কাছে খুব পরিচিত একটি ফুল। কিন্তু উত্তরবঙ্গে গিয়ে এই যে জবা ফুলটি আমি দেখলাম তা কিছুটা হাইব্রিড প্রজাতির। এখানে স্থলপদ্ম ফুলের সঙ্গে হাইব্রিড করা হয়েছে বলেই আমার মনে হলো। কারণ এখানে যে জবা ফুলটি আমরা দেখতে পাচ্ছি তা সচরাচর যেসব জবা দেখতে পাই তেমনটি নয়। তবে এই ফুলটির সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছিল। তাই কিছু বোঝার আগেই আমি ছবিটিকে ক্যামেরাবন্দি করি।

IMG_20241227_111016_458.jpg

IMG_20241227_111010_551.jpg


💐গোলাপ💐


লোকেশন - জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ

ডিভাইস - ইনফিনিক্স হট ৩০ (৫০ মেগাপিক্সেল)

গোলাপ ফুল কে না ভালোবাসে। ভালোবাসার রং মিশে আছে এই গোলাপের মধ্যে। তাই এই ফুলের জনপ্রিয়তা সব সময় তুঙ্গে থাকে। উত্তরবঙ্গে গিয়ে এই সুন্দর গোলাপের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছিল। সেখান থেকে এই ছবিগুলি ক্যামেরাবন্দি করেছিলাম।

IMG_20241227_110951_854.jpg

IMG_20241227_110946_559.jpg

IMG_20241227_110934_221.jpg


💐গাঁদা💐


লোকেশন - জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ

ডিভাইস - ইনফিনিক্স হট ৩০ (৫০ মেগাপিক্সেল)

বাঙালির একটি অতি পরিচিত এবং প্রিয় ফুলের নাম হল গাঁদা। বিভিন্ন পুজো থেকে শুরু করে মালা তৈরি করা, সব রকম কাজে এই গাঁদা ফুলের প্রচলন বহুল প্রচলিত। এখন যে গাঁদা ফুলের ছবিগুলি দেখছেন তা ভীষণ সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করা হয়েছিল। উত্তরবঙ্গে মূর্তি নদীর ধারে গেস্ট হাউসে বাগানটি এই গাঁদা ফুলের সৌন্দর্যে মোহিত করার জন্য যথেষ্ট।

IMG_20241227_110905_708.jpg

IMG_20241227_110901_592.jpg


💐বোগেনভিলিয়া💐


লোকেশন - জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ

ডিভাইস - ইনফিনিক্স হট ৩০ (৫০ মেগাপিক্সেল)

বোগেনভিলিয়া গাছ আমার অন্যতম প্রিয় একটি গাছ। সম্পূর্ণ গাছ ভর্তি এই ফুলের সৌন্দর্য দেখলে মুগ্ধ হয়ে যেতে হয়। এই ছবিতেও আপনারা সেই সৌন্দর্যের আভাস পাচ্ছেন। অসাধারণ সুন্দর এই ফুলটি মূর্তি রিসর্টে শোভা পাচ্ছিল।

IMG_20241227_110737_212.jpg

IMG_20241227_110741_265.jpg


💐মুসুন্ডা💐


লোকেশন - জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ

ডিভাইস - ইনফিনিক্স হট ৩০ (৫০ মেগাপিক্সেল)

গাছ ভর্তি মুসুন্ডা ফুলের সৌন্দর্যও আমাকে মুগ্ধ করে দেয় মুহূর্তের জন্য। দুটি ভিন্ন রঙের মুসুন্ডা এখন আপনারা দেখতে পাচ্ছেন। মূর্তি রিসোর্ট এর বাগান থেকে আমি এই ফুলের ছবি মোবাইলে ক্যাপচার করি। অসাধারণ সুন্দর এই ফুলগুলি বাগানের সৌন্দর্য যেন বাড়িয়ে দিয়েছিল অনেকটা।

IMG_20241227_110724_633.jpg

IMG_20241227_110705_601.jpg


💐পিটুনিয়া💐


লোকেশন - জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ

ডিভাইস - ইনফিনিক্স হট ৩০ (৫০ মেগাপিক্সেল)

