জেনারেল রাইটিংঃ লোভ
আমার বাংলা ব্লগের সদস্যবৃন্দ সবাইকেই হেমন্তের শেষ বিকেলের শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো ও সুস্থ আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ বাংলা ২৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ।
আজকে আমি একটি জেনারেল রাইটিং লিখতে বসেছি, আজকের বিষয় লোভ। লোভ এমন একটি জিনিস যা মানুষের সাথে মানুষের সম্পর্ক নষ্ট করে, মানুষকে পশু বানায়ে ফেলতে পারে এই লোভ। লোভের ফাঁদে পড়ে মানুষ তার বিবেক হারিয়ে ফেলে। আজ আপনাদের লোভ নিয়েই কিছু লিখতে বসেছি। লিখার ধারণাটি কালো ছায়া আবছা সিরিজ থেকে নেওয়া। এই সিরিজটি তিনটি পার্টে বিভক্ত।
"এটি ওটিটি প্ল্যাটফর্ম ক্লিকের প্রথম মিনি সিরিজ হিসেবে ফেব্রুয়ারি ২০২৩-এ মুক্তি পেয়েছে। সিরিজটি পরিচালনা করেছেন সুরজিৎ মুখোপাধ্যায়। এতে অভিনয় করেছেন অম্লান মজুমদার, সুমেধা দত্ত, অনুজয় চট্টোপাধ্যায়, সৌমেন দত্ত, ঋষাণ, রিয়া, আসিস সেন চৌধুরী, ঐশিন মজুমদার, সাগতম এবং প্রদীপ মিত্র।"
সিরিজটির প্রথমে শুরু হয় এভাবে রক্তিম, সোহিনী এবং অঙ্কিতা নামের তিনজনের বাড়িতে 'কালো সাদা আবছা' নামের একটি বই কুরিয়ারে আসে। বইটির লেখক দেবমাল্য সেনগুপ্ত তাদের বইটি পড়ার অনুরোধ করেন এবং ভালো লাগলে তাদের দেখা করতে বলেন।
প্রথম পর্বে রক্তিম বার বার লটারির টিকিট কাটে, এটি তার নেশায় পরিণত হয়, কারণ টিকিট একবার পেয়ে গেলেই এক কোটি টাকা পাবে। এই লোভে সে বার বার টিকিট কাটে আর হেরে যায়। এদিকে তাকে ব্যাংক থেকে বারবার নোটিশ পাঠাচ্ছিলো লোনের কিস্তি দেওয়ার জন্য। রক্তিমের বউ আর তার বন্ধু সুনেন্দু বুঝালেও রক্তিম কারোর কথা শোনে না, সে বলে হয় এক কোটি টাকা কামিয়ে অট্টালিকায় থাকবো নাহয় রাস্তায় থাকবো। এগুলো বলে রক্তিম রাগ করে বের হয়ে যায় বাসা থেকে।
এদিকে রক্তিমের বন্ধু তার বাসায় যাওয়ার সময় অটোওয়ালাকে ভাড়া দেওয়ার জন্য ভাংতি টাকা সাথে ছিলো না। তখন অটোওয়ালা সুনেন্দুকে বললো ওই দোকান থেকে ভাংতি আনুন,সে দোকানটি ছিলো লটারির দোকান, টাকা ভাঙাতে সে একটি লটারি নেয়। বাসায় এসে দেখে লটারিতে সে এককোটি টাকা পুরষ্কার পেয়ে গেছে, সে তক্ষুনি রক্তিমকে ফোন করে বলে আমি লটারি পেয়ে গেছি, রক্তিম বলে ইয়ার্কি করিস না, তখন সুনেন্দু লটারির নাম্বার বলায় বিশ্বাস হয়। সুনেন্দু রক্তিমকে বলে কিভাবে কি করতে হয় কিছুই তো জানি না। রক্তিম বলে কাউকে জানাস না, আমরা দুজন গিয়ে টাকাটা উঠিয়ে নিয়ে আসি চল।
রক্তিমের প্রস্তাবে সুনেন্দু রাজি হয়। রক্তিম টাকার লোভে পরে গেলো।সে তার বন্ধুকে গভীর জঙ্গলের রাস্তায় নিয়ে প্রাকৃতিক কাজ সারার কথা বলে লুকিয়ে তার বন্ধুর পিছনে এসে রসি দিয়ে আটকিয়ে তাকে মেরে ফেলে।
এর পর টিকিট নিয়ে টাকা তুলতে যায়। গিয়ে সে তাড়াহুড়ো করছিলো যেনো টাকাটা হাতে দিয়ে দেয় তাড়াতাড়ি। কিন্তু তখনই আসে পুলিশ, এসে রক্তিমকে বলে এই টিকিটের মালিক টাকা তুলে নিয়ে গেছে, আপনি আমাদের সাথে থানায় চলুন। সুনেন্দু থানা থেকে আগেই রক্তিমের কেস তুলে রেখেছিলো। রক্তিম তিন চারদিন পর বাসায় ফিরে আসে। তার বউ অস্থির হয়ে জিজ্ঞাস করে কোথায় ছিলো,ফোন কেনো বন্ধ ছিলো কিন্তু সে কিছুই উত্তর দেয় না।
তার বউ তখন জানায় সুনেন্দু তাদের ব্যাংকের সব টাকা পরিশোধ করে দিয়েছে, আর বলেছে সে অনেক দূরে চলে যাবে, ঘুরে ফিরে হয়তো দেখা হবে কিন্তু সে কখনো এখানে ফিরবে না। রক্তিম বুঝতে পারে সে ভুল করে ফেলেছে এবং এটা এখন শুধরে নেওয়ার সুযোগ নেই।
তখনই রক্তিমের ফোনে একটা টেক্সট ম্যাসেজ আসে, সেখানে লিখা ছিলো টাকাটা আমি তোর জন্যই আনতে গিয়েছিলাম,হাতে দেই নি কারণ তুই যদি আবার লটারি কিনে ফেলিস, বন্ধুর জন্য এতোটুকু তো করতেই পারি, না?
