আজ রইল গুচ্ছকবিতা ও তার বিশ্লেষণ (৫% এবিবি স্কুল ও ১০% সাই ফক্স বেনিফিশিয়ারি)

in আমার বাংলা ব্লগ4 days ago

আজ গুচ্ছকবিতার পাতা


🪷🪷🪷🪷🪷🪷🪷


AddText_06-27-10.03.21.jpg

💮সকলকে স্বাগত জানাই💮

শুভ সন্ধ্যা বন্ধুরা। কেমন আছেন সবাই? আজ আমার কয়েকটি ভালোলাগার কবিতা শেয়ার করব আপনাদের সঙ্গে৷ এতদিনে আপনারা জেনে গেছেন যে কবিতার সাথে আমার দীর্ঘ সহবাসের কথা। আর সেই সূত্রেই ভারত বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকায় নিয়মিত প্রকাশ হয় আমার কবিতা৷ সম্প্রতি ভারতের ত্রিপুরা রাজ্যে আগরতলা থেকে প্রকাশিত একটি নিয়মিত কবিতা পত্রিকা দৈনিক বজ্রকন্ঠ আমার থেকে গুচ্ছ কবিতা চেয়েছিল। পত্রিকার সম্পাদক বরাবরই পছন্দ করেন আমার কবিতা। কবিতার মাধ্যমে যে প্রতিবাদের ভাষা ও সমাজের তাৎক্ষণিক অবস্থান তুলে আনা প্রয়োজন, তা সব সময় চেষ্টা করি সঠিকভাবে মেলে ধরতে। কবিতা হল জীবনের দলিল, সময়ের আবর্তন। আমরা যেমন নজরুল ইসলামের কবিতা পড়ে তৎকালীন সময়ের আবর্তে বিচরণ করতে পারি, ঠিক তেমন ভাবেই শক্তি চট্টোপাধ্যায় বা হেলাল হাফিজের কবিতা পড়ে আধুনিক কবিতার জন্ম বৃত্তান্তের একটি সম্যক ধারণা লাভ করতে পারি। বর্তমান যুগ কবিতার উত্তর আধুনিক ধারা বা পোস্ট মডার্নিজম এর যুগ। পোস্ট মর্ডানিজম কবিতার এক অবিচ্ছেদ্য ধারণা, যা বাংলা কবিতাকে সাবালক করেছে এবং পাঠকদের মধ্যে এক নতুন ভাবধারার জন্ম দিয়েছে। আমি সব সময় চেষ্টা করি কবিতার মাধ্যমে বর্তমান সামাজিক অবস্থান এবং মানুষের জটিল মনস্তত্ত্বের দিকগুলোকে পাঠকদের সামনে পরিষ্কারভাবে তুলে আনতে। কবিতার প্রধান একটি দিক হলো দর্শন। আর সময়ের চাকায় হাঁটতে হাঁটতে সেই দর্শনটুকু বুঝতে বর্তমান উত্তর আধুনিক কবিতার সঙ্গে পরিচিতি লাভ করতেই হবে।

দৈনিক বজ্রকন্ঠ আমার যে কবিতাগুচ্ছ প্রকাশ করেছে তা অবশ্যই কবিতার উত্তর আধুনিক ধারাকে বহন করে। এই ধারায় বাংলা কবিতা খোলস থেকে বেরিয়ে এক উত্তরণের দিকে হেঁটে যায়। কবিতায় রূপক ভেদ করে পাঠক ঢুকতে পারে কেন্দ্রীয় চিন্তাধারার একেবারে মধ্যবিন্দুতে। আজ আমার বাংলা ব্লগের সকল প্রিয় বন্ধুদের সামনে আমি তুলে আনলাম সেই গুচ্ছ কবিতার পাতাটি। কারন আমার মনে হল উত্তর আধুনিক কবিতার যে চর্চা বর্তমানে দুই বাংলার কবিরা নিরলস প্রচেষ্টায় করে চলেছেন, এবং লিটিল ম্যাগাজিন আন্দোলনকে সেই অভিমুখে টেনে নিয়ে যাচ্ছেন, তা এই ব্লগে তুলে আনা আশু প্রয়োজন। বিষয়টিকে কিছুটা নিজের কবিতা তুলে ধরে নিজেই বিশ্লেষণ করার মত ধরে নিতে পারেন।

