দাদার শুভ জন্মদিন উপলক্ষে বানালাম গ্রিটিংস কার্ড। DIY পোস্ট।
দাদার জন্মদিন উপলক্ষে বানালাম গ্রিটিংস কার্ড
আজ আমাদের সকলের প্রিয় @rme দাদার জন্মদিন। আমরা কমিউনিটির পক্ষ থেকে সকলে মিলে উদযাপন করছি এই শুভ তিথিটি। কোন কমিউনিটিতে প্রধানের জন্মদিন মানে পক্ষান্তরে সেটি সকলের কাছে খুব প্রিয় দিন। তাই সকলে যে যার মতো করে দাদাকে শুভেচ্ছাবার্তা পৌঁছে দিয়েছেন। আমি সারাদিনে চেষ্টা করেও একটু সময় বার করতে পারিনি, যখন দাদার জন্য কিছু করা যায়। সারাদিন ছোটাছুটির মধ্যে দিন কাটে। তাই দিনটি শেষ হওয়ার মুহূর্তে বসে পড়লাম দাদাকে কিছু দেবার জন্য। তিনি সকলের জন্য এতো করেন। তিনি সকলকে নিয়ে থাকতে ভালোবাসেন। আর তাঁর জন্মদিনে আমরা যদি তাকে সামান্য কিছু উপহার না দিতে পারি, তবে কি করে হবে? তাই এ আমার ঐকান্তিক দায়বদ্ধতা বলে মনে করলাম। মন থেকে কিছু না চাইলে কখনোই তা করা সম্ভব নয়। সেক্ষেত্রে মন বড় চাইল আজ এই শুভদিনে নিজ হাতে কিছু বানাতে। তাই বসে পড়লাম আপন খেয়ালে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে নিজের মতো করে বানিয়ে ফেললাম একটি গ্রিটিংস কার্ড। শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়ার জন্য এই কার্ডের থেকে ভালো গিফট আর কিছু নেই। তাই আজ দাদার জন্মদিনে আমার পক্ষ থেকে রইল এই গ্রিটিংস কার্ডটি।
আসুন প্রথমেই দেখে নিই সম্পূর্ণ হওয়ার পর কার্ডটি কেমন দেখতে হল
এবার ধীরে ধীরে আমরা দেখব কিভাবে প্রতিধাপে আমি এই গ্রিটিংস কার্ডটি নির্মাণ করলাম।
💐💐উপকরণ💐💐
- দুটি রঙিন কাগজ
- কাঁচি
- ব্রাশ পেন্সিল
💐💐প্রথম ধাপ💐💐
প্রথমে দুটি রঙিন A4 সাইজের কাগজ নেওয়া হলো। কাগজ দুটি রঙ আলাদা হওয়া আবশ্যক।
💐💐দ্বিতীয় ধাপ💐💐
এরপর কাগজটিকে মাঝখান থেকে ভাঁজ করে ক্লাউড শেপে কেটে নেওয়া হল। কাগজের উপর আগে পেন দিয়ে বর্ডার করে নিলে কাটতে সুবিধা হবে।
💐💐তৃতীয় ধাপ💐💐
ক্লাউড শেপে কাটবার পর কার্ডটি প্রাথমিকভাবে এমন দেখতে হবে।
💐💐চতুর্থ ধাপ💐💐
অন্য রঙের কাগজটিকে লম্বালম্বি ভাবে ভাঁজে ভাঁজে মরে এমন দেখতে শেপ দেওয়া হল।
💐💐পঞ্চম ধাপ💐💐
এরপর সেই ভাঁজ করা কাগজটিকে মাঝখান থেকে আরেকটি ভাঁজ করে নেয়া হলো।
💐💐ষষ্ঠ ধাপ💐💐
ক্লাউড শেপের কাগজটিতে চারপাশে লাল পেন দিয়ে বর্ডার তৈরি করা হলো।
💐💐সপ্তম ধাপ💐💐
এরপর সেই ভাঁজ করা কাগজটিকে দুই পাশ থেকে ধরে মাঝখানে আঠা লাগিয়ে জুড়ে দেওয়া হল।
💐💐অষ্টম ধাপ💐💐
কাগজের একটি ছোট অংশ কেটে ছোট ছোট দুটি ফুল তৈরি করে নেয়া হলো।
💐💐নবম ধাপ💐💐
কাগজের ফুল দুটি সেই ক্লাউড শেপের কার্ডটির উপরে দুই কোণে আটকে দেওয়া হলো।
💐💐দশম ধাপ💐💐
ভাজ ভাজ করা কাগজটিকে লম্বালম্বি ভাবে প্রধান কার্ডটির মাঝখানে আটকে দেওয়া হল। এটি এমন ভাবে আটকানো হলো যাতে কার্ডটি খুললে কাগজটিও প্রসারিত হয়।
💐💐একাদশ ধাপ💐💐
