আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার পরিচয়

in আমার বাংলা ব্লগlast month (edited)

1000074448.png

সকলকে জানাই শুভসন্ধ্যা। আমি মনে করি আমার বাংলা ব্লগ এমন একটি প্লাটফর্ম যা সারা পৃথিবীর বুকে বাংলা ভাষাকে নিজের মহিমায় প্রসারিত করে চলেছে অহরহ। অনেকদিন ধরেই এর সাথে শরিক হতে পারার ইচ্ছা পোষণ করছিলাম। আজ এই প্ল্যাটফর্মে নিজের প্রথম পোস্ট নিয়ে এলাম আপনাদের সামনে।

আমার সংক্ষিপ্ত পরিচয়

আমার নাম কৌশিক চক্রবর্ত্তী৷ বাড়ি কলকাতা সন্নিকটে হুগলি জেলায়। লেখালেখি করি বহুদিন। বাংলা কবিতা এবং স্থানীয় ইতিহাস গবেষণা নিয়ে মেতে থাকি দীর্ঘদিন ধরে। দুই বাংলার বিভিন্ন লিটিল ম্যাগাজিন ও বাণিজ্যিক পত্রিকায় লেখালেখি করি নিয়মিত। পেশাগতভাবে কারিগরি শিক্ষক হলেও নেশা শব্দ নিয়ে কাটাকুটি খেলা। আর সেই নেশার টানেই দীর্ঘদিন ধরে শব্দ শ্রমিকের কাজ করে চলেছি নিরবচ্ছিন্ন ধারায়। ভাষা ও শব্দের টান থেকেই লেখালেখির জগতে আশা। তারপর ধীরে ধীরে একে একে সাতখানি গ্রন্থ প্রকাশ।

গ্রন্থ পরিচিতি

স্থানীয় ইতিহাস গবেষণায় কলকাতা থেকে প্রকাশিত বই 'ফ্রেড্রিক্স নগরের অলিতে গলিতে' এবং 'সাহেবি কলকাতা ও তৎকালীন ছড়া' বিশেষভাবে উল্লেখযোগ্য৷ কবিতার বইয়ের মধ্যে 'আরেকটু নৈঃশব্দ্যের দিকে', 'নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা', 'টেরাকোটার আঙুল' এবং 'অহল্যা - বিসর্গ শূন্যের উচ্চতা' উল্লেখযোগ্য।

অর্জিত পুরস্কার

কবিতার জন্য রয়েছে একাধিক পুরস্কার ও সম্মান। কলকাতায় সুরজিৎ ও বন্ধুরা কবিতা ক্লাব মনোনীত সেরা কলমকার সম্মান (২০১৮), কাব্যলোক ঋতুভিত্তিক কবিতায় প্রথম পুরস্কার (বাংলাদেশ), কলকাতা যুগসাগ্নিক পত্রিকা মনোনীত সেরা কবি ১৪২৬, স্রোত তরুণ বঙ্গ প্রতিভা সম্মান (২০১৯), কচিপাতা সাহিত্য সম্মান(২০২১), ন্যাশনাল প্ল্যাটফর্ম স্টোরিমিরর অথর অফ দ্যা ইয়ার ২০২১ তার মধ্যে অন্যতম।

আমার শখ

ভালোবাসি লিখতে। আর ভালোবাসি ছাত্র-ছাত্রী তৈরি করতে। শিক্ষকতার মধ্যে দিয়ে অজানাকে জানতে এক আলাদাই উচ্চতায় পৌঁছতে হয়৷ আর সেই উচ্চতা শিখিয়ে দেয় অনেক কিছুই। আজ নিজের সামান্য কিছু কাজ এবং লেখালেখি আপনাদের সকলের মাঝখানে নিয়ে আসার জন্য এই আমার বাংলা ব্লগে নিজেকে শরিক করে তুললাম। যদি আপনাদের সকলের ভালো লাগে তবে সেটাই আমার অন্যতম এক প্রাপ্তি হিসেবে ধরা থাকবে।

কিভাবে এলাম স্টিমিটে

লেখার সূত্রেই একদিন কলকাতা শহরের বুকে দেখা হলো বাংলাদেশের বন্ধু সেলিনা সাথীর (@selinasathi1) সাথে। তার কাছে প্রথম জানতে পারলাম স্টিমিটের বিষয়ে। কথায় কথায় উঠে এলো বিভিন্ন প্রসঙ্গ। নিজেই স্টিমিট ডাউনলোড করে পড়তে শুরু করলাম বিভিন্ন পোস্ট এবং তখনই পরিচিত হলাম আমার বাংলা ব্লগের সাথে। ঠিক করেই ফেললাম যুক্ত হব এই ব্লগের কর্মকাণ্ডে। পৃথিবীর বুকে বাংলা ভাষাকে প্রসারিত হতে দেখলে ভালো লাগে। ভারতের একজন বাঙালি হিসেবে বিভিন্ন ভাষার মধ্যে বেড়ে উঠলেও বাংলার স্থান আলোকিত হতে দেখলে মনটা নেচে ওঠে শিশুর মত। এ যে মায়ের ভাষা, বোধের ভাষা। জন্মের পর মানুষ মা বলে মাতৃভাষায়। আর সেই মাতৃভাষা ও মাতৃদুগ্ধকে প্রতিপালন করাই নিজের আশু কর্তব্য বলে মনে করেছি বারবার। আজ স্টিমিটের প্লাটফর্মে আমার বাংলা ব্লগে যুক্ত হয়ে নিজের আনন্দ দ্বিগুণ হয়ে উঠেছে মেনে নিতে কোন সংকোচ নেই।

1000074486.jpg

1000074485.jpg

1000074487.jpg

1000074488.jpg

1000074489.jpg

Sort:  
 last month 

আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম প্রিয় দাদা। আশা করছি এই নতুন জার্নি অনেক ভালো লাগবে। আমার বাংলা ব্লগ কমিউনিটি র সকল নিয়ম-কানুন মেনে সামনের দিকে অগ্রগামী হবেন এটাই প্রত্যাশা করছি। অনেক অনেক শুভকামনা আপনার জন্য। ❤️🌹❤️

 last month 

অনেক ভালোলাগা জেনো তুমি। তোমার হাত ধরেই এই ব্লগের দুনিয়ায় প্রবেশ। একসাথে পথ হাঁটার আনন্দই আলাদা।

 last month 

একদম ঠিক বলেছেন দাদা এপার ওপার নয় বাংলা এক হয়েছে, আমার বাংলা ব্লগের সীমানায়। 🌹🌹

 last month 

আপনার ব‍্যাপারে জানতে পেরে বেশ ভালো লাগল। আপনার এই লেখা টুকু পড়ে আপনার দক্ষতা বুঝতে পেরেছি। বাংলা ভাষায় শব্দ প্রয়োগে আপনার রয়েছে দারুণ দক্ষতা। আপনার বইগুলো পড়া হয়নি। তবে সত্যি দেখে খুবই ভালো লাগল। আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম। সেরা একটা জায়গাই আপনি এসেছেন। আপনার জন্য শুভকামনা।

 last month 

আপনার কমেন্ট ভালো লাগলো। স্টিমিটে নতুন। তাই সবটা বুঝতে একটু সময় লাগছে। আপনাদের সহায়তায় আশা করি সবটা বুঝে নিতে পারব। স্টিমিটে এসে খুব ভালো লাগছে।

Loading...

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 62758.86
ETH 3465.23
USDT 1.00
SBD 2.49