Messenger_creation_aa3d6780-9d78-4b09-8728-0c765a3b028d.jpeg

দৈনিক বজ্রকণ্ঠ পত্রিকার পাতায় প্রকাশিত কবিতাগুচ্ছ (ছবি সৌজন্য - দৈনিক বজ্রকণ্ঠ পত্রিকা)

💮কবিতার প্রেক্ষাপট💮

যে চারটি কবিতা দৈনিক বজ্রকণ্ঠ প্রকাশ করেছে তার প্রথমটি হল জটিল লোমকূপ। আসুন একটু ভাবা যাক। লোমকূপ মানুষের এমন একটি ইন্দ্রিয় যা শরীরকে অহরহ ভিজিয়ে দেয়। এখানে লোমকূপ একটি রুপক হিসেবে ব্যবহার হয়েছে। মানুষের জীবনের বিভিন্ন পর্যায়ে যে বস্তুগত গ্রহণযোগ্যতা সময়োপযোগী বলে মনে হয়, তা আমরা সব সময় গ্রহণ করতে পারি কি? একটু ভাবুন তো। আর সেই ভাবনাটি মাথায় নিয়ে কবিতাটি পড়ুন। দেখুন তো কিছু মিল খুঁজে পান কিনা।

এরপর কবিতা অজানা ফেরিওয়ালা। স্বপ্ন ফেরি করেই আমাদের জীবনের বেশিরভাগ সময়টা কিভাবে যেন নিজের অজান্তে কেটে যায়। তবু আমরা সঠিক ফেরিওলার খোঁজ কোনদিনই পাইনা। আপনি যাকে খুঁজবেন, তাকে সব সময় নাগালে পাবেন কি? লিওনার্দো দা ভিঞ্চিও মোনালিসার মাধ্যমে কাউকে খুঁজেছিলেন। আমরা অনেক কিছু ভাবি। কিন্তু জীবনের একটা প্রান্ত বিন্দুতে দাঁড়িয়ে সেই ভাবনাগুলোকে কেন্দ্রীয় ভাবনায় রূপান্তর করতে পারি না। বাকিটা কবিতায় পড়ুন।

পরের কবিতা নৌকা বাঁধার তোড়জোড়। আদ্যোপান্ত একটি নিবিড়তার কবিতা। আমরা কোথাও বেঁধে থাকতে ভালোবাসি। প্রতিদিনের পথ চলায় সেই খুঁটিটুকু আঁকড়ে ধরে জীবন এগিয়ে যায় উপান্তের দিকে। আসুন তবে কবিতাটি পড়া যাক। বাকি কথা আপনারা বলবেন।

সুস্থির ছদ্মবেশ কবিতাটি নিয়ে কোন কথা বললাম না। আপনারা পড়ুন আর উপলব্ধি করুন এই কবিতার প্রতিটি পংক্তি। কিছু কবিতার কথা না বলাই থাক। হয়তো সেখানেই মুক্তি, হয়তো সেখানেই পাঠকের যাবতীয় ভালোলাগা। পাঠক কখনো নিজের রঙে কবিতা মাখতেও ভালোবাসেন।