এখন যে ফুলের ছবিটি দেখছেন সেটি পিটুনিয়া ফুল। শীতকালে এই ফুল চারিদিকে লক্ষ্য করা যায়। আর এই ফুলের রঙের বাহার দেখলে মুগ্ধ হয়ে যেতে হয়। উত্তরবঙ্গে চা বাগানের ভিতর ফুটে থাকা পিটুনিয়া ফুলের এই ছবিগুলি আমি গ্রহণ করেছিলাম।

IMG_20241228_111514_173.jpg

IMG_20241228_111507_694.jpg

IMG_20241228_111504_980.jpg


💐চন্দ্রমল্লিকা💐


লোকেশন - জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ

ডিভাইস - ইনফিনিক্স হট ৩০ (৫০ মেগাপিক্সেল)

আবার কিছু চন্দ্রমল্লিকা ফুলের ছবি আপনাদের সামনে তুলে আনলাম। অসাধারণ এই ফুলগুলিও উত্তরবঙ্গে চা বাগানের মাঝখানে আমি পেয়ে যাই। সাথে সাথে ক্যামেরায় ক্যাপচার করি ফুলের ছবিগুলি।

IMG_20241228_111446_091.jpg

IMG_20241228_111438_966.jpg

IMG_20241228_111434_896.jpg


Onulipi_08_07_01_37_53-removebg-preview.png

চিত্রগ্রহণ
ইনফিনিক্স হট ৩০
ক্যামেরা স্পেশিফিকেশন
৫০ মেগাপিক্সেল
স্ট্যাটাস
আনএডিটেড
চিত্রগ্রাহক
কৌশিক চক্রবর্ত্তী
লোকেশন
হুগলি, পশ্চিমবঙ্গ
কভার ছবি এডিটিং সৌজন্য
অণুলিপি

🙏 ধন্যবাদ 🙏


(১০% বেনিফিশিয়ারি প্রিয় লাজুক খ্যাঁককে)



1720541518267-removebg-preview.png

Onulipi_07_27_10_21_22.jpg


Yellow Modern Cryptocurrency Instagram Post_20240905_213048_0000.png

new.gif

1720541518267-removebg-preview.png


--লেখক পরিচিতি--

IMG_20240303_181107_644.jpg

কৌশিক চক্রবর্ত্তী। নিবাস পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। পেশায় কারিগরি বিভাগের প্রশিক্ষক। নেশায় অক্ষরকর্মী। কলকাতায় লিটল ম্যাগাজিন আন্দোলনের সাথে দীর্ঘদিন যুক্ত৷ কলকাতা থেকে প্রকাশিত কবিতার আলো পত্রিকার প্রধান সম্পাদক। দুই বাংলার বিভিন্ন প্রথম সারির পত্রিকা ও দৈনিকে নিয়মিত প্রকাশ হয় কবিতা ও প্রবন্ধ। প্রকাশিত বই সাতটি৷ তার মধ্যে গবেষণামূলক বই 'ফ্রেডরিক্স নগরের অলিতে গলিতে', 'সাহেবি কলকাতা ও তৎকালীন ছড়া' জনপ্রিয়তা অর্জন করেছে। সাহিত্যকর্মের জন্য আছে একাধিক পুরস্কার ও স্বীকৃতি। তার মধ্যে সুরজিত ও কবিতা ক্লাব সেরা কলমকার সম্মান,(২০১৮), কাব্যলোক ঋতুভিত্তিক কবিতায় প্রথম পুরস্কার (বাংলাদেশ), যুগসাগ্নিক সেরা কবি ১৪২৬, স্রোত তরুণ বঙ্গ প্রতিভা সম্মান (২০১৯), স্টোরিমিরর অথর অব দ্যা ইয়ার, ২০২১, কচিপাতা সাহিত্য সম্মান, ২০২১ তার মধ্যে উল্লেখযোগ্য।



কমিউনিটি : আমার বাংলা ব্লগ

ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগের সকল সদস্যবন্ধুদের৷ ভালো থাকুন, ভালো রাখুন।