এরপর কার্ডটির উপরে রঙিন পেন দিয়ে হ্যাপি বার্থডে শুভেচ্ছা বার্তা লিখে দেওয়া হল।
💐💐 দ্বাদশ ধাপ💐💐
নির্মাণ করবার পর ফাইনালি গ্রিটিংস কার্ডটি এমন দেখতে হলো।
আশা করি দাদার জন্য বানানো গিটিংস কার্ড দাদার খুব ভালো লাগবে। আপনাদের কেমন লাগলো তা নিশ্চয়ই মন্তব্য করে আমায় জানাবেন এবং পাশে থাকবেন।
🙏 ধন্যবাদ 🙏
(১০% বেনিফিশিয়ারি প্রিয় লাজুক খ্যাঁককে)
--লেখক পরিচিতি--
কৌশিক চক্রবর্ত্তী। নিবাস পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। পেশায় কারিগরি বিভাগের প্রশিক্ষক। নেশায় অক্ষরকর্মী। কলকাতায় লিটল ম্যাগাজিন আন্দোলনের সাথে দীর্ঘদিন যুক্ত৷ কলকাতা থেকে প্রকাশিত কবিতার আলো পত্রিকার প্রধান সম্পাদক। দুই বাংলার বিভিন্ন প্রথম সারির পত্রিকা ও দৈনিকে নিয়মিত প্রকাশ হয় কবিতা ও প্রবন্ধ। প্রকাশিত বই সাতটি৷ তার মধ্যে গবেষণামূলক বই 'ফ্রেডরিক্স নগরের অলিতে গলিতে', 'সাহেবি কলকাতা ও তৎকালীন ছড়া' জনপ্রিয়তা অর্জন করেছে। সাহিত্যকর্মের জন্য আছে একাধিক পুরস্কার ও স্বীকৃতি। তার মধ্যে সুরজিত ও কবিতা ক্লাব সেরা কলমকার সম্মান,(২০১৮), কাব্যলোক ঋতুভিত্তিক কবিতায় প্রথম পুরস্কার (বাংলাদেশ), যুগসাগ্নিক সেরা কবি ১৪২৬, স্রোত তরুণ বঙ্গ প্রতিভা সম্মান (২০১৯), স্টোরিমিরর অথর অব দ্যা ইয়ার, ২০২১, কচিপাতা সাহিত্য সম্মান, ২০২১ তার মধ্যে উল্লেখযোগ্য।
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগের সকল সদস্যবন্ধুদের৷ ভালো থাকুন, ভালো রাখুন।
দাদার জন্মদিন উপলক্ষ্যে আজ আপনি অনেক সুন্দর একটা গ্রিটিংস কার্ড তৈরি করেছেন।গ্রিটিংস কার্ডটি দেখতে খুবই সুন্দর লাগছে।কার্ড তৈরির প্রকৃতি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার বানানো গ্রিটিংস কার্ডটি আপনার ভালো লেগেছে শুনে আমার খুব ভালো লাগলো। চেষ্টা করেছি সুন্দর করে উপস্থাপন করার।
আপনার জন্য শুভকামনা রইল।
https://x.com/KausikChak1234/status/1864735370371268879?t=rblNFQvXWiAt743G25SjNQ&s=19
$PUSS প্রোমোশন -
অসাধারণ দাদা অসাধারণ আমাদের প্রাণপ্রিয় @rme দাদার জন্মদিন উপলক্ষে আপনার নিজ হাতে তৈরি গ্রিটিংস কার্ডটি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আসলে কাউকে জন্মদিনে গিফট করার জন্য নিজ হাতে তৈরি জিনিস দিতে পারাটা অনেক আনন্দের ব্যাপার। সেই সাথে মনে একটা প্রশান্তি চলে আসে। যাইহোক দাদা আপনার গ্রিটিংস কার্ডটি কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা এরকম একটি গ্রিটিংস কার্ড তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ঠিকই বলেছেন আপনি। কাউকে গিফট দেওয়ার জন্য নিজের হাতে বানানো জিনিসের দামই আলাদা। তাই সবসময় চেষ্টা করি খারাপ হলেও নিজে বানিয়ে কিছু জিনিস প্রস্তুত করতে। আপনার মন্তব্য খুব ভালো লাগলো।
