আজ কবিতার পাতায় আমার কবিতা - বেঁচে থাকার দাবি
আজ কবিতার পাতায় সকলকে স্বাগত
আজ একটি কবিতা আপনাদের সামনে নিয়ে এলাম। কবিতাটিতে কিছু জীবনের কথা লিখে যাওয়ার চেষ্টা করেছি। আসলে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে পথ হাঁটি। আর সেই পথ হাঁটার কোন বিরাম নেই। সামনের দিকে এগিয়ে চলতে চলতে বিভিন্ন রকমের বাধার সম্মুখীন হতে থাকি আমরা। তার মধ্যে কখনো নিজেদের বেঁচে থাকার দাবিটুকু নিয়ে আমরা বেঁচে থাকি পৃথিবীর বুকে। আমার কবিতাটি সেই কথাগুলি বলেছে। তবে কবিতার একটি মোড়ক থাকে। যে মোড়কের মধ্যে সেই রূপকের আড়ালে লালিত হয়। চোখে দেখা বিভিন্ন বস্তুকে মোড়কের আড়ালে মোড়ে পরিবেশন করাকেই কবিতা বলা হয়। এই কবিতাটি আপনাদের ভালো লাগলে নিশ্চয় কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন।
🙏 কবিতা 🙏
বেঁচে থাকবার দাবী
কৌশিক চক্রবর্ত্তী
ধ্বংসচিহ্নের মধ্যে কিছু জল ছিটিয়ে দাও
দেখো দপ করে জ্বলে উঠবে আবার-
বিষাক্ত চুম্বন গুলে ব্রিটানিয়া বিস্কুট ডুবিয়ে
খেয়েছ কখনো?
হাঁড়িকলসির ছাপ আকাঙ্খা দাবী করে
মরচে পড়া নগরীর বুকে উড়োচিঠির ছাই...
যদি হেঁটে যেতে হয়
তন্নতন্ন করে খুঁজে নাও অপছন্দের ধুলোপথ
আকাশে মেঘ জমার অজুহাতে
ছাতা নিও না রক্ষাকবচের মতো...
যা ধ্বংস হয়ে গেছে
তার বুকে আহত চুম্বনশোক গভীর!
নাড়াচাড়া করলে
বেরিয়ে আসতেও পারে দু একটা
এক্সপায়ার্ড প্যারাসিটামলের পাতা-
যারা নির্মীয়মান বলে দাবী রাখছে নিজের
তাকিয়ে দেখো
শেষ কবে চাঁদ উঠেছিল সেই অজ্ঞাতকুলশীল বারান্দায়...
🙏 ধন্যবাদ 🙏
(১০% বেনিফিশিয়ারি প্রিয় লাজুক খ্যাঁককে ও ৫% এবিবি চ্যারিটিকে)
--লেখক পরিচিতি--
কৌশিক চক্রবর্ত্তী। নিবাস পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। পেশায় কারিগরি বিভাগের প্রশিক্ষক। নেশায় অক্ষরকর্মী। কলকাতায় লিটল ম্যাগাজিন আন্দোলনের সাথে দীর্ঘদিন যুক্ত৷ কলকাতা থেকে প্রকাশিত কবিতার আলো পত্রিকার প্রধান সম্পাদক। দুই বাংলার বিভিন্ন প্রথম সারির পত্রিকা ও দৈনিকে নিয়মিত প্রকাশ হয় কবিতা ও প্রবন্ধ। প্রকাশিত বই সাতটি৷ তার মধ্যে গবেষণামূলক বই 'ফ্রেডরিক্স নগরের অলিতে গলিতে', 'সাহেবি কলকাতা ও তৎকালীন ছড়া' জনপ্রিয়তা অর্জন করেছে। সাহিত্যকর্মের জন্য আছে একাধিক পুরস্কার ও স্বীকৃতি। তার মধ্যে সুরজিত ও কবিতা ক্লাব সেরা কলমকার সম্মান,(২০১৮), কাব্যলোক ঋতুভিত্তিক কবিতায় প্রথম পুরস্কার (বাংলাদেশ), যুগসাগ্নিক সেরা কবি ১৪২৬, স্রোত তরুণ বঙ্গ প্রতিভা সম্মান (২০১৯), স্টোরিমিরর অথর অব দ্যা ইয়ার, ২০২১, কচিপাতা সাহিত্য সম্মান, ২০২১ তার মধ্যে উল্লেখযোগ্য।
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগের সকল সদস্যবন্ধুদের৷ ভালো থাকুন, ভালো রাখুন।
https://x.com/KausikChak1234/status/1888447804441596322?t=FOzYvjuZv71PTLUNcCN0cg&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
Daily tasks-
"বেঁচে থাকবার দাবী" কবিতাটি আমাদের জীবনের ধ্বংস এবং পুনর্জন্মের এক সংকটময় সত্ত্বা তুলে ধরেছে। কবিতায় ধ্বংসচিহ্নের মধ্যে নতুন জীবনের সংকেত খোঁজা, কিন্তু তা আবার বিষাক্ত এবং ক্ষতিগ্রস্ত। প্রতীকী ভাষায়, ব্রিটানিয়া বিস্কুটের মতো পরিচিত বস্তু আর বিষাক্ত চুম্বন মিশে একটি অস্পষ্ট জীবনধারা ফুটে উঠেছে।আপনার কবিতা পড়ে আমার কাছে অনেক ভালো লাগলো। ধন্যবাদ
বাহ দারুণ ভাই। সত্যি চমৎকার লাগল আপনার কবিতা টা। দারুণ লিখেছেন। বেঁচে থাকার দাবির কাছে পৃথিবীর সবকিছুই যেন তুচ্ছ। গড়ে উঠে এক ইচ্ছা। দারুণ ছিল। ধন্যবাদ আমাদের সাথে কবিতা টা শেয়ার করে নেওয়ার জন্য।।
আপনার কবিতাটি সত্যিই হৃদয় ছুঁয়ে গেল। ধ্বংসের ভেতর থেকে নতুন জীবনের খোঁজ, পরিচিত বিষয়ের সঙ্গে বিষাক্ত বাস্তবতার মিশ্রণ এসবই দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। "বেঁচে থাকবার দাবী" যেন জীবনের এক অন্তহীন লড়াইয়ের প্রতিচ্ছবি, যেখানে বেঁচে থাকাই সবচেয়ে বড় সত্য। কবিতাটি পড়ে গভীর অনুভূতিতে ডুবে গেলাম। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।