আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৬৬ || শেয়ার করো তোমার সেরা শীতকালীন সেরা ফটোগ্রাফি @junaidahmed

in আমার বাংলা ব্লগlast month

প্রিয় আমার বাংলা ব্লগের সদস্যবৃন্দ , শীতের ভোরে আপনাদের সবাইকে জানাই ১লা পৌষ ১৪৩১ বঙ্গাব্দের শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো ও সুস্থ আছেন , আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ্‌।

আজকে আমি আমার বাংলা ব্লগ কতৃক আয়োজিত "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৬৬ || শেয়ার করো তোমার সেরা শীতকালীন সেরা ফটোগ্রাফি কনটেস্ট এ অংশ নিতে যাচ্ছি । সময়োপযোগী এই দারুণ কনটেস্টি আয়োজন করার জন্য @kingporos দাদাকে অসংখ্য ধন্যবাদ।

শীতের সকাল

এই ছবিটি নিয়েছি কুয়াশাচ্ছন্ন ভোরে আমাদের ভার্সিটির স্টেডিয়ামের পাশে ঝাউ বাগান থেকে । এই দৃশ্য গুলো সত্যিই মন ছোঁয়ে যায় । তখন এতো পরিমান কুয়াশা পরছিলো যেনো কুয়াশা নয় ফুটা ফুটা বৃষ্টিই পরছিলো । একটু পর পর মোবাইল মুছতে হচ্ছিলো অনেক কুয়াশার কারণে।

এই ছবিটি হচ্ছে ঝাউ বাগানের পাশে একটি তেতুল গাছের পাতায় কুয়াশা জমে থাকার দৃশ্য।

ডিভাইসঃ Vivo Y17s
লোকেশনঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম

শীতের আকাশ

শীতের সময় কুয়াশার কারণে আকাশ দেখা খুবই কঠিন তবে যদি রোদ উঠে আর কুয়াশা কেটে যায় তাহলে আকাশ অনেক সুন্দর দেখা যায় যা ছবিটিতে ফুটে উঠেছে ।ছবিটি আমাদের হলের পুকুরপাড় থেকে তুলেছি । শুধু আকাশ আর নারকেল গাছসহ দুটি ছবিই আমি তুলেছি ।

ডিভাইসঃ Vivo Y17s
লোকেশনঃ শহীদ সোহরাওয়ার্দী হল পুকুর পাড়

শীতকালীন নাইট ক্রিকেট টুর্নামেন্ট

আমাদের হলের পাশের ছোট মাঠে আয়োজন হতে যাচ্ছে শীতকালীন নাইট ক্রিকেট টুর্নামেন্ট , উদ্বোধন করেন মাননীয় উপাচার্য মহোধয় , উপস্থিত ছিলেন আমাদের হল প্রভোস্ট ও প্রক্টোরিয়াল মেম্বারগণ। আমাদের হলের তিনটা ব্লকের মোট ১৭টা দল এই টুর্নামেন্টে অংশ নেয় ।

ডিভাইসঃ Vivo Y17s
লোকেশনঃ শহীদ সোহরাওয়ার্দী হল

শীতকালীন বিভিন্ন ফুল

শীতকাল মনে হয় ফুলের ঋতু। এসময় সবচেয়ে বেশি ফুলের দেখা পাওয়া যায়। এসময় গাঁদা ফুল, ডালিয়া ,চন্দ্রমল্লিকা ,কসমস,ডায়ানথাস, জিনিয়া , সূর্যমুখী , গোলাপ সহ আরও অনেক ফুলের দেখা পাকা যায়।

এটি অনেক গুলো মাইক ফুলের ঝরে পরে থাকার ছবি।

এই ফুলটির নাম বিষ্ণু ফুল ,এটি শীতের শুরুতে ফুটে শীতকে স্বাগত জানায়।

উপরের দুটি ফুল একই প্রজাতির , নাম ডায়ানথাস যা শীতের সময়ে অনেক দেখা যায়, বিশেষ করে বিভিন্ন প্রতিষ্ঠানে দেখা যায়।

ডিভাইসঃ Vivo Y17s
লোকেশনঃ রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভিল্ডিং

শীতের পোশাক বিক্রি

শীতের শুরুতেই ইতিমধ্যে আমাদের ক্যাম্পাসের শীতের পোশাক বিক্রির দোকান গুলো বেশ সক্রিয় হয়ে উঠেছে । বিভিন্ন সংগঠন ,জেলা সমিতি, ডিপার্টমেন্ট নিজ নিজ অবস্থান জানান দিতে নিজেদের নামে হুডি ডিজাইন ও হুডি বানাচ্ছে। এই ছবিটি আমাদের ক্যাম্পাসের একটি ছোট মার্কেটের নাম সকিনা মার্কেট, এটি প্রায় সারাবছর খোলা থাকে আর বিভিন্ন সিজনাল পোশাক বিক্রি করে। শীতের পোশাক বিক্রির দোকান গুলোতে ইতিমধ্যে ভিড় শুরু হয়েছে ।