আরো বাহ্ আপনি তো দেখছি আজকে দাদার জন্মদিন উপলক্ষ্যে অনেক সুন্দর একটা গ্রিটিংস কার্ড তৈরি করেছেন। সুন্দর করে লেখাগুলো লেখার জন্য এই কার্ডটি দেখতে বেশি ভালো লেগেছে। এই ধরনের কাজগুলো করার জন্য অনেক বেশি দক্ষতার প্রয়োজন হয়। খুব সুন্দরভাবে দাদাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন। আপনার এত সুন্দর একটা কাজের প্রশংসা তো করতেই হচ্ছে।
আমার বানানো কার্ড আপনার ভালো লেগেছে বলে আমি আপ্লুত। এমন ভাবেই পাশে থাকবেন তবেই এগিয়ে যাওয়া সম্ভব হবে।
শতব্যস্ততার মাঝেও দাদার প্রতি ভালোবাসা রেখে অনেক সময় নিয়ে নিখুঁতভাবে একটি সুন্দর গ্রিটিংস কার্ড বানিয়ে দাদাকে শুভেচ্ছা জানিয়েছো এটা খুবই চমৎকার একটি কাজ দাদা।প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ অনেক সুন্দর করে উপস্থাপন করেছে দাদা যা দেখে আমরা খুব সহজেই এই সুন্দর কার্ডটি বানিয়ে নিতে পারবো।অসাধারণ একটি পোস্ট শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই দাদা।শুভকামনা নিরন্তর।🙏❤️
হ্যাঁ বোন সারাদিন কিভাবে যে কেটে যায় নিজেও জানিনা। মাঝে মাঝে রাত এগারটায় ঘরে ঢুকে দেখি ব্লগের কোন কাজই হয়নি। কাল তো মাঝরাতে এই কাজটি বানাতে বসলাম। তবু ভালোবেসে কাজগুলি করি। যদি তোমাদের ভালো লাগে সেটাই আমার প্রাপ্তি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার তৈরি করা গ্রেটিংস কার্ড খুবই সুন্দর হয়েছে দাদা। শুভদিনে খুব সুন্দর একটা জিনিস তৈরি করেছেন। ভালো লাগলো আপনার এই শুভেচ্ছা কার্ড দেখে। এত সুন্দর একটা কার্ড তৈরি করার মাধ্যমে দাদাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
চেষ্টা করেছি আপু দাদার জন্মদিনের সুন্দর একটি গিটিংস কার্ড তৈরি করে উপস্থাপন করার। আপনাদের সকলের ভালো লেগেছে শুনে আমার খুব আনন্দ হল।
বড় দাদার জন্মদিন উপলক্ষে আজকে আপনি খুব চমৎকার একটি গ্রিটিংস কার্ড তৈরি করে নিয়েছেন। যেটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। রঙিন কাগজের কালার অনেক সুন্দর ছিল। যার কারণে এটি দেখতেও খুব ভালো লাগছে। প্রতিনিয়ত আপনি বিভিন্ন জিনিস তৈরি করার চেষ্টা করলে আরো ভালো কিছু তৈরি করতে পারবেন পরবর্তীতে।
চেষ্টা করব ভাই কিছু না কিছু তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করতে। আসলে এই ধরনের কাজগুলো আমি ভালো পারি বলে মনে হয় না। আপনারা কত সুন্দর করে উপস্থাপন করেন। আমি মাঝে মাঝে আপনাদের দেখে চেষ্টা করি মাত্র।
গ্রিটিংস কার্ড কিন্তু জাস্ট অসাধারন লাগতেছে ভাই। আশাকরি দাদা দেখলে ভীষণ খুশি হবে। অনেক সময় এবং ধৈর্য্য সহকারে কাজটি করেছেন দেখে বোঝা যাচ্ছে। দাদার জন্য দোয়া এবং শুভ কামনা রইল। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই।
চেষ্টা করেছি দাদাকে বানিয়ে উপহার দিতে। আপনি এমন সুন্দর মন্তব্য করে পাশে থাকলেন বলে ধন্যবাদ ভাই।