আমার দেখা নাটক রিভিউ || ফেসবুক প্রেম ||১০% বেনিফিসিয়ারি shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার বাংলা ব্লগ।

বুধবার, ৩১শে জৈষ্ঠ্য ১৪২৯ বঙ্গাব্দ।

হ্যালো আমার বাংলা ব্লগ বাসি।

সবাইকে জানাই নমস্কার ও আদাব। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজো আমি আপনাদের সামনে একটি নাটকের রিভিউ নিয়ে হাজির হলাম। আমি আজকে বিকেলে যে নাটকটি দেখেছি সেই নাটকটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছে। আজকে নাটকটি হলো ফেসবুক প্রেম। এই নাটকটি কমেডি ও একটি মিষ্টি ভালোবাসার গল্প। নাটকটি আমাকে খুবই ভালো লেগেছে। চলুন তাহলে দেখে নেয়া যাক নাটকের কিছু অংশ।

নাটকটির ভূমিকা শুরু হয় একটি ছেলে একটি মেয়ে বাসায় ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে দাওয়াত পেয়ে আশার ভেতর দিয়ে।

Screenshot_20220615-203142.jpg

এখানে দেখা যায় একটি মেয়ে তার ফেসবুকের অ্যাকাউন্ট স্ট্যাটাস লিখে যে আমার সকল বন্ধুকে দাওয়াত থাকলো। যেখানে একটি ছেলে সেই দাওয়াতের অজুহাতে মেয়েটির বাসায় এসে উপস্থিত হয়।

Screenshot_20220615-203533.jpg

প্রথমে ছেলেটি মেয়েটির বাসার সামনে আসছে অনেক মাছ ও সবজি নিয়ে। দারোয়ান ছেলেটিকে আটকে দেয় এবং শেষমেষ বলে যে অনন্যা তাকে দাওয়াত দিয়েছে। দারোয়ানকে তার ম্যাডামকে দেখে নিয়ে আসে।

Screenshot_20220615-203731.jpg

কিন্তু অনন্যা থাকে বাসায় ঢুকতে দেয়নি। পরে তার বাবা এসে ছেলেটিকে বাসায় নিয়ে যায়। ছেলেটি অর্থাৎ সোহেল কোথায় কোথায় সে তার বন্ধুর ভালোর জন্য অনেক কাজ করতে চায়।

Screenshot_20220615-204339.jpg

ছেলেটি একসময় তার বন্ধুর জন্য কাপড় কিনে নিয়ে আসে এবং মেয়েটির ঘরে এসে দিয়ে রায়। কিন্তু মেয়েটা তাতে অনেক বিরক্তিবোধ করতে থাকে। এবং একসময় সে তার বন্ধুদের কাছে সাহায্য চাই যে কিভাবে এই ছেলেটিকে বাড়ি থেকে তাড়ানো যাবে।

Screenshot_20220615-204641.jpg

তারা সকল বন্ধু মিলে কয়েকটি প্ল্যান করে ছেলেটিকে তাড়ানোর চেষ্টা করে। তারা একে একে তিনটি প্লান করে ছেলেটিকে তাড়ানোর জন্য।

Screenshot_20220615-205052.jpg

কিন্তু তারা কোনভাবেই ছেলেটিকে তাড়াইতে পারল না। একসময় চিন্তা করতে করতে অনন্যা ঘুমের মধ্যে ছেলেটিকে মেরে ফেলেছে বলে স্বপ্ন দেখে। এবং সে ঘুম থেকে উঠে দেখে আসলে এটি একটি স্বপ্ন ছিল।

Screenshot_20220615-205230.jpg

পরের দিন সকালে অনন্যা শপিং করতে বাইরে যাবে বলে বাবাকে বলে। পাশে বসেছিল সোহেল অনন্যার বাবা বলল একা একা বাইরে যাবি শপিং করতে তার সোহেলকে নিয়ে গেলে তো ভালো হয়। সোহেল ও যেতে রাজী হয়ে গেল, কিন্তু অনন্যা সাথে নিতে চাইলো না।

Screenshot_20220615-205446.jpg

নাছোড়বান্দা সোহেল পিছু ছাড়লো না। সে অনন্যার কিছু ভেসে গেল রিকশা থেকে নামল। অনন্যা রিক্সা ভাড়া দিলেও ৫০ টাকা। সোহেল বল এতটুক আসতে ৫০ টাকা ভাড়া। এসএমএসে তার বন্ধুকে বাঁচানোর জন্য শপিং মলের কাপড়ের দোকানে দোকানদারকে বলল এই কাপড়ের দাম এত টাকা এবং সে দোকানদারকে ধমক দিল। এতে করে অনন্যা ক্ষেপে গেল।