ডিভাইসঃ Vivo Y17s
লোকেশনঃ সকিনা মার্কেট,রাজশাহী বিশ্ববিদ্যালয়

শীতের চাঁদনী রাত

গতকাল রাতের চাঁদ অনেক সুন্দর ও বেশ উজ্জ্বল ছিলো । চাঁদ দেখে আমি আর রুমে থাকতে পারিনি ,ছবি তুলার জন্য শীতের পোশাক পড়ে বের হয়ে গেলাম। প্রথম ছবিটি তুলেছি আমাদের হলের পাশে স্টেশনের রেললাইনের উপরে একটি পাকুড় গাছের আড়াল থেকে । দ্বিতীয় ছবিটি নেওয়া চারুকলা অনুষদের একটি নিম গাছের নিচ থেকে । আর তৃতীয় ছবিটি তুলেছি কৃষি অনুষদের একটি কৃষ্ণচূড়া গাছকে সামনে রেখে ।

ডিভাইসঃ Vivo Y17s
লোকেশনঃ স্টেশন বাজার
চারুকলা অনুষদ
কৃষি অনুষদ

সরিষাক্ষেত ও মৌমাছি

শীত আসবে আর সরিষা ক্ষেত করা হবে না এ যেনো ভাবাই যায় না। আমাদের ক্যাম্পাসের কৃষি অনুষদেও সরিষাক্ষেত করেছে। আর সেখানে মধু সংগ্রহে মৌমাছিদের ব্যস্ততায় সময় কাটছে।

এই ছবিটিতে একটি মৌমাছি মধু সংগ্রহের উদ্দেশ্যে একটি ফুলের উপরে বসতে যাচ্ছে।
সরিষা ফুলের উপরে বসে মধু সংগ্রহে ব্যস্ত একটি মৌমাছি।
এই ছবিটিতে দেখা যাচ্ছে একটি মৌমাছি কিভাবে জিহ্বা দিয়ে মধু সংগ্রহ করে।


আমি প্রথম ছবি দুটি নিয়েছি ফোনের ক্যামেরা দিয়ে। আর পরের দুটি ছবি তোলার জন্য গুগল ক্যামেরা ব্যবহার করেছি।

ডিভাইসঃ Vivo Y17s
লোকেশনঃ কৃষি অনুষদ

আজকের ফটোগ্রাফি প্রতিযোগিতাটিতে অংশ নিতে পেরে খুবই ভালো লাগছে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য, আশা করি আমার ছবি গুলো আপনাদের ভালো লেগেছে। সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন, আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।

আমার পরিচয়ঃ


আমার পুরোনাম জোনায়েদ আহমদ । স্টিমিট আইডি @junaidahmed
বাসা নেত্রকোনা সদর নেত্রকোনা । আমি অর্থনীতি বিভাগে অনার্স কমপ্লিট করেছি, বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত আছি। আমার প্রকৃতির ছবি তুলতে সবচেয়ে বেশি ভালো লাগে।বিভিন্ন বিষয়ে গল্প লিখতেও ভালো লাগে। হলের বারান্দায় আমার কিছু গাছ আছে এগুলোর সাথে মাঝে মাঝে সময় কাটাই। আমি স্টিমিটে জয়েন করি ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে। আমার এই স্বল্প সময়ে আমার বাংলা ব্লগে ক্যারিয়ার শুরু করতে পেরে খুবই আনন্দিত অনুভব করছি। আপনাদের সাথে কাজ করার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে।



|| আমার বাংলা ব্লগ ||
break .png
>>>>>|| ডিসকর্ড চ্যানেলে ||<<<<<
break .png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 last month (edited)
 last month 

শীতকালের ফটোগ্রাফি কনটেস্ট উপলক্ষে আপনি খুব সুন্দর কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। বেশ ভালো লাগলো আপনার ফটোগ্রাফি গুলো দেখে। বিশেষ করে বিভিন্ন রকম ফুলের ফটোগ্রাফি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ‌ মৌমাছির মধু সংগ্রহের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 last month 

আপনার সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ! শীতকালের প্রকৃতির সৌন্দর্য আর ফুলের রঙিন ছবি আমায় মুগ্ধ করে। বিশেষ করে মৌমাছির মধু সংগ্রহের সেই মুহূর্তটি ক্যামেরায় ধরতে পারা ছিল দারুণ অভিজ্ঞতা। এই ছবিগুলো তুলতে আমায় মৌমাছিদের পিছনে রিতীমত দৌড়াতে হয়েছে, একটা ফুলে বসে দুই সেকেন্ডও অপেক্ষা করেনা, সেজন্য প্রায় ৩০ টির মতো ছবি তুলে তুলে এই চারটি ভালো পেয়েছি। আপনার প্রশংসা এবং উৎসাহ আমাকে আরও ভালো ছবি তুলতে অনুপ্রাণিত করবে। আবারও ধন্যবাদ ও শুভকামনা!

