পতাকার অবমাননা, বন্ধুত্বের ফাটল।

in আমার বাংলা ব্লগ14 days ago

1000220068.webp

আমার বাংলা ব্লগের সকল সদস্যবৃন্দ কে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম / আদাব। আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।

আমি @junaidahmed আজকে আবারও আপনাদের মাঝে সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনার বিষয়ে বলতে যাচ্ছি, আশা করি সকলেই অনুমান করতে পেরেছেন, হ্যাঁ ঠিক ধরেছেন, ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতি আর পতাকা অবমাননা। আমি পতাকা অবমাননার তীব্র বিরোধি।
একটি দেশের জাতীয় পতাকা সেই দেশের গর্ব, স্বাধীনতার প্রতিক, এবং নাগরিকদের অনুভূতির বহিঃপ্রকশ। একটি দেশের নাগরিকদের অনুভূতির গভীর প্রকাশ এই পতাকা।সম্প্রতি পতাকা অবমাননা ঘটনা দুদেশের মাঝেই সম্পর্কের ফাটল ধরিয়েছে যা খুবই নিন্দিত কাজ হয়েছে।
বাংলাদেশ আর ভারতের সম্পর্ক সেই দীর্ঘদিনের। উপমহাদেশ হিসেব করলে আমরা একই জাতি, ভারতীয় উপমহাদেশের জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত আমরা। ব্রিটিশ আমলে ভারতবর্ষে নতুন নতুন রাষ্ট্রের জন্ম হয়, আর বাংলাদেশের স্বাধীনতার মাঝে ভারতের সরাসরি সহযোগিতা ছিলো। মুক্তিযুদ্ধের সময় থেকে এ সম্পর্ক পারস্পরিক সহযোগিতার, সংস্কৃতি আর ইতিহাসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। কিন্তু সম্প্রতি ভারত বিরোধি মনোভাব এর থেকে পতাকার অবমাননা সরাসরি একটি দেশের নাগরিকদের আবেগের মাঝে আঘাত করার সামিল।
দুটি পতাকা, দুটি গল্প, ভারত বাংলাদেশের বন্ধুত্ব বাংলাদেশের লাল সবুজের সাথে মিশে আছে, এই ভ্রাতৃত্বের বন্ধন আশা করি এতো তাড়াতাড়ি নষ্ট হবে না,কারণ দুদেশের ইতিহাস এখনো রঙিন। দুটি দেশের বন্ধুত্ব রুগ্ন নয়, এ বন্ধন আরও দৃঢ় হবে। আমাদের গানে , কথায় মিলে যায় ভারতের সন্ধ্যান। ছোটবেলা থেকে শুনেছি,পড়েছি ভারত আমাদের সবচেয়ে বড় বন্ধু আর এই বন্ধুত্ব অটুট থাকুক এটুকুই আশা করি।
আজকে এপর্যন্তই শেষ করছি। সকলের জন্য শুভকামনা।

আমার পরিচয়ঃ


আমার পুরোনাম জোনায়েদ আহমদ । স্টিমিট আইডি @junaidahmed
বাসা নেত্রকোনা সদর নেত্রকোনা । আমি অর্থনীতি বিভাগে অনার্স কমপ্লিট করেছি, বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত আছি। আমার প্রকৃতির ছবি তুলতে সবচেয়ে বেশি ভালো লাগে।বিভিন্ন বিষয়ে গল্প লিখতেও ভালো লাগে। হলের বারান্দায় আমার কিছু গাছ আছে এগুলোর সাথে মাঝে মাঝে সময় কাটাই। আমি স্টিমিটে জয়েন করি ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে। আমার এই স্বল্প সময়ে আমার বাংলা ব্লগে ক্যারিয়ার শুরু করতে পেরে খুবই আনন্দিত অনুভব করছি। আপনাদের সাথে কাজ করার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে।


১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।


|| আমার বাংলা ব্লগ ||
break .png
>>>>>|| ডিসকর্ড চ্যানেলে ||<<<<<
break .png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 14 days ago 
 14 days ago 

আমাদের সব সময় চেষ্টা করতে হবে পার্শ্ববর্তী সমস্ত রাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রাখ। দেশের কিছু শ্রেণির মানুষ চেষ্টা করছে দুই দেশের মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকুক কিন্তু আমাদের এগুলো করতে দেওয়া যাবে না কারণ দেশের শান্তি জনগণের স্বাধীনতা রক্ষা করতে হলে অবশ্যই পার্শ্ববর্তী সকল রাষ্ট্রের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে। তাই আমাদের আজকের এই দুই দেশের মধ্যকার দ্বন্দ্ব যত দ্রুত সম্ভব দূর করতে হবে।

Loading...
 11 days ago 

ভারত সত্যিই আমাদের বন্ধু। এটা বহুবার প্রমাণিত হয়েছে। আমরা ভারত ও বাংলাদেশের মধ্যে সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখতে চাই। আশা করি সবকিছু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এবং উভয় দেশ আবারও একসাথে পথ চলা শুরু করবে। এতে করে দুই দেশের-ই লাভ। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.27
JST 0.041
BTC 104601.56
ETH 3878.85
SBD 3.32