Screenshot_20220615-205933.jpg

শেষমেষ অনন্যা একটি রেস্টুরেন্টে গেল তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে। কিন্তু সোহেল সেখানে আগেভাগেই যেয়ে উপস্থিত। এখানে সোহেলের মনে হল ছেলেটি ভালো নয়। সে তার বন্ধু অনন্যা কে বলল এই ছেলেটি ভালো নয়। একদিন ছেলেটি ও তার অন্য আরেকটি মেয়ের সাথে গল্প করার সময় সোহেল দেখে ফেলল এবং অনন্যা কে খবর দিল যে তোমার বয়ফ্রেন্ড অন্য একটি মেয়ের সাথে প্রেম করতেছে। অন্য বিশ্বাস করছিল না তারপরও সে সেখানে আসলো।

Screenshot_20220615-210312.jpg

তার বয়ফ্রেন্ডকে হাতেনাতে ধরে ফেললো মেয়েটির সাথে। এবার অনন্যার মন খুবই খারাপ। একসময় সে সোহেল এর প্রতি আকৃষ্ট হলো।

Screenshot_20220615-210751.jpg

একদিন অনন্যা সোহেলকে দেখল সে অনন্যাদের কাজের মেয়েকে শাড়ি কেনা ও তার স্বামীর পাঞ্জাবি কেনার জন্য কিছু টাকা দিল এবং সেটা দেখে অনন্যা মুগ্ধ হলো।

Screenshot_20220615-210905.jpg

এভাবেই ধীরে ধীরে সোহেলের বিভিন্ন কাজ করবে সোহেলের প্রতি তার বিশ্বাস বেড়ে গেল এবং সে সাহেবের সাথে ঘনিষ্ঠ হলো।

Screenshot_20220615-211131.jpg

একদিন অনন্যা সোহেলকে ছাদে ডেকে নিল এবং সে তার মনের কথা সোহেলকে খুলে বলল। সোহেল বলল তাহলে আমি কে সারা জীবনের জন্য এখানে থাকতে পারি তোমার সাথে ‌। অনন্যা বলল হ্যাঁ পারো। আর এখানেই নাটকের সমাপ্তি ঘটলো।

প্রয়োজনীয় তথ্যাবলীঃ

বিভাগবিবরণ
নাটকের নামফেসবুক ফ্রেন্ড
রচনাসোহাইন রহমান ও মিতুল খান।
ডিরেক্টরমিতুল খান
অভিনয়েনিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি, খলিলুর রহমান, রিমু রেজা ও আরো অনেকে।
নিবেদনসিডি চয়েস মিডিয়া ও টুইং

বন্ধু গান আমার আজকে নাটকের রিভিউটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশের সাথে আমার নাটকের রিভিউ টি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি। আমার নাটক রিভিউ এতক্ষণ পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

আপনার দেখা নাটক ফেসবুক প্রেম। এখনো দেখিনি তবে আপনার সুন্দর উপস্থাপনা দেখে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর করে সাজিয়ে নাটকটি রিভিউ করেছেন। আমি অবশ্যই নাটকটি দেখবো। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

ঘুম থেকে উঠেই ভিডিও দেখার সময় থাম্বনেইলে দেওয়া ছবির ভিডিও এর একটা ক্লিপ দেখেছিলাম।ঘটনাটা এমন ছিল যে,তৌসিফ লাউ নিয়ে এসে বলে মেয়েটি নাকি সকল বন্ধুদের তার বাসায় দাওয়াত দিয়েছে আর সেজন্যই সে এভাবে আসে।পরে মেয়েটি দাওয়ানকে বলে তৌফিককে বের করে দিতে।এটুকুই দেখেছিলাম।
আমি তৌসিফের নাটক তেমন একটা দেখিনা,মুশফিক ফারহানের নাটকই দেখি বেশি।তবে আপনার পোস্ট পড়ে ভাল্লাগলো,সময় পেলে নাটকটি দেখবো।শুভ কামনা রইলো

 2 years ago 

অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন তাই ধন্যবাদ।

 2 years ago 

ফেসবুক ফ্রেন্ড নাটকটি দেখা হয়নি। আপনার রিভিউ পড়ার সময় মনে হচ্ছিল যে আমিও নাটকটি দেখছি। এত সুন্দর করে আপনি উপস্থাপন করেছেন কাহিনী । পুরো কাহিনী পরে বুঝতে পারলাম যে নাটকটি হাসির এবং মিষ্টি প্রেমের কাহিনী মিলে তৈরি। সময় পেলে নাটকটি অবশ্যই দেখার চেষ্টা করব। ভালো লাগবে আশা করি।

 2 years ago 

সুন্দর একটি মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

খুবই চমৎকার একটি নাটক রিভিউ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন যদিও এই নাটকে এখন পর্যন্ত দেখা হয়নি তবে খুব শীঘ্রই দেখবো। সংক্ষিপ্ত আকারে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

অনেক ধন্যবাদ এত সুন্দর একটা মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60704.11
ETH 2452.38
USDT 1.00
SBD 2.62