 last month 

শীতকালের ফটোগ্রাফি কনটেস্ট উপলক্ষে আপনি চমৎকার সব ছবি তুলেছেন। শীতের সকাল মানেই বা শীতকাল মানেই যে কেবলমাত্র কুয়াশাচ্ছন্ন সকাল বেলা এমনটা কিন্তু নয়, আপনি বিভিন্ন দিক তুলে ধরেছেন। সেই জন্যই আরো আপনার পোস্টটি ভালো লেগেছে।

 last month 

আপনার মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ! আমি প্রথমে তাই ভেবেছিলাম যে শীতকাল মানে তো কুয়াশাচ্ছন্ন সকাল আর ছোট সূর্যের বিকাল, তাহলে শুধু দুটি ছবি দিয়ে প্রতিযোগিতা করি কিভাবে।
পরে ভাবলাম শীতকাল শুধুমাত্র কুয়াশাচ্ছন্ন সকালেই সীমাবদ্ধ না, এর প্রতিটি মুহূর্তে এক অন্যরকম সৌন্দর্য লুকিয়ে থাকে। সেই মুহূর্তগুলো ক্যামেরায় ধারণ করতে পেরে আমি সত্যিই আনন্দিত। আপনার মন্তব্য আমায় ভবিষ্যতে আরও উৎসাহিত করবে, আপনাকে আবারও ধন্যবাদ ও শুভকামনা!

 last month 

শীতকালীন সৌন্দর্য দেখতে অনেক ভালো লাগে। শীতের সকালের প্রকৃতি দেখতে বেশি ভালো লাগে। আপনি অনেক সুন্দর করে ফটোগ্রাফি গুলো করেছেন। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 last month 

আপনার আন্তরিক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ! শীতের সকালের প্রকৃতি সত্যিই মনোমুগ্ধকর, যা আমাকে সবসময় ফটোগ্রাফিতে অনুপ্রাণিত করে। প্রতিযোগিতায় অংশ নিতে পেরে আমি খুবই খুশি। আপনার উৎসাহ ভবিষ্যতে আরও সুন্দর মুহূর্ত ধারণ করতে অনুপ্রেরণা জোগাবে। আপনাকেও শুভকামনা!

 last month 

প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি শীতকালীন দৃশ্যের চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করলেন আজকে। আপনার ক্যাপচার করা প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে দেখে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 last month 

অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য এবং শুভকামনার জন্য! শীতের মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করতে পারা আমার জন্য সত্যিই আনন্দের। আপনার এমন অনুপ্রেরণাদায়ক মন্তব্য ভবিষ্যতে আরও ভালো ছবি তুলতে উৎসাহ জোগাবে। আপনাকেও শুভকামনা জানাই!

 last month 

শীতকালীন ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রথমে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। শীতকালের চমৎকার সব ফটোগ্রাফি নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখার মতন ছিল। আমার পক্ষ থেকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 last month 

অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য! আপনাদের শুভকামনাগুলোই আমার অনুপ্রেরণা। শীতকালীন ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশ নিতে পেরে আমি খুবই আনন্দিত। ভবিষ্যতেও এমন সুন্দর মুহূর্ত ধরে রাখতে এবং সবার সাথে ভাগ করে নিতে আগ্রহী। আপনার উৎসাহের জন্য কৃতজ্ঞ।

 last month 

বাহ বেশ চমৎকার। দারুণ ছিল আপনার ফটোগ্রাফি গুলো ভাই। শীতকালীন দৃশ্যের অনেক গুলো ফটোগ্রাফি আপনি ধারণ করেছেন। বেশ কিছু সাধারণ ব‍্যাপারের ফটোগ্রাফিও দারুণ ভাবে তুলে ধরেছেন। চমৎকার ছিল আপনার ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।

 last month 

ভাইয়া প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য শীতের খুবই চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফির মধ্যে শীতের সৌন্দর্য খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। তাছাড়া সরিষা ফুলের ফটোগ্রাফিও খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last month 

নতুন আরো একটা টাস্ক যোগ করা হয়েছে সেটা হলো Super Walk সেটাও সম্পন্ন করার অনুরোধ করা হলো।

 last month 

super walk এ একাউন্ট খোলা আছে ভাইয়া, এখানে দিতে হবে জানতাম না, পরের পোস্ট থেকে দিবো ইনশাআল্লাহ।

 last month 

ওকে ঠিক আছে।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.25
JST 0.038
BTC 105682.70
ETH 3324.82
SBD 4.12