Drawing_11.png

44902cc6212c4d5b.png

First_Memecoin_On_Steemit_Platform.png

hjh.png


Sort:  
 2 days ago 

শীতকালীন ফুলের ফটোগ্রাফি গুলো ক্যামেরা বন্দি করলেন দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। এরকম ফটোগ্রাফি গুলো আমার কাছে সব সময় খুব ভালো লাগে দেখতে। আপনার অংশগ্রহণ দেখে অনেক বেশি ভালো লাগলো। প্রতিটা ফুলের সৌন্দর্য যত দেখছিলাম খুব ভালো লাগছিল।

 2 days ago 

শীতকালীন ফুলের ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে শুভেচ্ছা জানাই। আপনার ফটোগ্রাফির মধ্যে সবগুলো ফুলের ফটোগ্রাফিই খুব সুন্দর হয়েছে। বইমেলা থেকে তোলা ফুলের ফটোগ্রাফি যেমন সুন্দর হয়েছে তেমনি উত্তরবঙ্গে ঘুরতে গিয়েও বেশ কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফির মাধ্যমে খুব সুন্দর সুন্দর ফুল দেখতে পেয়ে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া এত চমৎকার সব ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 days ago 

আপনার ফটোগ্রাফি পোস্ট এর আয়োজন দেখে মনে হচ্ছে আমি কোন ফুলের শহরে ঢুকে পড়েছি। প্রত্যেকটা ফুলের মধ্যেই যেন নতুনত্ব বিরাজমান। ফটোগ্রাফি গুলি এতটাই নিখুঁতভাবে করেছেন মনে হচ্ছে আপনি প্রফেশনাল ফটোগ্রাফার। গাধা গোলাপ এবং চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি গুলি সব থেকে ভালো হয়েছে। পুরো ফটোগ্রাফি পোস্টটাই দুর্দান্ত হয়েছে ভাই ভালো কিছু হোক এটাই প্রার্থনা করছি।

 2 days ago 

দারুন সব ফটোগ্রাফি নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। শীতের সময় আসলে বিভিন্ন রকমের ফুল ফোটে। চন্দ্রমল্লিকা ডালিয়া এগুলো আমার বেশ পছন্দের। আপনার ফটোগ্রাফির দক্ষতা দেখে মুগ্ধ হয়ে গেলাম। চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি গুলো আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে মনমুগ্ধকর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 days ago 

প্রথমে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটি কনটেস্ট অংশগ্রহণ করার জন্য। বেশ দারুন সব ফুলের ফটোগ্রাফি করে আজকে আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। অসাধারণ ছিল আপনার ফুলের ফটোগ্রাফি

 2 days ago 

Daily tasks-

Screenshot_20250122-143432.jpg

Screenshot_20250122-142605.jpg

 2 days ago 

আমার বাংলা ব্লগের শীতকালীন ফুলের ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এজন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনি অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, বিশেষ করে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে গাঁধা আর পিটুনিয়া ফুলের ফটোগ্রাফিটি। এছাড়াও বাকি ফটোগ্ৰাফি গুলো দারুন হয়েছে।

 2 days ago 

প্রথমে আপনার ফটোগ্রাফির প্রতি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আরো আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি। এত সুন্দর করে ফুলের বাগান নিয়ে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আসলে শীত মানেই ফুলের সমরহ। শীত আসলে প্রতিটি গাছে গাছে ফুলে ফুলে ভরা আর চারিদিকে শুধু ফুলের সুবাস বয়ে আন। আপনার ফুলের বাগানের ফুলের ফটোগ্রাফিগুলো সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন।

 2 days ago 

সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহন করেছেন। বেশ সুন্দর হয়েছে আপনার ফুলের ফটোগ্রাফিগুলো। এতো বড় মোরগ ফুল আমি কখনও দেখিনি। আর হলুদ রং এর মোরগ ফুল যে হয়, তাই জানা ছিল না। আপনার ফটোগ্রাফিতে দেখতে পেলাম। ধন্যবাদ সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.25
JST 0.038
BTC 104064.99
ETH 3339.85
SBD 5.29