রক্তিমের এই কাহিনিটি দেবমাল্য সেনগুপ্তের কালোছায়া আবছাতে হুবুহু মিলে গিয়েছে।
আমি বাকি দুটো পর্ব নিয়ে লিখছি না, আজকের আলোচনা প্রথম পর্বটিই। লোভ কিভাবে বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করে তা বারবার আমাদের সামনেই অনেক ঘটনা সাক্ষ্য দেয়। আমরা দেখি লোভে বশীভূত হয়ে মারামারি হানাহানি লেগেই আছে পৃথিবীতে। ত্যাগ করার মানসিকতা মানুষের লুপ পেয়েছে, সেখানে জায়গা করে নিয়েছে স্বার্থপরতা, মোহ আর লোভ।
এই পর্বটি দেখে আমার ছোটবেলার একটি ঘটনা মনে পরে। তখন ক্লাস সিক্স এ পড়ি। আমার এক ফ্রেন্ড আমার কাছে হাজারখানেক টাকা ধার চায়, আমার কাছে ছিলো তখন টাকা, তাই তাকেও ধার দেই। কিন্তু কয়েকমাস গেলেও সে আমায় টাকা ফেরত দেয় না, আমি তো বাসাতেও বলতে পারছি না, বাসায় জানালে বলবে কেন দিয়েছিলাম। এদিকে তাকে টাকা দিতে বললে বলে দিবে না। তখন আমি বাধ্য হয়ে তার বাবাকে জানালাম, তার বাবাও ছেলের পক্ষে কথা বলে। বলে যখন টাকা ধার দিছ তখন তো আমার কাছে বলে দাওনি। আমি তখন থেকে বুঝতে শুরু করলাম টাকা ধার দেওয়া উচিত না। তবে টাকা আমি অনেক কষ্টে উদ্ধার করতে পারছিলাম।
মানুষের লোভ বেশি থাকে অর্থ সম্পদের উপরে, তাই উচিত যতটুকু সম্ভব নিজের সম্পদের ব্যপারে গোপনীয়তা বজায় রাখা। কারণ মানুষের লোভ যদি সম্পদের উপরে পড়ে যায় তাহলে তা নিজের করে রাখা খুবই কঠিন হয়ে পরে।
আজকে আমার লিখাটি এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভকামনা।
আমার পুরোনাম জোনায়েদ আহমদ । স্টিমিট আইডি @junaidahmed।
বাসা নেত্রকোনা সদর নেত্রকোনা । আমি অর্থনীতি বিভাগে অনার্স কমপ্লিট করেছি, বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত আছি। আমার প্রকৃতির ছবি তুলতে সবচেয়ে বেশি ভালো লাগে।বিভিন্ন বিষয়ে গল্প লিখতেও ভালো লাগে। হলের বারান্দায় আমার কিছু গাছ আছে এগুলোর সাথে মাঝে মাঝে সময় কাটাই। আমি স্টিমিটে জয়েন করি ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে। আমার এই স্বল্প সময়ে আমার বাংলা ব্লগে ক্যারিয়ার শুরু করতে পেরে খুবই আনন্দিত অনুভব করছি। আপনাদের সাথে কাজ করার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness
OR
চমৎকার একটি বিষয় তুলে ধরেছেন। লোভ সবার ভিতরে রয়েছে। কেউ সেটা ব্যবহার করে আবার কেউ সেটা ব্যবহার করে না। তবে সত্যি আমাদের লোভ থেকে বিরত থাকতে হবে। লোভে পরলে অনেক সময় নিজের ক্ষতি হয়। লোভের কারনে বিভিন্ন ধরনের সম্পর্ক নষ্ট হয়ে যায়। আপনার পোস্ট পড়ে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ভাই।
ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।
Twitter promotion https://x.com/Junaid_2208/status/1865719399224848680