পত্রিকার বিবরণ
পত্রিকা দৈনিক বজ্রকণ্ঠ
সম্পাদক রাজেশ চন্দ্র দেবনাথ
প্রকাশস্থান আগরতলা, ত্রিপুরা
পত্রিকার প্রকাশকাল দৈনিক
বিষয় বাংলা কবিতা

images__27_-removebg-preview.png


--লেখক পরিচিতি--

IMG_20240303_181107_644.jpg

কৌশিক চক্রবর্ত্তী। নিবাস পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। পেশায় কারিগরি বিভাগের প্রশিক্ষক। নেশায় অক্ষরকর্মী। কলকাতায় লিটল ম্যাগাজিন আন্দোলনের সাথে দীর্ঘদিন যুক্ত৷ কলকাতা থেকে প্রকাশিত কবিতার আলো পত্রিকার সহ সম্পাদক। দুই বাংলার বিভিন্ন প্রথম সারির পত্রিকা ও দৈনিকে নিয়মিত প্রকাশ হয় কবিতা ও প্রবন্ধ। প্রকাশিত বই সাতটি৷ তার মধ্যে গবেষণামূলক বই 'ফ্রেডরিক্স নগরের অলিতে গলিতে', 'সাহেবি কলকাতা ও তৎকালীন ছড়া' জনপ্রিয়তা অর্জন করেছে। সাহিত্যকর্মের জন্য আছে একাধিক পুরস্কার ও স্বীকৃতি। তার মধ্যে সুরজিত ও কবিতা ক্লাব সেরা কলমকার সম্মান,(২০১৮), কাব্যলোক ঋতুভিত্তিক কবিতায় প্রথম পুরস্কার (বাংলাদেশ), যুগসাগ্নিক সেরা কবি ১৪২৬, স্রোত তরুণ বঙ্গ প্রতিভা সম্মান (২০১৯), স্টোরিমিরর অথর অব দ্যা ইয়ার, ২০২১, কচিপাতা সাহিত্য সম্মান, ২০২১ তার মধ্যে উল্লেখযোগ্য।



কমিউনিটি : আমার বাংলা ব্লগ

ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগের সকল সদস্যবন্ধুদের৷ ভালো থাকুন, ভালো রাখুন।


Sort:  
 4 days ago 

চারটি কবিতাই খুব ভালো লাগল। দৈনিক বজ্রকন্ঠ খুবই ভালো একটি কাগজ৷ এনাদের কাজও অসাধারণ৷

চারটে কবিতা নিয়ে আলোচনা দেখে আরই ভালো লাগছে৷

ভালো থেকো৷ কবিতায় থেকো৷

 4 days ago 

কবিতার বিশ্লেষণ নিয়ে তোমার মতামত ভালো লাগলো। নিজের কবিতা সাধ্যমত বিশ্লেষণ করার চেষ্টা করেছি ছোট করে। যদিও কবিতার অর্থ পাঠকভেদে ভিন্ন। আর আমি সেই স্বাধীনতায় হস্তক্ষেপ করতে কোনদিনই চাইনি। তবু আমার কবিতার একটা নিজস্ব বিশ্লেষণ দেবার চেষ্টা করেছি মাত্র। ভালোলাগা রইলো অনেক।

 4 days ago 

দাদা দৈনিক বজ্রকন্ঠে তোমার গুচ্ছ কবিতাগুলো মনোযোগ সহকারে পড়ে এত বেশি ভালো লাগলো যে মুগ্ধ হয়ে গেলাম। অজানা ফেরিওলাটি আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। এমনি করেই লেখার জগতে নিজের অবদান রেখে যাও। শুভকামনা 💕

 4 days ago 

আমার কবিতাগুচ্ছ তোমার ভালো লাগায় আমি আপ্লুত। তোমার মূল্যবান মন্তব্য আমায় অনুপ্রেরণা দিল। নিজের সাধ্যমত বাংলা কবিতাকে সেবা করতে চেষ্টা করি। এই অকূল সমুদ্রে এক বিন্দু জল হতে পারলেও নিজেকে গর্বিত মনে করবো কোনদিন। তোমরা সকলের সাথে থেকো।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 62758.86
ETH 3465.23
USDT 1.00
SBD 2.49